নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

Queue

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

প্রথমে একটি জোক্স দিয়ে শুরু করিঃ



বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বিচ্ছুবাহিনীর শৌর্য-বীর্যের প্রতাপে রণাঙ্গণে বেহাল তখন পাকিস্তানিরা। মদ্যপ ইয়াহিয়া অকারণে এক সৈনিকের ওপর মারাত্মক ক্ষিপ্ত। তিনি নিজ হাতে বরখাস্তপত্র টাইপ করে ওই সৈনিকের হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘মাদার.. হারামখোর, এই নে! এখনি দূর হ আমার সামনে থেকে। পাকিস্তান সেনাবাহিনীতে তোর মত কুলাঙ্গার-কামিনার আর প্রয়োজন নেই। (কারন সবাই তার থেকেও বড় কামিনা ;) )

নিরপরাধ সৈনিক চরম বিস্ময় হজম করে জানতে চাইলো, ‘স্যার, আমার অপরাধ?’

‘তোকে আমি বরখাস্ত করলাম, ব্যস এটাই আসল কথা। যা ‌এখন গিয়ে আমাকে গালিগালাজ করতে থাক জীবনভর। এতে আমার কিছুই আসবে যাবে না! মন চাইলে আমি মারা যাবার পর আমার কবরে গিয়ে ‘হিসু’ করে আসিস!’



“অত বড় লম্বা লাইনে আমি দাঁড়াতে পারবো না, স্যার! দয়া করে অন্য কোনো শাস্তি থাকলে...” ভাবলেশহীন কণ্ঠে সৈনিকের জবাব। লিঙ্ক





লাইন। এই লাইন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। প্রকৃতির ডাককে যেমন ইগ্নোর করা যায় না, ঠিক তেমনি লাইন কেও ইগ্নোর করা যায় না। টিকেট কিনতে যাও , লাইন। খেতে যাও , লাইন। শিখতে যাও, তবুও লাইন।



এই লাইনের ঝামেলা ছোটবেলা থেকেই শুরু। একেবারে জন্মের পরপর থেকে! জন্মের পরপরেই সবাই লাইন ধরে পিচ্চিরে দেখবে, আর পাছায় চাঁটা মেরে বলবে, ডাক্তার রা এটা করতে বলেছে! কেউ কেউ তো পারলে তখন ট্রেডমিলে দাঁড়া করিয়ে দেয় দৌড়ানোর জন্য।



১ বছর হলে , টিকা খাওয়াতে নিয়ে যাও। সেখানেও লাইন। :-* লাইনের আগেরজনের কান্নাকাটি দেখে পিচ্চি নিজেও ভড়কে যায়!

ধরেন আপনি একটি লাইনে আছেন। আপনার সামনের জনকে রসগোল্লা খেতে দেয়া হল। অই ব্যাটা রসগোল্লা খেয়ে আব্বাগো আম্মাগো বলে দুনিয়া প্রকম্পিত করে দিল চিক্কুর! তখন আপনার ডেফিনেটলি ভয় লাগবে, না জানি অই রসগোল্লায় কি আছে।



আমার মনে হয় ভিটামিন এ ক্যাপ্সুলের মত স্বাদের জিনিস খেয়েও পিচ্চিরা এ কারনেই চিল্লায় । /:) যদিও এখন একটা গোষ্ঠী ভিটামিন এ ক্যাপ্সুলের বিপক্ষে প্রচারনা শুরু করেছে কারন এই ক্যাপ্সুল খাওয়ার পরে চোখের পাওয়ার বেড়ে গেলে যদি তাদের লেজ দেখে পেলে পিচ্চিরাও?





