নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলায় নানীর মুখে শোনা গল্পঃ ডরেমন আর হিন্দি সিরিয়ালের ভিড়ে প্রায় ভুলে যাওয়া গল্প সংরক্ষনের প্রচেষ্টা

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় মা-দাদী-নানীর কাছ থেকে শোনা অনেক গল্প রয়েছে। এর মধ্যে রয়েছে সুন্দর সুন্দর ধাধা, ঠাকুমার ঝুলি, শিক্ষনীয় গল্প। এসব গল্প লোকমুখে প্রচলিত হয়ে আসছে। লিখিত ভার্সন পাওয়া খুব মুস্কিল। কিন্ত ইদানিং সেসব গল্প হারিয়ে যেতে বসেছে। কারন বাচ্চা-কাচ্চা আর গল্প শুনতে চায় না। তারা চায় কার্টুন দেখতে, গেম খেলতে।



কথা আর বাড়ালাম না। আজ আপনাদের জন্য দু'টো গল্প দিলাম। প্রথমটি বেশ কমন।



এক কৃপণের গল্পঃ



এক লোক একদিন গ্রাম্য মেলা থেকে ৪০ টাকা খরচ করে একটি ভালো পাঞ্জাবী কিনল। আগের দিনে জিনিসপত্রের দাম খুবই কম ছিল। এখন ৪০ টাকা দিয়ে পাঞ্জাবী, ভাবাই যায় না।



যাহোক, সে পাঞ্জাবী বাড়িতে আনল। পাঞ্জাবীটি পড়ল মোট সাড়ে আট বছর। আট বছর শেষে পাঞ্জাবীর নিচের দিক একটু দুর্বল হয়ে ছিড়ে যাওয়ার অবস্থা। তখন সে লোক পাঞ্জাবিটি কেটে ফতুয়া বানালো। ফতুয়া টি পড়ল সে প্রায় ৪ বছর।



ফতুয়া যখন ছিড়ে ছিড়ে যায় অবস্থা, সে তখন ফতুয়াটি কেটে গেঞ্জি বানালো।



গেঞ্জিটি পড়ল প্রায় ২ বছর। গেঞ্জির অবস্থাও যখন কাহিল, গেঞ্জিটি কেটে সে ২ ভাগ করল। এক ভাগ রুমাল হিসেবে ব্যবহার করল এবং আরেকভাগ হাড়ী-পাতিল ধরার কাজে ন্যাকড়া হিসেবে ব্যবহার করল। অনেকদিন পর ন্যাকড়া এবং রুমাল দুটিরই যখন খারাপ অবস্থা তখন সে এগুলো কে পুড়ে ছাই বানালো। ছাই গুলো সে দাঁত মাজার কাজে ব্যবহার করত। (ছাই দিয়ে দাঁত মাজলে দাঁত বেশ সাদা হয় :D )



একদিন সকালে সে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মাজছে। সে কুলি করে ছাইগুলো পানিতে ফেলল।যখন ছাইগুলো ধীরে ধীরে পানিতে মিশে যাচ্ছিল, তখন সে ভাবছিল "আহারে! ৪০ টা টাকা জলে ফালায়া দিলাম" :P:P:P:P:P:P:P:P





অল্পবিদ্যা ভয়ঙ্করীঃ



দুই বন্ধু পাশাপাশি বাড়িতে একই গ্রামে থাকতো। এক বন্ধু কিছুদিনের অন্য শহরে গেল। শহরে গিয়ে সে কিছু শুদ্ধ বাংলা শিখলো।



গ্রামে আসার পর তার প্রিয় বন্ধুর সাথে দেখা। গ্রামের বন্ধু বললো, দোস্ত অনেক দিন পরে এসেছিস যখন আজ আমাদের বাড়ীতে খাবি। চল।



দুইজনেই একসাথে বন্ধুটির বাড়িতে যেতে লাগলো। পথে রাস্তার মাঝখানে তারা দেখল একটি সাপ।



শহরের বন্ধুটি নিজের জ্ঞান জাহির করার জন্য গ্রামের বন্ধুটিকে জিজ্ঞেস করলো, "বলতো এটি কি? "

গ্রামের বন্ধুটি বলল "এটা সাপ।"

শহরের বন্ধুটি বললো, না এটা সাপ নয়। এটা সর্প।



তখন তাদের মধ্যে অনেক বিতর্ক হলো। তারা বাজি ধরলো। যে জিতবে সে আরেকজনকে ৫টা কিল দিবে। পথে এক লোক যাচ্ছিল। লোকটাকে জিজ্ঞেস করলো তারা, বলেন তো ভাই প্রাণিটা কি?

