![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইডিওলজীকে অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা যায় না। একে তাত্ত্বিকভাবে প্রভাবিত করে ধ্বংস করতে হয়। যাকে বলে ব্রেনওয়াশড করা, অর্থাৎ কোন মানুষের আদর্শকে ধীরে ধীরে বিকৃত করতে করতে সেই প্রকৃত পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা। এটি সবচেয়ে ভালো বুঝেছে আজকের বর্হিবিশ্ব মোড়লরা।
মুহম্মদ (সঃ) এর আদর্শধারী’দেরকে তারা অস্ত্রের মা্ধ্যমে পরাজিত করতে পারবে না জেনে তারা তাত্বিকভাবে প্রস্তুত হলো ব্রেনওয়াশড করে পরাজিত করার জন্য। মনস্তাস্ত্বি যুদ্ধের উদ্দেশ্যে তারা তৈরি করল “র্যান্ড” নামে একটা সংস্থার। “র্যান্ড” হলো একটি অলাভজনক গবেষণাধর্মী প্রতিষ্ঠান যার রয়েছে ১৬ শত কর্মচারীর এক বিশাল কর্মী বাহিনী। http://www.rand.org এই্ সংস্থাটি ইউএস এর প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বিভিন্ন বিষয়ের উপর গবেষণাধর্মী রিপোর্ট সরবরাহ করে থাকে। আলোচ্য মনস্তাত্বিক যুদ্ধের সাথে এই সংস্থার গভীর সম্পর্ক রয়েছে এবং তারা এই্ বিষয়ের উপর একাধিক নিবন্ধও প্রকাশ করেছে। “সিভিল ডেমোক্রেটিক ইসলাম” নামে নিবন্ধে তারা ইসলামকে বিকৃত করার জন্য প্রয়োজনী স্টেপ গুলো বর্ণনা করেছে। রিপোর্ট’টির ইবুক : Click This Link
.
ইউএস নিউজ এন্ড ওয়াল্ড রিপোর্টে “র্যান্ড” কর্তৃক উল্লেখ করা হয়েছে- আমাদের একান্ত ইচ্ছে হলো যে আমরা শুধু মুসলিম সোসাইটিকে প্রভাবিত করতে পেলেই সন্তুষ্ট নয়, আমরা তাদের ধর্মকেই পরিবর্তন করে ফেলেতে চাই। অপর স্থানে উল্লেখ করেছে - “আমরা ইসলামকে বদলে ফেলতে চাই। এর পরের নিবন্ধনে আসে - ওয়াশিংটন গোপনে কমপক্ষে দুই ডজন দেশে অর্থ সাহায্য দিয়ে যাচ্ছে। (তাদের প্রণীত) মডারেট ইসলামকে জনপ্রিয় করার উদ্দেশ্যে রেডিও টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচার, মুসলিম স্কুলে বিভিন্ন কোর্স চালু, মুসলিম বুদ্ধিজীবিদের ক্রয়, ইসলামী স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি কর্মকান্ডের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় সরকার অর্থ সাহায্য দিয়ে যাচ্ছে।”
.
তারা অনেকাংশে সার্থক। তারা এক শ্রেণীর মুসলিম তৈরি করতে পেরেছে। র্যান্ডের সংজ্ঞায়িত মডারেট ইসলামের মধ্যে আছে গণতন্ত্রকে সমর্থন, ধর্মনিরপেক্ষতা, শরীয়াহ আইনের অপ্রয়োজনীয়তা, জিহাদ- কিতালের মত ইস্যুগুলোতে শিথিলতা, আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, মুজাহিদীনদের তাচ্ছিল্য করা, তাদের বিপক্ষে বলা এবং জঙ্গী বলে কুৎসা তৈরি করা। এই ইসলামের দা'ঈরা কুফফারদের শিখিয়ে দেওয়া ইসলাম প্রচার করবে। ইমাম আওলাকি এদের বলেছেন র্যান্ড মুসলিম। কারণ মডারেট মুসলিমের সংজ্ঞাটা নির্ধারণ করেছিল ইউ এস ফোর্সের থিঙ্ক ট্যাঙ্ক (RAND) আর পেন্টাগনের প্রকাশিত প্রবন্ধ।
.
