নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

PIXAR

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

পিক্সার এনিমেশন স্টুডিওস বা সংক্ষেপে পিক্সার; একটি এনিমেশন ফিল্ম স্টুডিও , যার অবস্থান ক্যালিফোর্নিয়া তে। ১৯৭৯ সালে পিক্সার প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ তে স্টিভ জবস কিনে নেন পিক্সার কে এবং ২০০৬ সাল থেকে পিক্সার এনিমেশন স্টুডিওস এর মালিক হল ওয়াল্ট ডিজনি কোম্পানি।







এ পর্যন্ত পিক্সার ১৩ মুভি তৈরি করেছে যার মধ্যে সেরা এনিমেটেড মুভি হিসেবে অস্কার পেয়েছে ৭ টি। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭ টি অস্কার পেয়েছে পিক্সার। অস্কার প্রাপ্ত মুভি গুলো হচ্ছে- Finding Nemo, The Incredibles, Ratatouille, WALL-E, Up, Toy Story 3, and Brave. Up and Toy Story 3





পিক্সারের সব গুলো মুভি মিলিয়ে মোট ইনকাম (ওয়ার্ল ওয়াইড) 7.7 বিলিয়ন ডলার। গড়ে প্রায় ৫৯৬ মিলিয়ন ডলার।



পিক্সারের ভালো লাগা মুভি গুলো নিয়ে কিছু কথাঃ ভালোলাগার ক্রমানুসারে





১. UP(2009)

প্রিয়তমাকে দেয়া কথা রাখতে ৭৮ বছর বয়সী কার্ল বেড়িয়ে পড়েন এক এডভ্যাঞ্চারে। সাথে থাকে ৮ বছর বয়সি একজন Wilderness Explorer. সারা জীবন ধরে যে অভিযানের কথা কল্পনা করেছেন সে অভিযান যে এত শ্বাপদসঙ্কুল হবে তা মূলত কল্পনার বাহিরেই ছিল।



IMDB Rating: 8.3/10







২. Toy Story 1/2/3 (1995,1999,2010)

খেলনাদের ও জীবন আছে, যা আমাদের চোখে ধরা পড়েনা কখনো। তাদের হাসি আছে, আনন্দ আছে, আছে কান্না। তারাও ভালোবাসা পেতে চায়, তারাও চায় তাদের নিয়ে তাদের মালিক সুখে থাকুক। একটি কাউবয় ডল, তার বন্ধু স্পেসম্যান এবং তার সঙ্গী সাথিদের হাসি, ঠাট্টা, ভালোবাসা, এডভেঞ্চার আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। আপনি আর কখনো কোন খেলনা কে ভেঙ্গে ফেলতে পারবেন না, যদি এ সিরিজ দেখে থাকেন।







IMDB Rating: Toy Story 1: 8.3/10 , 2: 7.9 , 3: 8.5





৩. Finding Nemo(2003)

এটিও পিক্সারের একটি এডভেঞ্চার ঘরানার মুভি।

একটি ক্লাউন ফিশের সন্তান নিমো কে ধরে সিডনি তে নিয়ে যাওয়া হয়। বাবা মাছটি শুরু করে তার অভিযান ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য। পথিমধ্যে দেখা হয় এক শর্ট টার্ম মেমোরি লস মাছের সাথে। যে মাছটিও সঙ্গী হয়ে যায় তার অভিযানের।







অসাধারন সব গ্রাফিক্স এবং কাহিনী আপনাকে মুগ্ধ করে রাখবে ১ ঘন্টা ৪০ মিনিট। আমার দেখা সেরা মুভিগুলোর মধ্যে একটি।



IMDB Rating: 8.1/10







৪. Ratatouille(2007)

Anyone can cook. হ্যাঁ। সবাই রান্না করতে পারে। বিখ্যাত এক ফ্রেঞ্চ রন্ধন শিল্পী গুস্তাভের এ কথা শুনে শেফ হওয়ার বাসনায় নিমগ্ন এক ইঁদুর। যে কিনা বন্ধু বনে যায় এক কিশোর শ্রমিকের সাথে গুস্তাভ রেস্টুরেন্টে। এরপর? কি হলো জানতে মুভিটি দেখে নিন।







