![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
এক্সিডেন্টালি আমাদের প্রায় সময়ই অনেক মিডিয়া, ডাটা ডিলেট হয়ে যায়। পরবর্তীতে এগুলো ফিরিয়ে আনা দরকার পরে। অনেকে কম্পিউটার দোকানে গিয়ে অনেক টাকা খরচ করে ডাটা রিকভার করায়। ইন্টারনেটে যত ডাটা রিকভারি সফটওয়ার পাওয়া যায় তার বেশিরভাগই পেইড অথবা ডাটা রিকভারির লিমিট থাকে, যেমন EaseUS Data Recovery Software আপনাকে ২ জিবি পর্যন্ত ডাটা রিকভার করার সুযোগ দিবে ফ্রিতে।
যাহোক, আমার এক প্রয়োজনে ডাটা রিকভারি সফটওয়ার খুজতে খুজতে খবর পেলাম PhotoRec এর। এ সফটওয়ারটি আনলিমিডেট ডাটা রিকভার করে দিবে ফ্রিতে।
সফটওয়ারটি যেসব অপারেটিং সিস্টেম সাপোর্ট করে সেগুলো হলো,
DOS/Windows 9x
Windows NT 4/2000/XP/2003/Vista/2008/7 ( উইন্ডোজ ৮ এও চলে)
Linux
FreeBSD, NetBSD, OpenBSD
Sun Solaris
Mac OS X
এবং সব ইউনিক্স বেজড পিসিতে আপনি সফটওয়ারটি চালাতে পারবেন।
ফটোরেক আপনার পোর্টেবল বা এইচডিডির ফাইল সিস্টেম ইগনোর করে। সেকারনে FAT, NTFS, exFAT, ext2/ext3/ext4 filesystem, HFS+ সহ সবধরনের ফাইল সিস্টেমে এই সফটওয়ার কাজ করে। যদি কোন ডাটা ফ্রাগমেন্টেশন না থাকে তাহলে ফটোরেক ZIP, Office, PDF, HTML, JPEG সহ অনেক গ্রাফিক্যাল ফাইল ও রিকভার করতে পারে। এ সফটওয়ার প্রায় ৪৪০ ধরনের ফাইল রিকভার করতে সক্ষম।
এ সফটওয়ার টি ওপেন সোর্স। কিন্ত, এ সফটওয়ারের সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো এর ইউজার ইন্টারফেস। এটির ইউজার ইন্টারফেস সেই আদি আমলের। ডস স্টাইলে কমান্ড ইউজ করে ফটোরেক ইউজ করতে হয়।
একারনে ননটেকি মানুষদের কাছে ফটোরেক এত জনপ্রিয় না। খাটাইসসা ইন্টারফেস হলেও এটি ইউজ করা অনেক ইজি।
এ সফটওয়ারটি ইউজ করতে হলে তিনটি জিনিস থাকা লাগবে।
১) একটি কম্পিউটার
২) ব্রেইন
৩) যে ডিভাইসটি রিকভার করবেন
প্রথমে এই লিঙ্ক ( এখানে ক্লিক করুন ) থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
এটি আনজিপ করুন।
photorec_win.exe নামে একটি ফাইল পাবেন। ওখানে ডাবল ক্লিক করুন। এটি পোর্টেবল সফটওয়ার , সুতরাং ইনস্টল করার প্রয়োজন নেই। ডাবল ক্লিক করলে একটি ছোট উইন্ডো ওপেন হবে। ওখানে আপনি যে ড্রাইভটি রিকভার করবেন সেটি সিলেক্ট করে এন্টার চাপুন। এরপর আপনি ড্রাইভের কতটুকু অংশ রিকভার করবেন সেটিতে সিলেক্ট করে এন্টার চাপুন। তারপর আপনার ড্রাইভের ফরম্যাট সিলেক্ট করুন। এরপর কোথায় ডাটা সেভ হবে সেটা সিলেক্ট করুন। ফটোরেক ড্রাইভটিকে ব্লক বাই ব্লক রিড করে এবং যদি ডাটা ওভার রিটেন বা করাপ্টেড না হয়ে থাকে তাহলে ফটোরেক সম্পূর্ন ডাটাই উদ্ধার করতে সক্ষম হয়।
ভাবলাম ছবি দিয়ে টিউটোরিয়াল দিব, কিন্ত ছবি আপলোড করা সম্ভব হচ্ছে না। ভালো থাকবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: ব্যবহার না কইরাই কেমনে বুঝলেন বেশি কার্যকর
প্যারাগন এর পেইড ভার্সন আছে। আর এটা সম্পূর্ন ওপেন সোর্স। এই সফটওয়ার বিট বাই বিট ডাটা সার্চ করে ডাটা রিকভার করে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: +++++ঃ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০
সুমন কর বলেছেন: প্রিয়তে রেখে দিলাম-আগামী দিনের জন্য। ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কার্যকরি পোস্ট ।+
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২০