লোকটি বললো, এটা তো সাপ। আপ্নারা সাপ চিনেন না?



শহরের বন্ধুটি ৫টা কিল খেল। পথে এক লোক যাচ্ছিল শাক মাথায় নিয়ে। বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে। শহরের বন্ধুটি এবারও চালাকি দেখিয়ে বলল, এগুলা শাক নয়। এটা হলো শর্ক।



শাকওয়ালা লোকটিকে জিজ্ঞেস করার পর, শাকওয়ালা বললো, ধুর মিয়া! এটা তো শাক।



শহরের বন্ধুটি আবার ৫কিল খেল।





তারা বাড়ীর দিকে যাচ্ছিল। হঠাত গ্রামের বন্ধুটি বলে উঠল, দেখ দেখ। কত বড় বক। শহরের বন্ধুটি বললো, আরে তুই তো দেখি কিছুই জানিস না। এটা বক নয় । এটা হলো ব্যাকরন।

গ্রামের বন্ধুটি বললো, না এটা বক। ছোটবেলা থেকেই জেনে আসছি।



আবার বাজি হলো ৫ কিলের। পথের এক লোককে জিজ্ঞেস করার পর লোকটি বললো বক। শহরের বন্ধুটি খেল আবার মাইর।



তারা বাড়ী পৌছালো। যখন তারা ভাত খেতে বসলো, তখন শহরের বন্ধুটি বললো, দোস্ত, নুনের বাটিটা দে তো।



গ্রামের বন্ধুটি দুস্টামি করে বললো, তুই শহর থেকে এসে নুন বললি কেন? তোর তো "লবণ" বলার কথা।



শহরের বন্ধুটি তখন আবৃত্তি করলো,

" সর্প, শর্ক, ব্যাকরন

তিন পাঁচে পনেরো কিল।

আবার যদি বলি 'লবণ'

কিলের চোটে থাকবে না এই জীবন" :P

মন্তব্য ৮০ টি রেটিং +২/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

জেমস বন্ড বলেছেন: :P

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: অনেক দিন পর আপ্নারে দেখলাম। কেমন আছেন ভাই? ;)

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো লেগেছে । একটা বই বের করলে মন্দ হতো না ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: আরো কিছু গল্প আছে। ওগুলো নিয়ে ভবিষ্যতে পোস্ট দেয়ার আশা রাখি। যদি ব্যান না খাই আরকি :P

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

জেমস বন্ড বলেছেন: ভাল আছি ভাই । নানীর কথা মুনে আয়া পড়োলো :(

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

তামিম ইবনে আমান বলেছেন: আমার নানীর কাছে অনেক গল্প ধাধা জোক্স শুনেছি। এ দুটোও উনার বলা। উনার বলা আরেকটা গল্প নিয়েও পোস্ট দিয়েছি।
Click This Link

সব গুলো একসাথে করার ইচ্ছে আছে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




:P :P





কেমন আছেন?

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

তামিম ইবনে আমান বলেছেন: জ্বি ভালো। আপনি?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

তূর্য হাসান বলেছেন: খুব ভাল লাগলো। চালিয়ে যান। পারলে একটা সিরিজ করেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

তামিম ইবনে আমান বলেছেন: সিরিজের মতই। এটা সিরিজের ২য় পোস্ট। এর আগেও একটা পোস্ট দিয়েছিলাম। Click This Link

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

ভুং ভাং বলেছেন: ভাল লাগলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ভুংভাং :)

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

মশিকুর বলেছেন:
ভালো উদ্যোগ। চালিয়ে যান। প্রথমটা বেশী মজা পাইছি:)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

তামিম ইবনে আমান বলেছেন: প্রথম টা কৌতুক। পরেরটা শিক্ষনীয় গল্প টাইপের। :)

