নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

প্রথম লেখার চেষ্টা। গতানুগতিক গল্পঃ অশরীরীর দ্বিধা

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২



- সুন্দরপুর যাবেন?



- হ যামু, চলেন।



দরদাম না করে রিক্সায় উঠে পড়ে রাকিব। কারন এত রাতে একটি নির্জন বাজারে রিক্সা পেয়েছে তাও বেশি।



রাত প্রায় ১২টা। শরতের রাত। পূর্নচন্দ্র আকাশে। নিরব রাতে নিজেকে এতক্ষন অশরীরী মনে হচ্ছিল রাকিবের। রিক্সাওয়ালা কে দেখে বুকে বল পেল সে।



রাকিব রিক্সাটি পেল ভাগ্যক্রমে। সারা বাজার ঘুরেও রিক্সা বা টেম্পু না পেয়ে প্রায় হতাশই হয়েছিল সে। বাজারের এককোনায় রিক্সাটি দাঁড়িয়ে থাকতে দেখে সে। রিক্সাওয়ালা ঘুমুচ্ছিল। চাদর গায়ে দিয়ে। বেশি ঘুম পাওয়ার কারনে হয়ত বাড়ি যেতে ভুলে গিয়েছিল রিক্সাওয়ালা।



- সুন্দরপুর কোন বাড়ি?, রিক্সাওয়ালা জিজ্ঞেস করে।



- রফিক ডিলারের বাড়ি।



রফিক ডিলার রাকিবের বাবা। এখন নাকি বেশ অসুস্থ্য। বিকালে মোবাইলে কল দিয়ে রাকিবের মা রাকিবকে জানিয়েছিল। বাবার অসুখের খবর শুনে বিকালেই ঢাকা হতে রওনা দেয় রাকিব। রাত ৮টার ভিতরই পৌছিয়ে যাবার কথা ছিল রাকিবের।



কিন্ত পরদিন বিরোধি দলের ডাকা হরতালের কারনে রাস্তায় জ্যামে পড়ে রাকিবের গাড়ি। রাকিবেদের নিকটস্থ বাজারে নামিয়ে দেয় রাকিবকে।



রিক্সাওয়ালা প্রায় নিরবে রিক্সা চালাতে থাকে। শরীরের গঠন দেখে বুঝা যায় প্রায় বৃদ্ধ। এ এলাকার রিক্সাওয়ালা সবই প্রায় রাকিবের চেনা। কিন্ত এ রিক্সাওয়ালা কে ঠিক সেভাবে চিনতে পারে নি রাকিব।



হয়ত পাশের জেলা থেকে এসেছে। দু-এক মাস আগে নদী ভাঙ্গনে হাজারখানেক মানুষ গৃহ হারা হয়েছিল। অধিকাংশই বিভিন্ন জায়গায় গিয়ে কামলা খাটে , রিক্সা চালায় , দিনমজুরি করে।



কয়টা বাজে? সময় দেখার জন্য রাকিব পকেটে মোবাইল হাতে নিয়ে দেখে মোবাইল বন্ধ। তার মনে পরলো, গান শুনতে শুনতে চার্জ শেষ মোবাইল বন্ধ হয়ে গিয়েছে বাস থেকে নামার আধা ঘন্টা আগে। এখন তার লাইটারের মিনি বাল্ব টাই ভরসা।







- মামা, কতক্ষন লাগবে যেতে?



একঘেয়েমি কাটাতে প্রশ্ন করে রাকিব। বেশিক্ষন লাগার কথাও না। ২-৩ কিলোমিটারের পথ। তাছাড়া পথ তারার পরিচিত।



- প্রায় চইলা আইছি।



- কতদিন ধরে রিক্সা চালান?



- ২ মাস হইব।



রিক্সাওয়ালার ভাবসাবে কথা বলার মুড নাই দেখে রাকিব আর কথা বাড়ানোর চেষ্টা করলো না।

********************************************************************



উফ! এই শরতের বাতাসের মধ্যেও রিক্সা চালিয়ে ঘামিয়ে গেল রিক্সাওয়ালা করিম। বুঝতে পারলো না কেন ঘামাচ্ছে। ছেলেটিকে দেখে যতটা ওজন হবে ধারনে করেছিল, কিন্ত রিক্সা চালানোর সময় সে কোন ভার অনুভব করলো না।



হয়ত বাতাসের অনুকূলে থাকার কারনে। কিন্ত ঘামাবে কেন সে?

করিম কি ভয় পাচ্ছে?