IMDB Rating: 8.0/10





৫. Wall-E (2008)

ভবিষ্যতের পৃথিবী। আবর্জনায় ভরপুর। রোবটের সাহায্যে সব আবর্জনা মহাশূন্যে ফেলার প্ল্যান করা হয়। আবর্জনা পরিষ্কার করার আগ পর্যন্ত সব মানুষকে স্পেস শিপে রাখা হয়। কিন্ত প্রকল্প ফেইল করে। অতএব, চিরজীবন মানুষকে মহাশূন্যে কাটাতে হবে।

কিন্ত এক গার্বেজ কালেক্টর রোবট রয়ে যায় পৃথিবীতে। নাম ওয়াল-ই। তার বন্ধুত্ব হয়ে যায় প্রানের খোজে আসা একটি রোবটের সাথে। বন্ধুর টানে ওয়াল-ই এক মহাশূন্য জার্নি শুরু করে যা মূলত মানব জাতির ভাগ্য নির্ধারন করবে।







IMDB Rating: 8.5





৬. Monster Inc.( 2001)

শিশুদের ভয়ার্ত চিৎকার শক্তি যোগায় মনস্টার সিটির। সেজন্য তাদের ভয় দেখানো মনস্টার থাকে। Sully হল তাদের মধ্যে টপ স্কোরার। তারা প্রতি রাতে বাচ্চাদের ক্লজেটের মধ্যে থেকে উপস্থিত হয়ে ভয় দেখায় এবং চিৎকারের শব্দ শক্তিতে কনভার্ট হয়।

মনস্টারদের যেমন শিশুরা ভয় পায় ঠিক সেভাবে মনস্টার রাও শিশুদের ভয় পায়। হঠাত একদিন এক বাচ্চা মেয়ে ঢুকে পড়ে মনস্টার সিটিতে। এখন কি হবে? জানতে হলে দেখুন।







IMDB Rating: 8.0





৭. The Incredibles (2004)

এক সুপার হিরো বিয়ে করে আরেক সুপার হিরোইনকে। বাচ্চা কাচ্চা যা হয় সবাই সুপার হিরো। পুরো সুপার হিরো ফ্যামিলি।

কিন্ত হঠাত আবির্ভাব হয় এক সুপার ভিলেন মাস্টারমাইন্ডের যে নিরবে হত্যা করে চলেছে সব সুপার হিরোদের। মি. ইনক্রেডিবল বুঝতে পারেন। কিন্ত ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। ইনক্রেডিবল বন্দী এখন ভিলেনের খাঁচায়। তার ফ্যামিলি কি পারবে তাকে উদ্ধার করতে? পারবে ভিলেন কে থামাতে?









IMDB Rating: 8.0





৮. Cars & Cars 2(2006 & 2011)

লাইটনিং ম্যাককুইন। একটি রেসকার। যার জীবনে জয়ই ছিল সবকিছু। কিন্ত ভুলক্রমে এসে পড়ে একটি পরিত্যাক্ত শহর র্যা ডিয়েটর স্প্রিংস এ। এখানে সে জীবনের সম্পূর্ন অর্থ খুঁজে পায়। অর্থ খুঁজে পায় ফ্যামিলি এবং বন্ধুত্বের।

তার ঘনিস্ট বন্ধু হয় Mater. একটু পাগলাটে ম্যাটার কে দেখা যায় কারস ২ তে এডভেঞ্চারে জড়িয়ে পড়তে।







IMDB Rating:

Cars- 7.3

Cars 2- 6.3





৯. Brave(2012)

একজন রাজকন্যা। বেশ ভালো তীরন্দাজ। তার মায়ের মত তথাকথিত রাজরানী হতে চায়না সে। সে চায় নিজের মত করে জীবন গড়তে। আদর্শের দ্বন্দ্ব শুরু হয় দুজনের মধ্যে।

মেয়ে মাকে কনভিন্স করার জন্য এক উইচ এর কাছ থেকে ঔষধ আনে। কিন্ত অভিশপ্ত ঔষুধ খেয়ে তার প্রিয় মা ভাল্লুকে পরিণত হয়। সে কি পারবে তার মাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে?









IMDB Rating: 7.2





১০. A Bug’s Life: ছোট কীটপতঙ্গের জীবন নিয়ে কাহিনী। ভালো লিঙ্ক পাচ্ছিনা বলে নামাতে পারি নাই। কারো কাছে ভালো লিঙ্ক থাকলে কমেন্টে দিবেন প্লিজ।







পিক্সার প্রতিটি মুভির সাথে ১ টি করে শর্ট ফিল্ম ও রিলিজ দেয়। মেইন কারেক্টারের বাইরে আরো বেশ কিছু কারেক্টার নিয়ে। অনেক মজার হয় শর্ট এনিমেশন গুলো।



পিক্সারের উল্লেখযোগ্য শর্ট এনিমেশন গুলো হল, Geri’s game, Lifted, One man band, Knick knack, Mike’s new car, Boundin’ ,Day & night, For the birds, Presto etc.





