![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ফড়িং বসে ছিল আমার নিরব অঙ্গে,
হঠাৎ,
এক দম্কা হাওয়া এসে ফড়িংটিকে উড়িয়ে দিলো।
কে যেন রক্তাক্ত হস্তে সামনে দিয়ে দৌড়ে গেল,
লাল ওড়নাটার আচল ছুয়ে শিউরে উঠলো ডালপালা
মেয়েটির তনু জুড়ে কেমন ক্ষত বিক্ষত,
স্থীর জড়তায় ছটপট করতে লাগলো আমার শাখা প্রশাখা,
মেয়েটি চিতকার করে কান্নার শব্দ করছিল,
পিঠের দিকে তাকিয়ে থমকে গেলো আমার শ্বসন।
মেয়েটির সারা শরীর আঘাতে শিক্ত,
মৃত্যুর সাথে দৌড় পাল্লা খেলছিল সে,
অবশেষে হেরে গেছে,
মানুষরূপী শুওরের পাল তাকে ধরে ফেলেছিল,
সে হাহাকার দেখে আমি উপড়ে তাকে বাচাতে চায়,
তবু চেষ্টা বৃথায় আমি তো জীর্ন জড়তায়,
কিন্তু মানুষরূপী বেহায়ার দল দাড়িয়ে খেলা দেখলো
ধর্ষকের হাত থেকে বাচতে মেয়েটি
ছুটছে,
এগিয়ে এলো না কেউ!!!
মৃত্যু কানে কানে এসে বললো,
এবার আমার সাথে চলো।
নিজেকে মানুষ ভাবতে লজ্জা হয়,
এসব নির্মম হত্যার বিচার চায়।।আফনান তামিম
©somewhere in net ltd.