৩ বছর বয়স থেকে বাসায় টিউটরের লাইন ধরে। আগেভাগে বাচ্চাকে পড়িয়ে প্লে গ্রুপের এডমিশন টেস্টে যে পাশ করাতেই হবে। নাহলে চলবে না। গার্ডিয়ান রা ভুলেই যায় ক্লাসের নামই 'প্লে" । যার অর্থ খেলা। পড়া নয়।



এডমিশন টেস্টের ফর্ম কিনার লাইনে দাঁড়ানোর পরপরই শুরু হয়ে যায় জীবনের লাইনের দাঁড়ানোর খেলা। পিটির লাইন, ক্লাশ থেকে বের হওয়ার সময়ের লাইন, স্যারের হাতের মারও অনেক সময় লাইন ধরে খেতে হয়।







বিদায় অনুষ্ঠানে লাইন (প্রবেশ পত্র নেয়ার জন্য) , বান্ধবীর পিছনে লাইন, কলেজে এই একই পুনরাবৃত্তি, ভার্সিটিতেও সেইম। আবার বড় কোণ এক্সামের আগে দোয়া নেয়ার লাইন, বখশিশের লাইন কত লাইন যে জীবনে আছে! চাকরির সময় সিভি জমা দেয়ার লাইন, এখন অবশ্য সব অনলাইনেই হয়। ডিজিটাল দেশের অনেক সাইট বেশিরভাগ সময়ই ডাউন থাকার কারনে সিভি জমা দেয়ার লাইনটাকেও কাউন্ট করা উচিত।



বিয়ের সময় মেয়ে দেখার লাইন, আবার অনেক সময় অন্যের বউকে দেখার জন্যও লাইন ধরতে হয়। ব্যাঙ্কে টাকা জমা দেয়ার লাইন, ব্যাঙ্কের বুথে লাইন, বিল দেয়ার লাইন। আমার মনে হয় মানুষ তার জীবদ্দশার ১০ ভাগের ১ ভাগ লাইনেই কাটায় :P



এই লাইনের ভিতরও আবার কত ইতিহাস সৃষ্টি হয়। কত প্রেম, কত চোখাচোখি এই লাইনেই ঘটে গেছে হিসেব করতে অনেক বছর লেগে যাবে। লাইনের ভিতর কত বন্ধুত্ব সৃষ্টি হয়, আবার অনেক সময় মারামারিও হয়। লাইন এগিয়ে নিয়ে যাবার জন্য ঘুষেরও প্রচলন আছে বৈকি। বাংলাদেশে গ্যাসের পরপরই যে জিনিস বেশি আছে সেটা হল ঘুষ। ঘুষ চলে না এমন কোন জায়গা দেখাতে পারবেন না। প্রেমিকার মন গলানো থেকে শুরু করে বসের মন গলানো পর্যন্ত সব জায়গায় ঘুষ চলে।











লাইনে দাঁড়ানোরও অনেক বেনিফিট আছে। পায়ের ব্যায়াম হয়। সুন্দরী ললনাদের পাশে দাঁড়াতে পারলে তো কথাই নাই। উনাদের পারফিউমের সুঘ্রাণ আপনার মন এম্নিতেই ভালো করে দিবে। (বলেন তো, উনারা কেন বেশি পারফিউম ইউজ করেন? আমি জানি অনেকেই উত্তর দিবেন, বেশি গন্ধ হয় বলে :P:P:P:P:P ) আবার লাইনে দাঁড়িয়ে হেডফোনে গান শোনার মজাই আলাদা।





শেষে একটা ছোট গল্পঃ



আহমেদ সাহেব মতিঝিল যাবেন। মিরপুরে বিকল্প বাসের লাইনে দাঁড়িয়ে আছেন প্রায় ১ ঘন্টা যাবত। বাস আসে যাত্রী নেয় , কিন্ত লাইন ছোট হয় না। আরো আধাঘন্টা পরে উনি বাসে যায়গা পেলেন তারপর?