আসছে সামারে রিলিজ হবে মনস্টার ইঙ্ক এর প্রিক্যুএল মনস্টার ইউনিভার্সিটি! ওয়েটিং! ;)

মন্তব্য ৮৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

লিন্‌কিন পার্ক বলেছেন: +++++

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট +

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩

তামিম ইবনে আমান বলেছেন: প্লাস টাতো দিলেন না ;)

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০০

মাক্স বলেছেন: ৯ আর ১০ দেখি নাই :(:(
২য় প্লাস!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪

তামিম ইবনে আমান বলেছেন: পরিবেশ বন্ধুরে কট খাওয়াইয়া দিলেন ;)

৯ এত ভাল্লাগে নাই

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
১০ এটা ভালো লিঙ্ক হওয়ার সম্ভাবনা বেশী ||

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

শিপু ভাই বলেছেন:
+++++++++++++++++++++++

র‍্যাটাটুলি, কারস, মনস্টার, ওয়াল ই (চরম), ইনক্রেডিবল দেখেছি।


এই পোস্ট পড়ে ফাইন্ডিং নিমো, আপ, ব্রেভ দেখতে ইচ্ছে করছে।


দিয়া যাইও!!!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: কি খাওয়াইবেন? ;)

৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০

আমিনুর রহমান বলেছেন: এনিমেশন মুভি দেখে আগে ভাবতাম বাচ্চা পুলাপাইনের ছবি দেইখ্যা কি করমু। কিন্তু প্রথম যখন এনিমেশন মুভি Monster Inc. দেখলাম আমি এনিমেশন মুভির প্রেমে পড়ে গেলাম। আর সেই থেকে এনিমেশন মুভি নতুন পুরাতন যাই সামনে পেতাম না দেখা পর্যন্ত শান্তি পেতাম না।


চমৎকার পোষ্ট +++

(লাইন স্লো তাই ভালো লাগা বাটন আসতেছে না, পেইজ পুরো আপ হলে ভালা লাগা দিয়ে দিবো :D)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

তামিম ইবনে আমান বলেছেন:
হেহেহে

ধন্যবাদ আমিনুর ভাই :)

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম জানলাম। প্লাস++++++

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আপু

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

মাক্স বলেছেন: কট না খাওয়া কই যাইতাম এত গুরুত্ব দিয়া প্লাস বিষয়ক একটা ক্লাস করাইলাম কেউ আমলেই নিল না ;)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

তামিম ইবনে আমান বলেছেন: সবাই মাক্স ভাইয়ের কেলাস ঠিকভাবে করবা। ঠিকাসে?

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: সব কয়ইটা মুভি দেখা :D কয়দিন আগে UP আর Ratatouille আরেকবার দেখলাম।


গুড পোষ্ট। নেটস্পিড স্লো। আপাততঃ প্লাসাইতে পারলাম না, পরে আইসা প্লাস দিয়া যামু।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

তামিম ইবনে আমান বলেছেন: :)

১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: সব কয়টা মুভি দেখা :D কয়দিন আগে UP আর Ratatouille আরেকবার দেখলাম।


গুড পোষ্ট। নেটস্পিড স্লো। আপাততঃ প্লাসাইতে পারলাম না, পরে আইসা প্লাস দিয়া যামু।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

তামিম ইবনে আমান বলেছেন: প্লাস দিসেন? ;)

১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫

আমি তুমি আমরা বলেছেন: ফাইন্ডিং নিমো অত ভাল লাগে নাই। বাকি সবগুলাই সেরাম :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

তামিম ইবনে আমান বলেছেন: ব্রেভ ভাল্লাগে নাই :(

১২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




আপ, ফাইন্ডিং নিমো, ওয়াল-ই, মনষ্টার ইনকর্পোরেট, দি ইনক্রেডিবল আমার জীবনে দেখা সেরা কিছু এনিমেটেড মুভি। তবে "ব্রেভ" কেমন জানি ভালো লাগেনি।




"মনষ্টার ইউনিভার্সিটি" টার জন্য অপেক্ষা করছি।




পোষ্ট ভালো লাগল। :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

তামিম ইবনে আমান বলেছেন: ব্রেভ আমারও ভাল্লাগে নাই ।

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন:



