নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিন্ক সহ পোষ্টের বাহবা/দায়, মূল লেখকের।
অনেক দিন থেকেই রাজনৈতিক আন্দোলনে অপারগ ও জনগণের ভোটের কাছে হেরে যাওয়া জনবিচ্ছিন্ন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইছে। সাথে জুটেছে সুশীল নামধারী সুবিধা ভোগী একটি চক্র। নানা প্রহসন, বানোয়াট খবর দিয়ে দেশে অরাজগতা ও অস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমেছে। সাথে কাজ করেছে কিছু জঙ্গি সংগঠন।
আগেও সেনাবাহিনীতে ক্যু করার পরিকল্পনা, ব্লগার হত্যা এবং বাংলাদেশে আইএসের তৎপরতা থাকার অপপ্রচার চালানো হয়েছে। পুরো প্রক্রিয়াটির সঙ্গে সেনাবাহিনীতে ক্যুর চেষ্টাকারী বহুল আলোচিত মেজর জিয়াসহ বেশ কয়েকজনের জড়িত থাকার তথ্য মিলেছে। যারা প্রবর্তিতে চাকরিচ্যুত হয়েছেন।
ব্লগার হত্যাকারীদের নেপথ্যের কারিগররাই বাংলাদেশে আইএসের তৎপরতা রয়েছে বলে প্রপাগান্ডা চালাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে আইএসের (ইসলামিক স্টেট) তৎপরতা থাকার প্রমাণ মেলেনি। তবে কোন কোন জঙ্গী সংগঠনের তরফ থেকে আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করার তথ্য পাওয়া গেছে। তবে আইএসের তরফ থেকে কোন সাড়া মেলেনি।
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রধান বিচারপতির সাথে সরকারের সৃষ্ট দ্বন্দ্বের জেরে আর্মি ক্যু এবং পাল্টা ক্যুয়ের মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে। এটি ষড়যন্ত্রেরই অংশ। সামনে নির্বাচন কেন্দ্র করে এ ধরনের ষড়যন্ত্র আরও হবে বলে আশংকা আছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্ট বলে পরিচিত আদালত প্রাঙ্গণের একজন এই রায়ের নেপথ্যে ক্রীড়নকের ভূমিকায় ছিলেন। আইএসআইর ওই এজেন্ট কৌশলে রায়ের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করেছেন বলেও সভায় মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনজীবী নেতারা। শুধু তাই নয়, সেনাবাহিনীতে ক্যু করতে গিয়ে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হয়েছেন এমন এক সামরিক কর্মকর্তার নিকটাত্মীয়ও রায়ের পক্ষে কাজ করেছেন বলে যোগ করেন ওই আইনজীবী নেতারা।
তবে ষড়যন্ত্র চললেও ঘাবড়াবার মত তেমন কিছু এখনও ঘটেনি। বিরোধী দল ও সুশীল সমাজের একটি অংশ ভোট ছাড়াই ক্ষমতায় যেতে চায়, কিন্তু তারা নির্বাচনে জিততে পারে না। বরাবরের মত সামরিক বাহিনীর সহায়তাতেই তারা ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা বর্তমান পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের কথা বলে মিথ্যা খবর রটাচ্ছে। কিন্তু দেশের জনগণ সামরিক অভ্যুত্থান বা প্রচেষ্টা মেনে নিবে না। আর সামরিক বাহিনী আগের থেকে অনেক বেশী শৃঙ্খলাবদ্ধ, অনুগত ও পেশাদার। তাই ক্যুএর গুজব ও পরিকল্পনা হাস্য কর।
সরকারের সফলতা এত ব্যাপক যে, তাতে দেশের জনগণ একটি বৈধ সরকারের বিরুদ্ধে কোন প্রকার সেনা অভ্যুত্থানকে সমর্থন দেবে না। এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ মুহূর্তে সেনা অভ্যুত্থানের কোন সম্ভাবনা নেই, একটি অভ্যুত্থানের লজিস্টিকস দেখতে হবে। কারণ ঠিক এই মুহূর্তে সেনাবাহিনীর এমন কোন জেনারেল বা কর্মকর্তা নাই, যাদের অভ্যুত্থান করার কোনো আগ্রহ আছে।সুশৃঙ্খলা ও পুনর্গঠনের কারনে যেকোন অভ্যুত্থানের চেষ্টা খুবই রক্তক্ষয়ী হবে। পেশাদার দেশপ্রেমী সেনা কর্মকর্তাদের কেউই এই ধরনের ঝুঁকি নেয়ার কথা চিন্তাও করেন না।