এককালের পালোয়ান করিম কি ভয় পায় কিছুকে? এখন হয়ত সে বন্যায় তার বাড়িঘর , পরিবার হারিয়ে পথে। কিন্ত কখনো কি সে কারো কাছে মাথা নত করেছিল?



নানা চিন্তা ভাবনা করতে করতে করিম পৌছে গেল রফিক ডিলারের বাড়ি। এলাকার বিখ্যাত লোক। সবাই একনামে চিনে।

বাড়ির গেটে রিক্সা থামিয়ে পেছন ফিরে তাকায় করিম।



আরে! একি! রিক্সায় কেউ নেই। একদম খালি। এমনকি ছেলেটির হাতে থাকা ব্যাগ টাও নেই।



রিক্সা থেকে নেমে গেলে টের পাওয়া যেত। রিক্সা হালকা হয়ে যেত। আশে পাশে কাউকে দেখতে পেল না করিম।



লা ইলাহা ইল্লাল্লাহু বলতে বলতে জোরে প্যাডেল চাপে করিম। এ মাঝরাতে খুপড়িতে না গিয়ে রিক্সায় ঘুমানো ভুলই হয়েছে করিমের।



********************************************************************



জায়নামাজে বসে আছেন রফিক সাহেবের স্ত্রী, রাকিবের মা সাহেলা বেগম। জিকির করছেন তিনি। রফিক সাহেব অসুস্থ্য। ঘুমুনোর জো নেই।



হঠাত, দরজায় আঘাত।



- মা মা, দরজা খুলো জলদি।



আরে! এ যে আমাদের রাকিব। জায়নামাজ থেকে উঠে দৌড় দিয়ে যান সাহেলা।



দরজা খুলেন।



রাকিব। কিন্ত একি চেহারা তার।



- এই, কি হয়েছে তোর? পথে কোন সমস্যা হয় নি তো? এতদূর আসলি কিভাবে? চেহারা এমন দেখাচ্ছে কেন?



ছেলেকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেন সাহেলা বেগম।



- রিক্সায় আসছিলাম। বাড়ির সামনে নেমে ভাড়া দিতে গিয়ে দেখি

রিক্সা এবং রিক্সাওয়ালা কেউ নেই।



এ কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলে রাকিব।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

বোকামন বলেছেন:







শরতের রাত। পূর্নচন্দ্র আকাশে
চাদর গায়ে দিয়ে
এই শরতের বাতাসের মধ্যেও রিক্সা চালিয়ে ঘামিয়ে গেল রিক্সাওয়ালা করিম
++++

ভালো লিখেছেন সম্মানিত ব্লগার

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১

তামিম ইবনে আমান বলেছেন: চাদরের কথাটা রয়ে গেল । শিট! প্রথমে শীতের পটভূমিতে লেখতে চাচ্ছিলাম :(

২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১

মেহেদী হাসান মানিক বলেছেন: রীতিমত ধৈঞ্জা গল্প :) :) :) :) :)
মাথা ত আউলা অইয়া গেল কেমনে কি???
দুই বেডায়ই ত দেহি হুতের পাল্লায় পড়ল...
আসলে ভুতটা ত আপনে B-)) B-)) B-)) B-))
+

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে ক্যাম্নে বুঝলেন! খিক্স!

৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

গোবর গণেশ বলেছেন: বালা অইচে +

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: :)

৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

একজন আরমান বলেছেন:
ভুতের গল্প আমি ভয় পাই। কিন্তু আপনার গল্পে ভয় কম ছিল।
গল্প ভালো লাগছে।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: আনাড়ী তো

৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮

মেহেদী হাসান মানিক বলেছেন: ওই মিয়া তাইলে ভুত গেল কই

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

তামিম ইবনে আমান বলেছেন: আমিও চিন্তা কর্তাসি :(

৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২

মেহেদী হাসান মানিক বলেছেন: কিছু ভুতের ছবির রিভিউ দিয়েন ত

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: ওকে বস

৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Vuter golpo vala pailam.