তারপর কি আর? উনি মতিঝিল চলে গেলেন :P

মন্তব্য ৫০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

বাংলার হাসান বলেছেন: হা হা খুবই দারুন হইছে তামিম। ++++++++++ নাও

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: :)

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

স্বপনবাজ বলেছেন: ;) ;) ;) :-B B-)) B-)) B-)) B-))

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

লক্ষ্মীপেঁচা বলেছেন: দাঁরুন লিখছ =p~ =p~ কিন্তু এখানে কেন কোন পাঠকের লাইন লাগেনি সেটাই বুঝতেছিনা :-* তোমার এই লেখাতো লাইনে দাড়িয়ে টিকিট কেটে পড়ার কথা মানুষের :P

আমি পড়লাম । ভালো লিখেছ । চালিয়ে যাও। লেখায় প্লাস এবং প্রিয়তে নিলাম । :!> :!> :!>

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

তামিম ইবনে আমান বলেছেন: আপনার কমেন্ট পড়ে তো নাচতে ইচ্ছা করছে। ;)

৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

মাক্স বলেছেন: কমেন্ট করতে আইস্যাও লাইনে পৈড়া গেলাম ;)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

তামিম ইবনে আমান বলেছেন: আমি কি আর মাক্স নাকি যে আমার এখানে কমেন্টের লাইন লাগবে? ;)

৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

মুহাই বলেছেন: “অত বড় লম্বা লাইনে আমি দাঁড়াতে পারবো না, স্যার!

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫

তামিম ইবনে আমান বলেছেন: ঠিকাসে! ;)

৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৬

একজনা বলেছেন: :D :D :D খুবই চমৎকার লিখেছ তামিম। দারুন লাগল। শুভকামনা করছি যাতে তোমার এই পোষ্টে পাঠকের লাইন পড়ে যায়। :) :) পোষ্টে ভাললাগাসহ ++++++++

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪০

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনাকে তো দেখা যায় না।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: অন্য রকম পোস্ট তো । :)

একবার সমাবর্তনের টাকা জমা দেয়ার জন্য ৫ ঘণ্টা লাইনে দাঁড়ানো লাগছিল ! ভয়াবহ অভিজ্ঞতা ছিল ।

Queue এর আরেকটা ব্যাপার হল এটা কমিউন্যিজম বা সোশ্যালিস্ট দেশ গুলো তে বেশি হয় ।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭

তামিম ইবনে আমান বলেছেন: অপেক্ষা করা অনেক কষ্টের!

৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্যাচেলরগোর পিছে লাইন ধরে সুন্দরিরা ।


আর আমগোরে আংকেল বইলা চইলা যায় :(

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

তামিম ইবনে আমান বলেছেন: ধুর্মিয়া! বিয়াইত্যা পুরুশ রে বেশি লাইক করে মাইয়ারা!

৯| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৭

কামরুল হাসান শািহ বলেছেন: প্রথম কৌতুকটা সেইরকম

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

তামিম ইবনে আমান বলেছেন: মার্চ মাসে এসব কৌতুক একটু বেশিই ভালো লাগে

১০| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

মামুন রশিদ বলেছেন: লাইনবাজি'র আইডিয়াটা দারুন হইছে । এইবার আপনি নিজেই একটা 'লাইন' করেন :P :P


ইয়ে মানে, এখানে 'লাইন' মানে প্রেম, পিরিত, ইসক, মোহাব্বত, লভ এইসব বুঝতে হবে B-) ;)

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

তামিম ইবনে আমান বলেছেন: আমি লাইন করতে এক পায়ে খাড়া। কিন্ত লাইন মারার চান্স দিচ্ছে না কেউ :(

১১| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

নিরপেক্ষ মানুষ বলেছেন: জীবটাই হইলো লাইনময়।;) :P পিলাচ দিয়া গেলাম।উপস্থাপনা চমত্‍কার হইছে (Y)

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ দেশি ;)

১২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পুরাই লাইনময় পোস্ট। পিলাচের লাইন বসাইলাম।

++++++++++++++++++++++++++++++

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

তামিম ইবনে আমান বলেছেন:
ধন্যবাদের লাইন দিলাম

১৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

শায়মা বলেছেন: পোস্ট পড়ার আগেই ছবি দেখে আমি ইন্নিনিল্লাহ!!!!!!!!!