খুব প্রিয় আরেকটার নাম তো বলতে ভুলেই গেছি........... "এ বাগস্ লাইফ"

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭

তামিম ইবনে আমান বলেছেন: অ্যা বাগস লাইফ আমার দেখা হয় নাই। দেখব ২-১ দিনের মধ্যে।


মনস্টার ইঙ্ক এর প্রিক্যুয়েল এ সালি আর মাইক এর ফ্রেন্ডশিপ কিভাবে হয় তা দেখাবে ;)

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: ১, ২ , ৩ , ৭ বেশী মজা পেয়েছি।





দুই একটা মুভি দেখিনাই, ট্রিট ছাড়া দিলে নামগুলা বলতে পারি ;)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

তামিম ইবনে আমান বলেছেন: ট্রিট ছাড়াই দিব। তাছাড়া, আমি কৃপণ দের কাছ থেকে ট্রিট নিই না ;)

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

শায়েরী বলেছেন: অসাধারন গ্রাফিক্স কাহিনী dutoi

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২

তামিম ইবনে আমান বলেছেন: :) ধন্যবাদ

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

শামীম আরা সনি বলেছেন: জয় মেরিডার জয় ;) ;) ;)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: মেরিডা একটা সাইকেল কুম্পানির নাম ;)

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
২,৩,৬,৭,৮ ও ১০ নং দেখেছি দারুন ছবি।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০

তামিম ইবনে আমান বলেছেন: ১ দৌড় দিয়া দেখতে যান

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

খায়ালামু বলেছেন: পিক্সারের মুভিগুলা অসাম লাগে.।
"এ বাগস্ লাইফ" দেখেননাই শুনে বিরাট আশ্চর্য খাইলাম!!!!!
টরেন্ট লিঙ্ক চলবে???????? পোষ্টে +++++++++

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২৪

তামিম ইবনে আমান বলেছেন: আমি আসলে ১ জিবির উপরে সাইজ নামাই না। আবার ৭২০পি ছাড়া নামাই না :প সেরকম পাচ্ছি না । দেন দেন। তাড়াতাড়ি দেন

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

বাংলার হাসান বলেছেন: ভালো হইছে তামিম।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

২০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩

টিনটিন` বলেছেন: PIXAR এর চেয়ে ড্রিম ওয়ার্কস ভালা পাই। ডিজনীও খারাপ না। PIXAR এর মুভি বোধহয় সবচেয়ে কম দেখেছি। :)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

তামিম ইবনে আমান বলেছেন: পিক্সারের সব কোয়ালিটি মুভি। ড্রিমোয়ার্ক্স এর রাইজ অব দ্যা গার্ডিয়ান অস্কার জয়ী ব্রেইভ থেকে ভালো লেগেছে

২১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

খায়ালামু বলেছেন: Click This Link
A Bug's Life [1998] 720p x264

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

তামিম ইবনে আমান বলেছেন: ধইন্যা পাতা

২২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

এম হুসাইন বলেছেন: ১৩ তম +++++++++++++

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৫

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

২৩| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩

নীল বরফ বলেছেন: সবগুলোই দেখছি!। অসাধারন সব মুভি।পোষ্টে ++++ :) :)

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

২৪| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০১

ঘুমকাতুর বলেছেন: Brave ছাড়া বাকি সব কয়টা আমার প্রিয়

++

ডাউনলোড লিংক এড করুন
এই পোষ্ট হেল্প করতে পারে

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

তামিম ইবনে আমান বলেছেন: ব্রেভ আমারও ভালো লাগে নাই :(
ধন্যবাদ

২৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো পোস্ট। ++++++

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

তামিম ইবনে আমান বলেছেন: :)

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: এগুলোর ডাইরেক্ট ডাউনলোড লিংক দেন ।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

তামিম ইবনে আমান বলেছেন: ডাইরেক্ট লিঙ্ক থেইকা নামাই না তো :(

২৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

বোকামন বলেছেন: ওয়ালী ... ইনক্রেডিবল ......
এনিমেশন ফিল্ম কে অন্যমাত্রা দিয়েছে

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫

তামিম ইবনে আমান বলেছেন: সহমত

২৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬

বইয়ের পোকা বলেছেন: PIXER = BOSS Movie

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: ;)

২৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

অ-পার্থিব বলেছেন:
ব্রেভ দেখা হয় নাই।
ওয়াল-ই টা তো জটিল।
আপ, ফাইন্ডিং নিমো ও ভাল লাগসে।

+ সহ প্রিয়তে...