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

মেহেদী হাসান মানিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

অনির্বাণ তন্ময় বলেছেন: প্রথম ভালো লাগা :)

এসব গল্প নিয়ে আমার (ডিজিটাল) বই প্রকাশ করার ইচ্চা আছে।।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ডেল্টা ভাই ;)

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

মেহেদী হাসান মানিক বলেছেন: শর্ক এইডা কিমুন ভাষা

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

তামিম ইবনে আমান বলেছেন: অল্পবিদ্যা ভয়ঙ্করি ;)

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: দা-রুণ! থ্যাঙ্কস তামিম ভাই। আশা করি চলবে সংকলন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

তামিম ইবনে আমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ লিসানী ভাই। :) সাথে থাকবেন

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

মোরশেদ পারভেজ বলেছেন: বাচ্চা-কাচ্চা আর গল্প শুনতে চায় না।.... এই কথা টা মানতে পারলাম না। আমার বড় বাচ্চা পাঁচ বছরের। প্রতিরাতে তারা একটা গল্প না শুনলে সে ঘুমাইতে চায় না। তার মা আবার গল্প পারে না মানে বলে না.... যেহেতু গল্প শোনার অভ্যাস আমিই বানাইছি গল্পও আমার শুনাইতে হবে।

আখন এত্ত গল্প আমি কই পাই??

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

তামিম ইবনে আমান বলেছেন: বাচ্চা-কাচ্চাদের গল্প শুনার অভ্যাসই তৈরি করেনা এখনকার বাবা-মা'রা। কারণ তারা নিজেরাই জানে না :P

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

ড. জেকিল বলেছেন: প্রথম গল্পটা রস আলোর একটা সংখ্যায় পড়েছিলাম। দ্বিতীয়টাতেও মজা পাইছি। আরো পোস্ট পাবো আশা করি এই বিষয়ে।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

তামিম ইবনে আমান বলেছেন: প্রথম গল্পটার কোন না কোন ভার্সন সারাদেশেই চালু আছে :)

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

মামুন রশিদ বলেছেন: ভেরি নাইস! খুব মজা পাইছি B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

তামিম ইবনে আমান বলেছেন: ;) ;)

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

বেঈমান আমি. বলেছেন: বেডা পেক রে হেক কইবি না ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

তামিম ইবনে আমান বলেছেন: কমু কমু। এইডা আমার মাতৃভাষা ;)

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

নিকষ বলেছেন: সবগল্প কম্পাইল করতে পারলে একটা অসাধারণ কাজ হবে। +++

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

তামিম ইবনে আমান বলেছেন: দোয়া করেন ভাই :)

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

অথৈ সাগর বলেছেন: অনেক জোস :)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ভাই :)

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

তামিম ইবনে আমান বলেছেন: :)

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মজা আর মজা =p~ =p~ =p~ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আনারুল ইসলাম ভাই :)

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মনিরা সুলতানা বলেছেন: " সর্প, শর্ক, ব্যাকরন
তিন পাঁচে পনেরো কিল।
আবার যদি বলি 'লবণ'
কিলের চোটে থাকবে না এই জীবন" :P


পোস্ট খুব ভাল হয়েছে , উদ্যোগ টা ও অনেক ভাল ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আপু :)

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: "আহারে! ৪০ টা টাকা জলে ফালায়া দিলাম"



B-) B-) B-) B-) B-) B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

তামিম ইবনে আমান বলেছেন: আপনার নিকের সাথে প্রোফাইল পিকচার মিলে নাই :P

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

ইসটুপিড বলেছেন: তূর্য হাসান বলেছেন: খুব ভাল লাগলো। চালিয়ে যান। পারলে একটা সিরিজ করেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ইসটুপিড(?) :)

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

খেয়া ঘাট বলেছেন: বাহ! বেশ চমৎকার গল্প দুটো। প্রথমটা আগে পড়েছিলাম, শেষেরটা প্রথম পড়লাম।
+++++++++++++++

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট। আপনার প্রোফাইল পিকের মাজেজা বুঝলাম না। এনারা কি সবাই আপনার প্রিয় ব্লগার?

