![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
কিছুদিন আগে ঘুরে আসলাম সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট, লালাখাল নদী, এবং পান্থুমাই। বৃষ্টি বেশি না হওয়ায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট ছিল বেশ শুকনো। লালাখাল নদী হল আমার দেখা সবচেয়ে পরিষ্কার জলের নদী। পান্থুমাই তে গিয়ে বড় হিল ঝর্না দেখে আসলাম। দুঃখের বিষয় ঝর্নাটি ইন্ডিয়ার ভূমিতে।
যাহোক, ছবি দেখেন। বেশি লিখলে পড়তে পড়তে বিরক্ত হয়ে যাবেন
রাতারগুল সোয়াম্প ফরেস্টঃ
লালাখাল নদীঃ
চা-বাগানঃ
পান্থুমাইঃ
ফুটনোটঃ
১) ঝর্নার কাছে যেতে পারি নাই। তাই অনেক দুঃখ মনের ভিতর
২) সোয়াম্প ফরেস্টে ঘোর বর্ষাকালে যাওয়ার ইচ্ছা আছে।
৩) এগুলো মোটামুটি আনকমন স্পট। আপনারা কেউ যদি যান, তাহলে ময়লা,প্লাস্টিক,খাবার ইত্যাদি পদার্থ ঐসব জায়গায় ফেলা থেকে বিরত থাকবেন। তাহলে প্লেসগুলোর ন্যাচারাল স্ট্যাবিলিটি বজায় থাকবে।
৪) সবগুলি ছবি আমার মোবাইল দিয়ে তোলা।
১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ দেশপ্রেমিক
২| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:০২
শায়মা বলেছেন: সিলেট আমারও অনেক অনেক পছন্দের একটি জায়গা। তবে বান্দরবান আরও প্রিয়!!!
http://www.youtube.com/watch?v=xK7cdQJg1SM
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১২
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ শায়মাপু । আগামী সেমিস্টার ব্রেক এ নীলগিরি যাওয়ার প্লান আছে
৩| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: ঝরণা সত্যি রহস্যময়।এর উৎপত্তি আর পারিপার্শ্বিক প্রকৃতিক রূপ বিস্ময়ের জন্ম দেয় অপার কৌতুহল। ঝরণাগুলো হিলটপে জমে থাকা পানি গুলো পাহাড়ের দূর্বল ফাটল থেকে বেরিয়ে আসে।অনেক উপর থেকে পাহাড়ের পাদদেশে আছড়ে পরে ফলে পাদদেশ ক্ষয়ে গিয়ে ছোট্ট জলাশয় মতন সৃষ্টি করে ।অনেক সময় সেগুলো যথেষ্ট গভীর হয়। পরিষ্কার ঠান্ডা পানি জমে চমৎকার দৃশ্যের অবতারণা করে।আর পানি মানে জীবন।স্বাভাবিক কারণে ঝর্ণাকে ঘিরে থাকে সবুজের সমারোহ।সব মিলিয়ে ঝর্ণা হয়ে দারুন দর্শনীয়।
দারুন উপভোগ করেছেন আপনার ভ্রমন।সিলেট সত্যি দারুণ একটা জায়গা।গভীর পর্যবেক্ষণ করলে মুগ্ধ হওয়ার মত।
এক কথায় চমৎকার পোস্ট। সুন্দর লিখেছেন।
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। ঝর্নার উৎপত্তি সম্পর্কে বেশ কৌতূহল আছে
৪| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:২০
ক্ষ্যাপাপাগলা বলেছেন: সুন্দর পোষ্ট। আপনার আইফোন ৫ এ তো ভাল্ ছবি আসেছ ভাই।
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:২৬
তামিম ইবনে আমান বলেছেন: থ্যাঙ্কু ভাই। আইফোনের কথা কইয়া তো ভাব বাড়ায়া দিলেন
৫| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:২৮
রিভানুলো বলেছেন: চমৎকার ছবি ব্লগ +++্
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ রিভানুলো
৬| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৮
অপু তানভীর বলেছেন: চমৎকার ছবি !