আজকে আমরা দেখি পপুলার ইসলামের ঝাণ্ডাবর্দারদের। কেউ মুজাহিদীনদের বলে অশিক্ষিত, কেউ বলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ফ্যান্টাসি, কেউ বলে পশ্চিমাদের অনুসরণ করেই মুসলিমদের উন্নত হতে হবে, কেউ বলে জিহাদের আয়াতগুলো ১৪০০ বছর আগের জন্য, কেউ বলে গণতন্ত্র আর শরীয়াহ’র ভেতর পার্থক্য নেই। আজকাল রাজনৈতিক নেতাদের কতাবার্তা শুনে মনে হচ্ছে তারা যেন ইসলামিক স্টাডিজে সদ্য স্নাতোকত্তর ডিগ্রী লাভ করেছেন যা তাদেরকে উদ্বুদ্ধ করছে ইসলামের আসল চরিত্র বৈশিষ্ট্যের উপর জনগণকে বক্তৃত্বা দিয়ে শোনাতে।
******************************************
মোটা দাগে পৃথিবীর আ'লিমরা দুইটি দলে বিভক্ত। একটি দল এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিতে চায় যেন তাঁরা আল্লাহ্’র ওপর এবং আল্লাহ তাঁদের ওপর সন্তুষ্ট। আরেকটি দল দুনিয়ায় এমনভাবে বেঁচে থাকতে চায় যেন তারা কাফিরদের ওপর এবং কাফিররা তাদের ওপর সন্তুষ্ট। দল দুটি সমান না। কস্মিনকালেও না।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
হারান সত্য বলেছেন: অন্যের দোষ দিয়ে কী লাভ? তারাতো তাদেরমত করে চেস্টা করবেই - আমাদের দ্বায়িত্ব হল তার মোকাবেলা করা।
আমরা অন্যদের দোষ, ষড়যন্ত্র, নীল নক্সা যত বেশী দেখি - নিজেদের ভুল ত্রুটি সেইভাবে দেখি না। যদি আমরা ইতিবাচক কাজে ওদের চেয়ে অগ্রসর থাকতাম তাহলে ঐসব ষড়যন্ত্রে কিছুই হত না। আমরা দুনিয়ার দায় দ্বায়িত্ব ছেড়ে কেবল মাটির নিচ আর আসমানের উপরের বিষয়নিয়ে ব্যাস্ত থাকার ফলেই ওরা সুযোগ পেয়েছে ওদেরমত করে ইসলাম বুঝানোর।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
হ্যারিয়ার-৩ বলেছেন:
এদের ব্রেনওয়াশ করা খুবই সহজ।
প্রচলিত ইসলামি কালচারে একজন সাধারন মুসলমান নিজে নিজেই কোরান বা হাদিস পড়ে বোঝার অধিকার নেই।
সুধু আবৃতি (তেলাওয়াত) করতে পারে।
কোন ধর্মিয় জিজ্ঞাস্য থাকলে হুজুরকে জিজ্ঞেস করবে।
হুজুর কমজ্ঞান সম্পন্ন হলেও হুজুরের ব্যাখ্যাই চুড়ান্ত।
নিজে নিজে পড়ে বুঝতে গেলে বলা হবে "ঈমান নষ্ট হয়ে যাবে" "মুসলমান থেকে খারিজ হয়ে যাবে" "বউ তালাক হয়ে যাবে" ইত্যাদি।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৬
lauralordelaure বলেছেন: What are the specific goals of initiatives like RAND Geometry Dash in influencing ideologies, and how are they implemented practically?
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২১
সোফিা বলেছেন: Monkey Mart Game is a fun and engaging idle management game where you play as a cute monkey running a supermarket.
৬| ২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৫
ুৃমুজদ বলেছেন: ঘরেf [surl=https://www.google.com].[/surl]
৭| ২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৫
ুৃমুজদ বলেছেন: [sa=https://www.google.com].[/sa]
৮| ২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৬
ুৃমুজদ বলেছেন: a
৯| ২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৭
ুৃমুজদ বলেছেন: a
১০| ২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৭
ুৃমুজদ বলেছেন: [url=https://www.google.com]a[/url]
১১| ২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪২
ুৃমুজদ বলেছেন: Tubidy Mp3 In Kenya, rural communities benefit from Tubidy’s ability to provide access to content offline, helping residents download health education videos, public service announcements, and cultural programs for group sharing in community centers.
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
চাদের জোসনা বলেছেন: র্যান্ড নিয়ে কৌতুলহল অনেক দিনের। কিছুটা লিখেছেন। আপনার কাছে দাবী জানাচ্ছি এ ব্যাপারে গবেষণাধর্মী বড় কোন খেদমত করবেন। আপনার জন্য দুআ করি আপনাকে আল্লাহ সফল করুন। আমীন।