বিএনপি-জামাত জোট আবার ক্ষমতায় এলে বরাবরের মত এবারো ধ্বংসের রাজনিতিতে মেতে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে উন্নয়নের পথে। বিএনপি-জামাত জোটের কর্মী ছাড়া সকলেই তা সমস্বরে স্বীকার করেন। সেনাবাহিনী জনবিচ্ছিন্ন নয় বরং জনগণেরই অংশ। তারাও জনগণের মত দেশের উন্নতি লক্ষে একতাবদ্ধ ও মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থাশীল। দেশমাতা রক্ষার শপথ নেয়া সেনাবাহিনীর দেশবিরোধী কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ অপপ্রচারনা রিতিমত অবিশ্বাস্য ও হাঁস্যকর।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া নেই তেমন, সেনা শাসনের প্রয়োজনীয়তা সম্পর্কে জনমত এখন আর বলিষ্ঠ নয়, গণমাধ্যমে বিদ্যমান রাজনৈতিক ব্যক্তি গুলোর বিকল্প হিসেবে সেনা কর্মকর্তাদের প্রতিষ্ঠিত করতে পারছে না। বরং অহিংসা গান্ধিবাদী এবং কবরে এক পা দিয়ে রাখা অবসরপ্রাপ্ত আমলা, শখের লেখক এবং কলাম লেখকদের সুশীল সংগঠন বানিয়ে এদের সামাজিক গ্রহনযোগ্যতা নির্মাণের একটা নির্লজ্জ উদ্যোগ নিয়েছে। জনসম্পৃক্তিবিহীন এইসব কলাম লেখকদের সুশীল সংগঠন শক্তিশালী রাজনৈতিক বিকল্প হিসেবে কার্যকরী হয়ে উঠবে না। এদের দিয়ে মজলিসে শুরা ধাঁচের কোনো সর্বদলীয় নির্দলীয় পরিষদ তৈরি করে বাংলাদেশের সরকার পরিচালনার কাজটি সাম্ভাব্যতা বিচারে অসম্ভব।
এইসব সুশীল নামধারী কলাম লেখক চলমান অসঙ্গতি বিষয়ে খুরধার করে কলাম লিখবেন, বিভিন্ন সেমিনারে দায়িত্বশীল বক্তব্য-প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করবেন, তবে তারা রাজনৈতিক দলের বিকল্প হয়ে উঠতে পারবেন না। কমরুদ্দীন আহমেদ পাকিস্তান সেনাশাসনের সমাপ্তির সময়ে পূর্ব বাংলার সমাজ ও রাজনীতি গ্রন্থটি লিখেছিলেন, সেখানে বাংলাদেশের বুদ্ধিজীবী কিংবা ঢাকাই বুদ্ধিজীবীদের চরিত্র সম্পর্কে খানিকটা আলোকপাত করেছেন, মাঝের ৪০ বছরে এদের অবস্থানও তেলাপোকার মতোই, তাদের তেমন মানসিক বিবর্তন ঘটেনি। তাদের চারিত্রিক অপরিবর্তনশীলতা একটি দিকই নিশ্চিত প্রকাশ করে, বাংলাদেশের সমাজে বুদ্ধিজীবী হিসেবে টিকে থাকতে হলে ক্ষমতাবানদের পকেটে গিয়ে তাদের আদর আহ্লাদ এবং মৃদু পিঠ থাবরানি খেয়ে আনন্দে গোঁ গো করা ছাড়া বুদ্ধিজীবীদের বিকল্প কিছু করনীয় নেই। তাই তারা ইনিয়ে বিনিয়ে সেনাবাহিনীতে ক্যু এর ধুয়া তুলে মাঠ গরমে নেমেছেন। আর তাঁদের উৎসাহে কিছু ক্ষমতা লোভী চক্র জোট বেধে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে।
এদের কথায় কান দেবার দরকার আছে বলে মনে করি না। ২০১৭ আর ১৯৭৫ এর পার্থক্য অনেক। ষড়যন্ত্রকারীদের বুদ্ধিমত্তার বিকাশ না ঘটলেও, জনগণ আজ অনেক বেশী সচেতন ও একতা বদ্ধ। তাঁর প্রমান বিরোধীদলের ৩ বছর ধরে চলা ব্যার্থ অবরোধ আর আন্দোলন চেষ্টা। আর সামরিক বাহিনীও আজ অনেক শৃঙ্খলা বদ্ধ, পেশাদার ও রাস্ট্রের প্রতি অনুগত।
তাই বলতেই হয়- আগের দিন আর নাইরে নাতি, বন্দুকের জোরে ক্ষমতায় যাইতি।
সূত্র
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩
কুকরা বলেছেন: সহমত
কিন্তু সতর্ক থাকতে হবে, বাংলাদেশ হল মীরজাফরের দেশ, মীরজাফররা বসে থাকবে না।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২
আজাবুল মরফুদ বলেছেন: সেনাবাহিনীকে বিভ্রান্ত করে আবারও ’১৫ আগষ্ট’ ঘটানোর খায়েশ; আর খাওয়ার সুযোগ পাবে না সেই পায়েশ।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
মানিজার বলেছেন: তুতা পাকি তুতা পাকি কুতা যায় বলু দিকি ।