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: কোনটা বদলাই বলেন তো ?? পিক না নিক ?? :P :P :P :P

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: আপনার কাছে নিক অনেক আছে বুঝতে পার্তাসি ;) ;) তবে থাক এমনই। কারণ অনেকেই তো মহামহোপাধ্যায় মানে জানে না । ভাববে কমেডিয়ান টমেডীয়ান আরকি :P আমিও জানতাম না অবশ্য।

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: নাহ রে ভাই!! এইটা ছাড়া আর নিক নাই !! একটা নিকই সামলাইতে পারিনা !! দেখছেন না দুই বছরে মোটে দুইহাজার কমেন্ট করছি :( :( :( :(

আমি বিরাট আইলসা :#> :#> :#> :!> :!> :!>

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: আমার দুই বছর দুই মাসে মোট কমেন্ট ৮৭৫০ (এ কমেন্ট সহ) ইচ্ছা ছিল ২০,০০০ করার :(

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ টা গল্পই আগে শুনি নাই!

পড়ে মজা পাইছি :)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

তামিম ইবনে আমান বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগলো :)

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: পড়ে বেশ মজা পেলুম।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

তামিম ইবনে আমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

অণুষ বলেছেন: ভুং ভাং হইলেও ভালো লাগল। :#) :#) :#)

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

তামিম ইবনে আমান বলেছেন: :)

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: :P :P :P :P
পোষ্ট মজারু হয়েছে !

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ অভি ভাই

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

তাহমিদুর রহমান বলেছেন: বাহ




Plz see
http://prattohik.com





০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

তামিম ইবনে আমান বলেছেন: :)

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

এক্স রে বলেছেন: " সর্প, শর্ক, ব্যাকরন
তিন পাঁচে পনেরো কিল।
আবার যদি বলি 'লবণ'
কিলের চোটে থাকবে না এই জীবন"
হা হা হা

খুব ভালো লেগেছে ভাইয়া। এমন অনেক গল্প কে সংরক্ষণ করতে পারলে মন্দ হত না

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ এক্স রে :)

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গ্রামের বন্ধুটি দুস্টামি করে বললো, তুই শহর থেকে এসে নুন বললি কেন? তোর তো "লবণ" বলার কথা।

শহরের বন্ধুটি তখন আবৃত্তি করলো,
" সর্প, শর্ক, ব্যাকরন
তিন পাঁচে পনেরো কিল।
আবার যদি বলি 'লবণ'
কিলের চোটে থাকবে না এই জীবন"


ধন্যবাদ

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২

তামিম ইবনে আমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৩৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

নিরপেক্ষ মানুষ বলেছেন: দারুণ একখান কাজ করিতেছেন।ছোটবেলায় আমরাও কত গল্প শুনেছি।মনে পড়লে ফেবুতে আপনেরে দিমু নে

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: আইডি চেঞ্জ করছি ফেবুতে। নতুন আইডি দিয়া রিকু পাঠাইসি। এক্সেপ্ট কইরেন ;)

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: কইরালাইছি ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

বৃশ্চিক রাজ বলেছেন:
দারুণ মজারত =p~ =p~ =p~

শুভেচ্ছা ব্রাদার।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ স্করপিয়ন

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: জীবন হরিয়ে কাজ নেই। এক কৃপণের গল্প বেশি ভাল লেগেছে। বেচারা অনেক টাকা জলে ফেলে দিল। :) =p~

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। আমি আপনার চেহারা অনেকটা হুমায়ুন ফরিদী টাইপ কল্পনা করে রেখেছিলাম। অইদিন বেশ অবাকই হলাম।

৩৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

জুন বলেছেন: কৃপনের গল্পটা আগেই পড়া ছিল। দ্বিতীয় গল্পটি পড়ে দুঃখ পেলাম সাথে মজাও পেলাম :)
+

২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ জুন আপু :)

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

একজন ঘূণপোকা বলেছেন: শহরের বন্ধুটি তখন আবৃত্তি করলো,
" সর্প, শর্ক, ব্যাকরন
তিন পাঁচে পনেরো কিল।
আবার যদি বলি 'লবণ'
কিলের চোটে থাকবে না এই জীবন :P :P :P

ভাল উদ্যোগ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ :)

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

হুমায়ুন তোরাব বলেছেন: চলতে থাকুক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ তোরাব ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.