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

৩০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৮

অ-পার্থিব বলেছেন: ও Ratatouille আর টয় স্টরি অসাধারন ...

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: ব্রেভ গতানুগতিক রাজারানির কাহিনী

৩১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩১

সুখ নাইরে পাগল বলেছেন: এনিমেটেড মুভি দেখার কেন যানি ইচ্ছা হত না আগে। গত পরশু হাও টু ট্রেইন ইউর ড্রাগন দেখলাম। এখন আরো এনিমেটেড মুভি দেখতে ইচ্ছা করছে। আপনার পোস্টটা কাজে দিবে মনে হচ্ছে।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: :) সবগুলা দেইখেন

৩২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
ফাইন্ডিং নিমো ভাল্লাগছে :)

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: সেরকম একখান মুভি

৩৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

আমি তুমি আমরা বলেছেন: ব্রেভ তো খারাপ লাগে নাই।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

তামিম ইবনে আমান বলেছেন: ব্রেভ ভালোই। তবে পিক্সারের অন্য গুলোর তুলনায় নস্যি

৩৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

মুশাসি বলেছেন: পোষ্টে প্লাস+++
বাগ লাইফ ছাড়া সবগুলোই দেখেছি

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৪

তামিম ইবনে আমান বলেছেন: আমার ডাউনলোড চলছে বাগ'স লাইফ :)

৩৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আপু :)

৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪১

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: কুব বালা অইছে।
পিলাষ দিলাম

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ

৩৭| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৭

মেহেদী হাসান মানিক বলেছেন: অ্যানিমেশন মুভি ভালা পাই।
Ratatouille মুভিটা আমার খুব ভাল লেগেছে wall e ও

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

তামিম ইবনে আমান বলেছেন: দুইটাই সেরকম!

৩৮| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

জানতে চায় বলেছেন:
আপ, ফাইন্ডিং নিমো, ওয়াল-ই, দি ইনক্রেডিবল , ব্রেভ মুভিগুলো অসাধারন...
:)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫

তামিম ইবনে আমান বলেছেন: অসাধারন!

৩৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১১

একজনা বলেছেন: পুষ্ট ভালা হইছে। অত্যধিক ভালা। যদিও কি কারণে জানিনা এনিমেশন মুভি ভালোলাগেনা তয় ভবিষ্যতে কামে দিব মুনেহয় ;) ;)

ওহ! ফাইন্ডিং নিমো আর ব্রেভ ভালা লাগছিল। পুষ্টে প্লাস লও ভাইডি। :) :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:০১

তামিম ইবনে আমান বলেছেন: ধইন্যাবাদ আফা

৪০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

দ্যা ডার্ক নাইট বলেছেন: সব কয়ডা দেখসি। লা লা লা লা :D :D :D

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

তামিম ইবনে আমান বলেছেন:
আমিও লালালালালালা

৪১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

ব্যান্ড পার্টি বলেছেন: পিক্সার সবসময় ইউনিক ফিল্ম উপহার দেয়, কিন্তু সেই তুলনায় ব্রেভ কিচ্ছু না, কাহিনি দুর্বল, মা মেয়ের কেমিস্ট্রিও ঠিকভাবে ফোটাতে পারেনি, এইটারে পিক্সারের মুভি মনে হয়না, ডিজনির ফেইরি টেল মনে হয়। ভাইয়া ৮৭ জিবির টরেন্টে ডিজনির সব ফিল্ম নামাইছিল :D ,তাই আপনার লিস্টের সবই দেখা।

২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৭

তামিম ইবনে আমান বলেছেন:
আপনার থেকে মুভি নিতে পারলে ভালাহইত ;)

৪২| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:১৭

ব্যান্ড পার্টি বলেছেন: টরেন্টে ডিজনি আর পিক্সারের সবগুলা ছিল

২০ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

তামিম ইবনে আমান বলেছেন: পিক্সারের সব আমারও দেখা। ডিজনির কিছু দেখা আছে

৪৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আরো এড করেন............. নতুন গুলি।

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: মনস্টার ইউনিভার্সিটি দেখা হলে এড করে দেব

৪৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সরি ভাই..... আমি পুরাটা না পইড়াই কমেন্ট করছিলাম। উপরের কমেন্টটা মুছে দেন।



পোস্টে +++++++++++++++++++++

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ইরফান ব্রো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.