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: :)

৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

মামুন রশিদ বলেছেন: সাহস নিয়ে পড়ছি ।


কিন্তু এ কি ?? এ যে ডুয়েল ঘোস্ট :-& :-&


লেখায় ভালোলাগা ।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

তামিম ইবনে আমান বলেছেন: :) ধন্যবাদ ব্রো

৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালই লাগলো। ভয় পাই নাই! B-)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

তামিম ইবনে আমান বলেছেন:
:)

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

জাকারিয়া মুবিন বলেছেন:
অন‍্যরকম ভুতের গপ্পো।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: :)

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০১

একজনা বলেছেন: এটা কি রকম ভূতের গল্প? মাথা আওলায় দেওয়ার প্রচেষ্টা (থিম) ভালো ছিল। আরো গোছানো (কিছু যায়গায় অসামঞ্জস্য মনে হল) হলে ভালো হত। :) :)

পরবর্তী প্রচেষ্টা পুরোপুরি সফল হবে আশা করি। ভালো থাইক্য। B-) B-)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

তামিম ইবনে আমান বলেছেন: সমালোচনার জন্য ধন্যবাদ। এসব লিখতে এক্সপেরিয়েন্স লাগে। ব্যাপুক এক্সপেরিয়েন্স।

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: অই মিয়া দুইজনেই ডড়াইলো কেন ?

দুইজনেই দেখি ডড়ে পুরা কাপাকাপি !!!

তাইলে ভুত কিডা ?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

তামিম ইবনে আমান বলেছেন: এইডাই তো আমার ও কশ্চেন

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

একজনা বলেছেন:

ঘুড্ডির পাইলট বলেছেন: অই মিয়া দুইজনেই ডড়াইলো কেন ?

দুইজনেই দেখি ডড়ে পুরা কাপাকাপি !!!

তাইলে ভুত কিডা ?


আপনি অহনতরি বুঝতেই পারেন নাই B:-) B:-) কিডা আবার! তামিম্যা নিজেই :P ;) =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

তামিম ইবনে আমান বলেছেন: হাসতে হাসতে মইরা গেলুম

১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

মাক্স বলেছেন: গল্প একেবারে পার্ফেক্ট টাইমে শেষ হৈসে। প্লাস!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

তামিম ইবনে আমান বলেছেন:
ধন্যবাদ মাক্স

১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

মুশাসি বলেছেন: ভালা টুইস্ট দিছেন :-0

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: হেহেহে

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

মেহেদী হাসান মানিক বলেছেন: ভুতের দেখা পাইলেন 8-| 8-| 8-| 8-|

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

তামিম ইবনে আমান বলেছেন: নাহ। জ্বরের পাইছি

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি ভুতের ভয়ে ভুতের গল্পে ভুত দিতেই ভুলে গেছেন! কি ভীতুর ভীতু B:-) :P

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: লল

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

বৃতি বলেছেন: ভূতটা কে তাই তো বুঝলাম না :-& প্রথম লিখা হিসেবে খুবই স্বচ্ছন্দ । কন্টিনিউ করবেন আশা করি ।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

যুবায়ের বলেছেন: গল্পে প্লাস++

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই :)

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৯

আশিক মাসুম বলেছেন: গ্রাম্যবালিকা বলেছেন: আপনি ভুতের ভয়ে ভুতের গল্পে ভুত দিতেই ভুলে গেছেন! কি ভীতুর ভীতু B:-) :P


একজনা বলেছেন:

ঘুড্ডির পাইলট বলেছেন: অই মিয়া দুইজনেই ডড়াইলো কেন ?

দুইজনেই দেখি ডড়ে পুরা কাপাকাপি !!!

তাইলে ভুত কিডা ?

আপনি অহনতরি বুঝতেই পারেন নাই B:-) B:-) কিডা আবার! তামিম্যা নিজেই :P ;) =p~ =p~




বৃতি বলেছেন: ভূতটা কে তাই তো বুঝলাম না :-& প্রথম লিখা হিসেবে খুবই স্বচ্ছন্দ । কন্টিনিউ করবেন আশা করি ।



আমি আর কি কইতাম =p~ :P

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: কেমন আছেন ভাই?

২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ফালতু বালক বলেছেন: valoi to hoise,.... kaman vai;-)....

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: আপনি কেঠা

২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

সালমাহ্যাপী বলেছেন: সুন্দর হইছে

তয় রাত বিরাতে এইগুলা পড়লে তো কেমুন কেমুন জানি লাগে। :-&

যদিও আমি ডরাইল্যা না :#) :#)

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: ইডা তো ডরানির গপ্পো না

২৩| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ভয় পাই নাই :) :)

০২ রা জুন, ২০১৩ রাত ৯:২২

তামিম ইবনে আমান বলেছেন: ভয়ের গপ্প না তো

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

অপ্রচলিত বলেছেন: সুন্দর লিখসেন। প্যারালাল ইউনিভার্স :P :P :-P

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

তামিম ইবনে আমান বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.