নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল কিছু বলিলে মাফ করিয়া দিবেন প্লিজ!!!

একদিন না চাইলেও মরে যাবো!!!!

রৌদ্রময়ী

আজ যদি- ভুল করে হয়ে যায় পুরনো সেই ভুল। তবে হয়ে যাক, হয়ে যাক তাই- করি না ভয় মিছে মায়ার মৃত্যুতে।।

রৌদ্রময়ী › বিস্তারিত পোস্টঃ

সব কিছু পুরনো

০১ লা মে, ২০১৪ বিকাল ৫:০৯

সব কিছু পুরনো হয়ে গেছে।

তুমি আমি, আমি তুমি......

আমরা সবাই।



নিজ নিজ বৃত্তের বাইরে আমরা কিছুই বুঝিনা।

আবেগ অনুভুতি গুলোও ক্রমশ ঝিমিয়ে পড়ছে।

আর হারিয়ে যাচ্ছি-

তুমি আমি, আমি তুমি......

সঙ্গে আমরা সবাই।



স্মৃতি ঘেঁটে দেখি-

জল ছোড়াছোড়ি, কাঁদা মাখামাখি।

ওই একা বসে থাকা শালিক পাখি।

তুমি আমি, আমি তুমি......

এবং আমরা সবাই।



ফিরে পাবার অদম্য ইচ্ছাটা,

আর নীল আকাশের হলুদ প্রজাপতিটা-

বাতাসে উড়াই।

তুমি আমি, আমি তুমি......

আর আমরা সবাই।



সব কিছু পুরনো হয়ে গেছে।

তুমি আমি, আমি তুমি......

আমরাই তো, আমরা সবাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.