:P

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

তামিম ইবনে আমান বলেছেন: ;)

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

শায়মা বলেছেন: আহমেদ সাহেব কয় ঘন্টায় মতিঝিল গেলেন??? :০

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

তামিম ইবনে আমান বলেছেন: বাসে উঠার পর উনি মনে হয় ঘুম দিয়েছিলেন

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: উফ :-< :-< |-) |-) এতক্ষন লাইন ধরে থাকার পর কমেন্ট করার সুযোগ পেলাম।

তামিম, খানা খাদ্যির ব্যবস্থা আছে? ;)



মজার পোষ্ট। ছবিগুলার জন্য আরেকটা প্লাস। :D

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

তামিম ইবনে আমান বলেছেন: কখনো দেখেছেন কেউ লাইন ধরার পর খাইতে পায়? ;)

১৬| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

আমি তুমি আমরা বলেছেন: আমার মনে হয় মানুষ তার জীবদ্দশার ১০ ভাগের ১ ভাগ লাইনেই কাটায়

একদম ঠিক কথা।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০

তামিম ইবনে আমান বলেছেন: :)

১৭| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

আমি তুমি আমরা বলেছেন: আমার মনে হয় মানুষ তার জীবদ্দশার ১০ ভাগের ১ ভাগ লাইনেই কাটায়

একদম ঠিক কথা।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ। :)

১৮| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

জাকারিয়া মুবিন বলেছেন: শেষের জোক্সটা মজার। :) :)

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

তামিম ইবনে আমান বলেছেন:

হোম মেইড ফ্রেশ জুক্স

১৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

দি সুফি বলেছেন: লাইন নিয়া (সরলরেখা) কত গণিত করলাম :-* লাইন (queue & stack) কত অ্যালগরিদমও করলাম। আমার জীবনের অর্ধেকটাই মনে হয় লাইনের পিছনে :(
এই যে দেখেন না, আপনার পোষ্টে কমেন্টের লাইনে বসে গেলাম B-))

কম্পিউটারের ভিতরেও (র‌্যাম, প্রসেসর) কিন্তু সবকিছু লাইন ধরেই হয় :-&

লাইন ছাইড়া পালাইবেন কই? B-)) B-))

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

তামিম ইবনে আমান বলেছেন: ট্রেনের লাইনের নিচে কাটা পড়ে মরবো!

খাইসেরে! এখানেও লাইন

২০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাল্পুস্টের হেডকুয়াটার এর চমৎকার প্রোডাকশন । :P :P :P

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

তামিম ইবনে আমান বলেছেন: ভালো বলেছেন বৈকি

২১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

আমি ইহতিব বলেছেন: অন্যরকম বিষয়, ভালো লাগলো। শুরুর জোকসটা তো অসাম :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: হেহে ধন্যবাদ ভাই

২২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

প্লাসের Queue দিলাম +++++++++++++++++++++++++

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

২৩| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

শিরোনামটা বেশ হয়েছে।

আর প্রথম ঘটনার সাথে প্রথম ছবিটা হেব্বি হইছে।

অনেকগুলো সত্যি, তিক্ত বাস্তবতা তুলে এনেছেন পোস্টে।

প্লাস।।

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৪

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি আপু

২৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

আবিদ ফয়সাল বলেছেন: কমেন্টের লাইনে তো বহুৎ পিছে পইড়া গেলাম :P

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২০

তামিম ইবনে আমান বলেছেন: মজা লইলেন

২৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

মেহেদী হাসান মানিক বলেছেন: হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~
লাইন আর লাইন অই মিয়া রেল লাইনের কথা ত কিছুই কইলেন না।
তবে নিচের দিক থেকে ২য় ছবিটা চখাম অইছে। খ্যমতা থাকলে ৫০ টা লাইক দিতাম।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

তামিম ইবনে আমান বলেছেন:
মাল্টি আছে না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.