তার থেকেও বেশি চমৎকার ব্লগের এই ছবি !
ওয়েলকাম এগেইন টু ব্লগ !
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ অপু ভাই
৭| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: কিছুদিন আগে লালাখাল ঘুরে এসেছি কিন্তু বাকী দুই জায়গায় যাওয়া হয়নি। সবুজ পানির রাজ্য লালাখাল।
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: আপনি তো বেশ ভ্রমন প্রিয় মানুষ
৮| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭
মামুন রশিদ বলেছেন: সুন্দর । কবে আসলেন, জানলে না হয় দেখা করতাম ।
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: ৬ তারিখ রাতে রওনা দিয়ে, ৭ তারিখ সকালে পৌঁছেছিলাম। ব্লগের কারো সাথে যোগাযোগ না থাকায় জানাণো হয় নি
৯| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
জেরিফ বলেছেন: চমৎকার ছবি ব্লগ
১৪ ই মে, ২০১৪ রাত ৯:৩৩
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ জেরিফ
১০| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
একজন ঘূণপোকা বলেছেন:
সুন্দর ফটোব্লগ।
আপনার কিন্তু সামুতে নিয়মিত হবার কথা ছিল।
১৪ ই মে, ২০১৪ রাত ৯:৩৩
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ মনে রাখার জন্য
১১| ১৪ ই মে, ২০১৪ রাত ৮:৪৮
নাভিদ কায়সার রায়ান বলেছেন: পানি না থাকলে তো দেখি অন্য চেহারা!
১৪ ই মে, ২০১৪ রাত ৯:৩৪
তামিম ইবনে আমান বলেছেন: হুম। কপাল খারাপ
১২| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:০০
মুদ্দাকির বলেছেন: সুন্দর
১৪ ই মে, ২০১৪ রাত ৯:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ মুদ্দাকির ভাই
১৩| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:৩৮
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: আমরাও গিয়েছিলাম সিলেট খুব মজা করেছিলাম ।
দেখি একটা ছবি ব্লগ দিতে হবে ।
১৪ ই মে, ২০১৪ রাত ৯:৪০
তামিম ইবনে আমান বলেছেন: আপনার ব্লগ নিক দেখে মনে হলো, আপনারা কোন একটা গ্রুপ আছেন। ভ্রমন রিলেটেড। ডিটেইলস বলা যাবে কি?
১৪| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:৪৮
আমি গাঙচিল বলেছেন: ভালো লাগলো ছবি গূলা , আশ করি আমিও একদিন সিলেট নিয়ে একদিন ছবি ব্লগ লিখবো ।
১৪ ই মে, ২০১৪ রাত ৯:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: আপনার আশা পূর্ন হোক, এই আশা করি
১৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:০৭
কে. এম. রাফসান রাব্বি বলেছেন: এখনো এখানে আমাদের ট্যুরিস্টদের পদধূ্লি পড়েনি বলেই হয়তো জায়গাটা এখনো নৈসর্গিক আছে। তবে চিন্তার কোন কারণ নেই, অবিলম্বেই জায়গাগুলো ডাবের খোসা, আইসক্রিমের ঠোঙ্গায় পরিপুর্ন হয়ে যাবে।
১৪ ই মে, ২০১৪ রাত ১০:১৭
তামিম ইবনে আমান বলেছেন:
১৬| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:২০
ত্ানজীর বলেছেন: আমার গ্রামের বাড়ি সিলেট। এই সব গুলো জায়গা বর্ষা কালে অপরূপ দৃশ্য ধারন করে।
আবার ইচ্ছা আছে সেখানে জাব।সেইসাথে সুনামগঞ্জ এর তাঙ্গুয়ার হাওরে জাবার খুব ইচ্ছা আছে।
ধন্যবাদ আপনার পোস্টের জন্য।
১৪ ই মে, ২০১৪ রাত ১১:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য তানজীর ভাই
১৭| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৬
তাসজিদ বলেছেন: জীবনে একবার সিলেটে গিয়েছি। তাও ৩ ঘণ্টার ট্যুরে।
আসা করি সময় নিয়ে যাব।
ছবি গুল দারুণ
১৮ ই মে, ২০১৪ রাত ১২:০৬
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ তাসজিদ ভাই। আমার এর আগের সিলেট ট্যুর ছিল ৬ঘন্টার। বিয়ের দাওয়াতে গিয়েছিলাম
১৮| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২
শিপু ভাই বলেছেন:
পোস্টে ++++++++
তোমারে মাইনাচ!!!
