নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে যদি পালাই ছুটে …

মোঃ তামিম হাসান

বিশ্ব যখন এগিয়ে চলে আকাশ জয়ের পথে , আমরা তখন নিকাতলায় ফতোয়া খুঁজি পুখি পুস্তুক চুষে ।

মোঃ তামিম হাসান › বিস্তারিত পোস্টঃ

সমুদ্রবিজ্ঞান

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪২

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রতি মাসে গবেষণার কাজে সাহায্য পাওয়া গেলে, সাড়া জীবন এই কাজ করতে ভালই লাগতো । এবার ঠিক করছি গবেষণার জন্য কিছু জিনিস কিনতে হবে ।



Oasis of the Seas অথবা Allure of the Seas এর মত বড় জাহাজ কিনতে মন চায় । কিন্তু কপালে যা জুটেছে তা দিয়ে একটা ডিঙ্গি নৌকা কেনা যাবে । Life of Pi মুভিটা দেখে নৌকা নিয়ে সমুদ্রে যাওয়ার কথা চিন্তা করতে ভালই লাগে । যদিও Pirates of the Caribbean এর জাহাজটা ভালই ছিল তবুও নিজের অবস্হা চিন্তা করে নৌকা কেনার সিদ্ধান্ত নিলাম । সব কছু যদি ঠিক থাকে কিছুদিন পর সমুদ্রের উদ্দেশ্যে গমন করবো । যা হবার তাই হবে , পোকামাকড়ের সাথে বসতি না হয়ে হয়তো দুরন্ত মাছ আর বিচিএ প্রাণীর সাথে হবে । সমুদ্রে যাওয়ার কথা মনে হলে মনে পড়ে Captain Phillips মুভির কথা । তাই ঠিক করছি সোমালিয়া উপকূল থেকে দূরে থাকবো । সমুদ্রবিজ্ঞান মানে গণিতের খেলা ,ব্যাপারটা প্রথমে বুঝি নাই কিন্তু এখন বেশ টের পাচ্ছি । সাথে একজন গণিতবিদকে নিলে মন্দ হয় না । উওাল সমুদ্র আর এর মাঝে নৌকা ! সঙ্গি হিসেবে একজনকে পাওয়াই কঠিন ।



I don't know where I would go

I'm a lost and aimless soul.

I don't know what I would do

Please, Lord, let me follow you.

I don't know what else to seek

I live by every word you speak.



Howard Lee কথাগুলো এখন মনে পড়ছে । যাই হোক ইচ্ছা যখন আছে উপায় একটা মিলবে আসা করি । গীটারটা নিতে হবে । এলোমেলো কতগুলো কথা জমেছে তাকে একটা পথে নিয়ে আসার চেষ্টা করা যায় । খাবার নিয়ে চিন্তায় আছি । কফি ,চা, চুরুট পাব কই !!

অনেক অসম্ভবকে সামনে নিয়ে যাএা শুরু হবে । বেঁচে থাকলে দেখা হবে । পরের বার জাহাজ কেনার চেষ্টা করবো, এবার নৌকা দিয়েই শুরুটা হোক ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: হুম

২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬

মোঃ তামিম হাসান বলেছেন: ;) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.