নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভূতের বাড়ি

Raindrops falling from heaven.. Will never wash away my misery..

ভুত.

.......

ভুত. › বিস্তারিত পোস্টঃ

আমার ডায়েরী থেকে ছেড়া পাতা - ১৫

১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

আজকে ছেড়া পাতায় না লিখে ডায়েরীতেই লিখতে হচ্ছিল, কিন্তু আমার ডায়েরীটা আপাতত আমার কাছে নেই। ব্যাপারটা খুব অদ্ভুত। যাই হোক সে প্রসংগে না যাই।





নিজেকে মেঘ পিওনের মত নিজেকে মনে হচ্ছে যার ঝোলার মাঝে রয়েছে রাজ্যের মন খারাপ। মনের মাঝে কুয়াশা, তিস্তা যেন সব একসাথে জমা হয়েছে। সব কিছু শুধু জমেই রয়েছে।



আশেপাশে সব কিছুই আছে, তবুও কিছু নেই। মনে হয় যা চাচ্ছি তা পাচ্ছি না। পেতে হলে যা করা উচিত তাও করতে পারছি না। সে জন্য নিজেকে অসহায় মনে হচ্ছে না। সবার উপরে কেমন যেন রাগ হচ্ছে।



অনেক কিছু বলার আছে, বলতে পারছি না। জানি বললে কোন লাভ হবে না। কথা গুলো কিছুক্ষন পর পর কড়া নেড়ে যাচ্ছে মনের দরজায়। স্বার্থপরের মত ইচ্ছে হচ্ছে আমার অনুভুতি গুলো কাউকে দিয়ে দিতে যাতে কেউ আমার অবস্থাটা বুঝতে পারে। কিন্তু কেউ যে কারো অনুভুতি অনুভব করতে পারে না। তাই সবাই ভাবে আমি দুঃখ বিলাসী। কেউ বোঝে না যে দুঃখ বিলাসিতার কোন বস্তু না, এক অনুভুতি যায় কোন ভাগিদার হয় না..................

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

ভালোবাসা বলেছেন: something tells me কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের দুঃখ-কষ্ট-বেদনা সব বুঝতে পারে। তাদের কেবল সুযোগ দিতে হয়..

২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৫৬

কাওসার চৌধুরী বলেছেন: আপনার নতুন লেখা পাচ্ছি না.................. :(

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে হয় যা চাচ্ছি তা পাচ্ছি না।
মানে কি বুঝতে পারছেন ???
ভূত ভূতেধরেছে , সময় থাকতে ভালো হয়ে যান।।।

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩২

চাঙ্কু বলেছেন: কি আজীব!! ভূতেও ডায়েরী লেখে!!

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

ঋতো আহমেদ বলেছেন: ৫ বছর কোনো পোস্ট নেই। কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.