সাদরিল বলেছেন: দরকারি পোস্ট। অনেক ধন্যবাদ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২
তামিম ইবনে আমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সাদরিল ভাই
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬
মামুন রশিদ বলেছেন: নিলাম
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: টেকি পোস্ট কম বুঝি ভ্রাতা
ভালো থাকবেন
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: যখন দরকার পরবে তখন নিজের গরজেই বুঝবেন
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৬
যুবায়ের বলেছেন: চমৎকার একটি পোষ্ট...
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২১
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই। ঢাকা আসবেন কখন? আসলে টাইম নিয়ে আইসেন। আপনার সাথে আড্ডাইতে মুঞ্চায়
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহা... টেকি পোস্ট দেখলেই ভাল্লাগে..
৩য় প্লাস...
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ মুনতাসির নাসিফ ভ্রাতা
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১২
একজন ঘূণপোকা বলেছেন: ছবি আপলোড করা এখন অসম্ভব সামুতে। কিন্তু imagur.com দিয়ে আপলোড করা যায়।
আমি রিকোভা ইউজ করি, ঐটারও অনেক ইউজার ফ্রেন্ডলি। এর পরেরবার এইটা ট্রাই মারমু।
চতুর্থ প্লাস।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৭
ঘুড্ডির পাইলট বলেছেন: এ সফটওয়ারটি ইউজ করতে হলে তিনটি জিনিস থাকা লাগবে।
১) একটি কম্পিউটার
২) ব্রেইন
৩) যে ডিভাইসটি রিকভার করবেন
২ নং জিনিসনা না থাকলে এপ্সটা চলবে ????
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩
তামিম ইবনে আমান বলেছেন: নাহ চলবে না।
আপনার নাই?
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
জনাব মাহাবুব বলেছেন: দরকারি পোস্ট।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১
ক্ষতিগ্রস্থ বলেছেন: আমি গত ৩ বছর ধরে এটা ব্যাবহার করছি, ডাটা রিকোভারিতে এটাই সেরা.
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
তামিম ইবনে আমান বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
আমি তুমি আমরা বলেছেন: কালকে ডাউলোডামুনে তাইলে।
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৩
তামিম ইবনে আমান বলেছেন: ডাউনলোড করসেন?
১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৯
মাথা ঠান্ডা বলেছেন: কেমন আছেন?
২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৬
তামিম ইবনে আমান বলেছেন: ভালো। আপনি?
১৬| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:২৩
শরিফ শরিফ বলেছেন: আমাদের অনেক সময় ভুল বসত বা অন্য কারনে পিসির দরকারি ডাটা যেমন , ভিডিও , সফটওয়্যার ইত্যাদি ফাইল ডিলিট হয়ে যায় . তখন আমাদের কপালে হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না. তখন ডাটা রিকভারি এর প্রয়োজন পরে . বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…
ডাটা রিকভারি
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: Not Found
The requested URL /about-us/ was not found on this server.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
বিল দেন নাই ব্রো?
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তবে এর থেকে প্যারাগন পার্টিশন ম্যাজিক আরও বেশী কার্যকর