কইয়া যাও নাই!!!
১৯ শে মে, ২০১৪ রাত ৯:০৯
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ শিপু ভাই। আসলে ভুলে গিয়েছিলাম
১৯| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:০৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫২
তামিম ইবনে আমান বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা। (দেরি হয়ে গেল! )
২০| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৩
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো এবার দেশে এলে সিলেট বেড়াতে যাব। আচ্ছা সিলেটের মাজার দুটো কি এখনও তেমনই আছে ? মাজারে কি কবুতর আর মাগুর মাছগুলো এখনও আছে ?
১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১১
তামিম ইবনে আমান বলেছেন: শাহপরানে যাই নাই।
শাহজালাল আগের মতই আছে। কবুতর ও আছে। মাছও আছে।
২১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৬
জল কনা বলেছেন: ইস!!! তোমার এই পোস্টটা মিস করছি! এই পোস্টের ছবির লি সাথে কিছু লিখাও দিয়েও ভাল হইত!
আমরা এই রোজার ঈদের প্র দুই দিনের জন্য সিলেট গেছিলাম!
শ্রীমঙ্গল-লালাখাল-জাফলং- তামাবিল ০ পয়েন্ট।
জাফলং যাবার পথে দূর পাহারে অনেক ঝরনা দেখেছি! সারা রাস্তা কিছুক্ষন বৃষ্টি- কিছুক্ষন কড়া রোদ! যেন তেন রোদ না চামড়া পুরানো রোদ
লালাখালের পানি বেড়ে গেছে অনেক! নামার জায়গা থেকে পানি বেশ গোলা ছিল! কিছু দূর গিয়ে টলটলা পরিষ্কার পানি দেখিছি! আর ঠান্ডা বটে! হাত ডুবানোর পর শরীর জুড়ায় যায়!! শীতকালে গেলে নাকি পানির স্বচ্ছতা ভাল মত বুঝা যায়!
তোমার ছবির বাকি দুই জায়গা জাওয়া হয় নাই! ইনশাআল্লাহ! নেক্সট টাইম গেলে মিস করব না!!
ছবি গুলা তো ভালই আসছে
১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: অনেকদিন পর পর ব্লগে ঢুকি তো। লেখার অভ্যাস টা চলে গেছে। লিখতে আর ভাল্লাগেনা। রাতারগুল আর পান্থুমাই এখনো সম্পূর্ন ন্যাচারাল আছে। পাব্লিক চিনেও না যায়ও না। কিছুদিন পর মনে হয় আগের মত থাকবেনা।
আপনি বর্ষাকালে যখন গেছেন রাতারগুল ঘুরে আসতেন। রাতারগুল বর্ষাকালের জন্য পারফেক্ট।
২২| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
জল কনা বলেছেন: আমিতো জানিই নাই সিলেটের কিছু! এই প্রথম গেছি! তাও বড় ভাইয়ার সাথে! এই মাসের ৪ তারখ গিয়ে দুইদিনেই বা আর কত ঘুরা যায়!?
যাক নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ! :#>
১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪
তামিম ইবনে আমান বলেছেন: আমারে নিয়া জাইয়েন
২৩| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২
লেখোয়াড় বলেছেন:
+++++++++++++++++++++++
১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ভাই
২৪| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২
লেখোয়াড় বলেছেন:
+++++++++++++++++++++++
১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: আবারও ধন্যবাদ ভাই :প
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার