নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব।

তালপাতারসেপাই

লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।

তালপাতারসেপাই › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার মেকআপ বক্স বিভ্রাট

১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২২


২০০৫ সালের সেপ্টেম্বর মাস। বেগম খলেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। ভিভিআইপি থেকে বেগম জিয়ার ব্যাগপত্র তোলা হচ্ছে। প্রত্যেক ব্যাগে এসএসএফের সিকিউরিটি ট্যাগ লাগানো। প্লেনে উঠানোর আগে সবগুলো ব্যাগের নিরাপত্তা তল্লাশি চালালেন একজন তরুণ মেজর। এসএসএফের এই অফিসার লক্ষ্য করলেন একটি দামী ছোট ব্যাগে কোনো সিকিউরিটি ট্যাগ নেই। তিনি সেটি সরিয়ে দিলেন। ব্যাগটা পড়ে থাকল এয়ারপোর্টে। মেজর একটি নোট লিখে এয়ারপোর্ট সিকিউরিটিকে ব্যাগটি দিলেন। এমিরেটসের প্লেন চলে গেল।

বিপত্তি ঘটল নিউইয়র্কে গিয়ে। পরদিন সকালেই বেগম জিয়ার সঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর মেকআপ পারসন মাথায় হাত দিলেন। বেগম জিয়ার সব কিছু এসেছে, আসেনি শুধু মেকআপ বক্স। হুলস্থূল পড়ে গেল। ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গেলেন না প্রধানমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান কোনোমতে সামলালেন। প্রধানমন্ত্রীর সচিব, মুখ্য সচিব অনুসন্ধান শুরু করলেন। মেকআপ বক্স গেল কোথায়? ঢাকা আর নিউইয়র্কের সময়ের পার্থক্য ১২ ঘণ্টা। দুইদিন লেগে গেল কী হয়েছে জানতে। এই দুইদিন নিউইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দলে যেন শোকের মাতম চলছে। এই দুই দিনে তিনটি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল হয়ে গেল। বিকেলে বিএনপির মার্কিন প্রবাসীদের সঙ্গে বৈঠকও পিছিয়ে দেওয়া হলো। পত্রিকায় খবর এলো, বেগম জিয়া অসুস্থতার জন্য বৈঠকে অনুপস্থিত। ঢাকা থেকে ওই মেকআপ বক্স আনতে আরও দুইদিন সময় লাগবে। অথচ প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেবেন পরদিন। মেকআপ এক্সপার্টকে নিয়ে বেরুলেন খোদ পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান। লিস্ট ধরে ধরে দামী দামী সব ব্র্যান্ডের দোকান থেকে মেকআপ কেনা হলো। একটা করে জিনিস কেনা হচ্ছে আর বেচারা পররাষ্ট্রমন্ত্রীর মুখটা লাল হয়ে উঠছে। বিকেল পর্যন্ত চলল কেনাকাটা। পরে মোর্শেদ খান তার একান্ত সচিবকে বললেন, ঢাকা থেকে টাকা পাঠাও। একান্ত সচিব অবাক হলেন। মন্ত্রী জানালেন, ৬২ হাজার ডলার খরচ হয়েছে মেকআপের জিনিসপত্র কিনতেই।

যাইহোক শেষ পর্যন্ত, বেগম জিয়া মেকআপ করলেন। সন্ধ্যায় ঝলমলে প্রধানমন্ত্রী বেরুলেন বিএনপির স্থগিত হওয়া বৈঠকে যোগ দিতে। বৈঠকে যেতে যেতেই তার সচিবকে বললেন, কে এইটা করেছে, তাকে এখুনি চাকুরিচ্যুত করতে। ঢাকায় বার্তা গেল। এসএসএফের প্রধান এক ঘণ্টার মধ্যে মেজরকে এসএসএফ থেকে প্রত্যাহার করলেন। সেনা প্রধানকে জানানো হলো অবিলম্বে তাঁকে বরখাস্ত করতে হবে। সেনা প্রধান মঈন ইউ আহমেদ তদন্ত কমিটি করলেন। বিপত্তি ঘটল এখানেই। তদন্ত কমিটি তদন্তে দেখলো মেজরের কোনো দোষ নেই।

বেগম জিয়া নিউইয়র্ক থেকে দেশে ফিরে এলেন। সব কিছু ঠিকই চলতো হয়তো। কিন্তু মেকআপ করতে বসলেই, তাঁর মেকআপ বক্স হারানোর কথা মনে হয়। তিনি ক্ষেপে উঠেন। সচিবকে বলেন, কী ব্যবস্থা নেওয়া হলো?

সচিব ফোন করেন সেনা প্রধানকে। সেনা প্রধান বলেন দেখছি। একদিন সত্যিই ক্ষেপে গেলেন প্রধানমন্ত্রী। ডেকে পাঠালেন সেনা প্রধানকে। সেনাপ্রধান বুদ্ধিমান। তিনি তদন্ত রিপোর্ট নিয়ে গেলেন। বেগম জিয়া ক্রুদ্ধ হয়ে বললেন, এসব রিপোর্ট বুঝি না। আমি শাস্তি চাই। সেনাপ্রধান পরদিন, ওই কর্মকর্তাকে দ্রুত বিদেশী মিশনে পাঠানোর উদ্যোগ নিলেন। বেগম জিয়াকে জানানো হলো ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০০৭ সালে ওই মেজর লে. কর্নেল হিসেবে বেগম জিয়ার বাসায় গিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
সূত্র

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৪২

জগতারন বলেছেন:
এই বয়সে তার এত মেক আপ কেন এত দরকার ?

২| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


লেখকের ক্রেডিবিলিটি এত কম যে, ঘটনাটা গ্রহনযোগ্যতা পাবে কিনা কে জানে!

৩| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২৬

মোহাম্মদ বাসার বলেছেন: চাঁদ ভাই ক্রেডিবিলিটি আর পরিচিতি বা জনপ্রিয়তা দুইটা আলাদা জিনিস। সূত্র গ্রহনযোগ্য না হলে আপনি লিখলেও এধরণের গল্প মানুষ গসিপ হিসেবেই ধরে নেবে। এখানে লেখকের ক্রেডিবিলিটির প্রশ্ন তোলা অমূলক।

৪| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১০

টারজান০০০০৭ বলেছেন: "যাহা বলিব সত্য বলিব"

সত্য হইলে খুবই হাস্যকর ! সূত্র কি ব্যাক্তিগত ?

৫| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৩

সাপলুডু বলেছেন: ঘটনাটা কি সত্যি নাকি রম্য! সত্য হলে সূত্র কি? তবে যাই হোক ব্যাপারটা হাস্যকর.

৬| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

আমি চির-দুরন্ত বলেছেন: সেখানে কি মেকআপ কেনা নিসিদ্ধ ছিল? নাকি জিয়ার সাঙ্গ পাংগ দের পয়সা ছিল না মেকআপ কেনার।

লেখা পড়ে মানুষ না হাসলেও আপনার এইসব পাগলামি/ উদ্ভট চিন্তা ভাবনা মানুষকে হাসাবে।
সরকারের স্তুতি না গেয়ে জনগনের পক্ষে কথা বলেন। কিছু না পাইলেও ভালো কিছু মন্তব্য পাইবেন।

৭| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৭

আমি চির-দুরন্ত বলেছেন: আপনাকে পোস্ট প্রতি কত দেয়া হয়? :-B
ভালো পরিমান টাকা পয়সা দিলে আমার জন্য এরকম একটা চাকরী জোগার করে দিয়েন। =p~ =p~ =p~

৮| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৭

ইমরান আশফাক বলেছেন: সত্য হওয়া অসম্ভব কিছু নয়, কারন আমাদের দুই বেগম ঐ রকমই। তবে ইচ্ছামত বানানো এই রকম অনেক গল্পও চালু আছে বাজারে।

৯| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

নাইম রাজ বলেছেন: দারুন খবর ।

১০| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কত পাইছেন ভাই এই পুটে ?

১১| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২৩

তপোবণ বলেছেন: চরম হইসে। একটা হাসিনিয় পুরস্কার পাবার ১০০% গ্যারান্টি হয়ে গেল। একটা জয়তি পুরস্কার পেলে হয়ে যেতে পারেন নুরুল ইসলাম বিএসসি অথবা পলক।

১২| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩২

মিঃ মটু বলেছেন: হা হা হা

১৩| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০১

মিঃ পাতলু বলেছেন: মেডাম মেকাপের বড্ড পাগল, রূপ চর্চায় এক্সপার্ট!!!

১৪| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭

ড.ঝঁটকা বলেছেন: এই মহিলার চেহারর কারিশমা শেষ হইয়া গেছেগা হাহাহা

১৫| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সিঙ্গাম স্যার বলেছেন: আহারে কি ছুন্দর খাসা চেহারা ছিল মেডাড়ের!!! একটু মেকাপ না করলে হয়!!

১৬| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১২

আরজু পনি বলেছেন: প্রথমআলোতে সম্ভবত দেখলাম।
আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার মেকাপ নিয়ে কোন সমস্যা দেখি না।
মেকাপ প্রায় সবাই করেন (খুব কমই আছেন যারা মেকাপ করেন না)।
শুধু সম্প্রতি তাঁর বিউটিশিয়ানের প্রতি অনুরোধ থাকবে ভ্রুযুগল এর মেকাপটা ঠিকমতো রাখতে।


গণতান্ত্রিক দেশে শুধু সরকারী দলই নয়, বিরোধী শক্ত রাজনৈতিক দল থাকাটা জরুরী। জাতীয় পার্টি এবং বিএনপিকে মূল্যবোধ, মেধার রাজনীতিতে দেখতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.