![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যদি- ভুল করে হয়ে যায় পুরনো সেই ভুল। তবে হয়ে যাক, হয়ে যাক তাই- করি না ভয় মিছে মায়ার মৃত্যুতে।।
সব কিছু পুরনো হয়ে গেছে।
তুমি আমি, আমি তুমি......
আমরা সবাই।
নিজ নিজ বৃত্তের বাইরে আমরা কিছুই বুঝিনা।
আবেগ অনুভুতি গুলোও ক্রমশ ঝিমিয়ে পড়ছে।
আর হারিয়ে যাচ্ছি-
তুমি আমি, আমি তুমি......
সঙ্গে আমরা সবাই।
স্মৃতি ঘেঁটে দেখি-
জল ছোড়াছোড়ি, কাঁদা মাখামাখি।
ওই একা বসে থাকা শালিক পাখি।
তুমি আমি, আমি তুমি......
এবং আমরা সবাই।
ফিরে পাবার অদম্য ইচ্ছাটা,
আর নীল আকাশের হলুদ প্রজাপতিটা-
বাতাসে উড়াই।
তুমি আমি, আমি তুমি......
আর আমরা সবাই।
সব কিছু পুরনো হয়ে গেছে।
তুমি আমি, আমি তুমি......
আমরাই তো, আমরা সবাই।
©somewhere in net ltd.