![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
মুভির অন্যরকম এক ক্ষমতা আছে। কিছু কিছু মুভি আছে যা আমাদের অন্তরাত্মাকে স্পর্শ করে যায়, চারিপাশের জগতটিকে নতুন করে দেখতে সাহায্য করে, ভালোবাসা-ইমোশন নামক শব্দগুলোকে নতুন করে ডিফাইন করে। সিনেমা পারাদিসো , (অরিজিনালি Nuovo Cinema Paradiso , অর্থ- নিউ প্যারাডাইস সিনেমা) ঠিক তেমনি একটি মুভি। আমার হৃদয়ে দাগ কেটে যাওয়া মুভিগুলোর মধ্যে এ মুভিটি অবশ্যই প্রথম সারিতে থাকবে।
মুভিটি আবর্তিত হয় Toto নামক এক ছোট সিসিলিয়ান বালকের শৈশব-কৈশোর এবং Cinema Paradiso নামক এক মুভি থিয়েটারকে ঘিরে। পিচ্চি Toto'র ছিল সিনেমার প্রতি অদম্য আকর্ষন। সিনেমা পারাদিসো তে তার ছিল নিয়মিত যাতায়াত। সিনেমা পারাদিসোর প্রজেকশনিস্ট আলফ্রেদোর সাথে তার বেশ সখ্যতা হয়ে যায়। আলফ্রেদো Toto'র বাবার বয়সী হলেও দুজনের মধ্যে গড়ে উঠে অসাধারন বন্ধুত্ব। Toto থিয়েটারের মুভি, প্রজেক্টর মোদ্দাকথা, সিনেমার প্রেমে পড়ে যায়। তার প্যাশন হয়ে উঠে সিনেমা।
এ মুভির দুটি ভার্সন আছে। US ভার্সনে বেশ কাটছাট করা হয়েছে, তবে মুভিটির সত্যিকারের ফিলিংস পেতেএবং ক্যারেকটারগুলোকে ভালোকরে বুঝতে , আমার রিকমেন্ডেশন হলো অরজিনাল ইতালিয়ান ভার্সন দেখা। আসল ভার্সনটির রানটাইম ১৭৪ মিনিট।
মুভির ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোর, সবগুলো কারেকটারের অভিনয় চমৎকার। উল্লেখ্য, মুভিটি ১৯৮৮ সালের বিদেশী চলচ্চিত্র ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল। আপনার যদি একটু হলেও মুভির প্রতি আকর্ষন থাকে, তাহলে মুভি-পাগলকে নিয়ে করা এই মুভিটি আপনার জীবনের দেখা অন্যতম সেরা মুভির তালিকায় থাকবে আমার বিশ্বাস।তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, মুভিটি দেখার পর মনে হবে, ক্যারিবিয়ানের সমুদ্রপারের বিশুদ্ধ, শীতল বাতাস আপনার হৃদয়কে স্পর্শ করে গেছে।
রেটিং-
Imdb: 8.5/10
Rotten Tomatos: 90%
Metacritic: 80/100
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০
কহেন কবি কালিদাস বলেছেন: আপনার রিভিউ দেখে আমার দেখা দুইটা মভির কথা মনে পড়ল । আমি এখন পর্যন্ত যতগুলো মুভি দেখেছি তার মধ্যে পঅন্যতম ।
Children of Heaven [১৯৯৮]
পরিচালক - মাজিদ মাজিদি
রেটিং - ৮.৫
আসাধারন বলা হলেও মনে হয় কম বলা হয়ে যাবে।
The Color of Paradise [১৯৯৯]
পরিচালক - মাজিদ মাজিদি
রেটিং - ৮.২
এইটাও আসাধারন একটা মুভি ।
ইরানি মুভি সম্পর্কে আমেরিকার একজন পরিচালক মন্তব্য করেছিলেন,এরা যে মানের মুভি করে এর প্রত্যেকটি বিদেশি ক্যাটাগরিতে অস্কার পাওয়ার যোগ্যতা রাখে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
তামিম ইবনে আমান বলেছেন: ইরানি-কোরিয়ান ধরতে আমার বহুত দেরি। আরো ৪-৫ বছর পরে ধরবো
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
পোস্টে হিট কেন নাই ?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: কপাল ভাই। কপাল
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
হুমায়ুন তোরাব বলেছেন: উই ইউটরেন্টে কিউই করে রাখলাম ।।
অনেক দিন পরে তামীম ভাইরে দেখলাম //
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ হুমায়ুন ভাই
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শতাব্দির অন্যতম ক্ল্যাসিক মুভি ৷
যথার্থ বলেছেন হৃদয় ছোঁয়া ৷