নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

বাহক !

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

ফুফাত ভাইকে পছন্দ করি আবার ভয় ও পাই । সমবয়সী আমরা । ভালো বন্ধুও । ভাইয়ের সাহস আর বুকের পাটা অনেক বড়, এই দিকটা অনেক অনেক ভালো লাগে । এ ও পাড়াতে ভিন গ্রামে ক্রিকেট খেলেতে যেতাম । ব্যাডিং করার সময় নিজ দলের কাউকে আম্পায়ার রাখতে হতো । তখন এইটাই নিয়ম । আমার ফুফাত ভাই নিজেই এই কাজটি করত,নিজেই আম্পায়ার থাকতো । ভীষণ সৎ ভাইটি পায়ে বল লাগলেই লেগ বিফোর দিয়ে দিত । এই কারণেই আমি আর পাড়াতো সবাই তাকে ভয় পেত ।

গ্রামের খেলার মাঠের পূর্ব দক্ষিন কোনের বাড়িটায় একদিন ভাড়াটে এলো । ভাড়াটের ছোট মেয়েটা সুন্দরী , ফুফাতো ভাই তার প্রেমে পরে গেল । সাহসী ভাইটা লজ্জা পেতে শুরু করলো।
তানিম , কিছু একটা করো ভাইরে ''
কি করবো আমি ?
মিতুকে প্রস্তাব দাও ''
আমি দিব কেন ? তুমি ভালোবাসো তুমি দাও ''
ভয় লাগে ভাই । হেল্প কর । আমার মনের কথাটা ওকে জানিয়ে দাও ।''
তোমার বুকের ছাতি বড় । তুমি বোলো । তোমার সাহস বেশি । খেয়াল করছি মাঠে খেলার সময় মিতু তোমার দিকে নজর বেশি দেয় । তোমাকে পছন্দ করে । ''
সত্যি ই '' ভাইয়ের গালে লাল গোলাপী রং ভেসে ওঠে ।
ভাইকে পরামর্শ দিলাম প্রেমপত্র লেখার । চিঠিতে মনের কথা বোলো আমি মিতুর কাছে পৌছে দেব ।

স্কুল কলেজের আশেপাশের রাস্তায় একটা জায়গা থাকবেই ছেলেমেয়েদের কথা বলার সুযোগ দেবার জন্য । হালকা সাহস আর ধৈর্য্য থাকলেই সেখানে দাড়ানো যায় । মানসন্মানের একটু ক্ষতিও হবে জেনে সেখানে দাড়ালাম । সাথে মিতুকে দেয়ার জন্য ফুফাত ভাইয়ে লেখা প্রেমপত্র । ভাই আমাকে এল বি ডাব্লিউ দেবে না আর - কথা নিয়েছি ।

মিতু মেয়েটা পাশ কাটিয়ে যেতেই জোরে হেটে ওর পাশে চলে এলাম ।
মিতু, তোমার সাথে একটু কথা ছিলো আপু । তোমার সঙ্গে হাটতে হাটতে বলে ফেলি ।''
বলেন ভাইয়া ''
আমার ফুফাত ভাই তোমাকে কিছু কথা বলতে চায় , কথাগুলো লেখা আছে চিঠির ভিতর । নাও । ''
চিঠি নিতে পারবোনা , আপনি পড়ে শোনান ''
আবদার শুনে ভাইয়ের হাতের লেখার কথা মনে পরে গ্যালো , বেচারী যদি পড়তে না পারে । না পারার কথা নয় , সুন্দরী মেয়ে ,প্রেমপত্র পড়ার অভ্যাস আছে ।
আমি পড়তে শুরু করলাম । ভাইয়ে হাতের লেখায় আমার প্রবলেম নেই । আমি জানি ওখনে কি লেখা । ওখানকার ভাষা আমার লিখেছে ভাই । রিডিং পড়ার মতো পড়ে শেষে লাইনে লেখা খুব নিরস ভাবে, আমি তোমাকে ভালোবাসি ,মিতু ব্যাক্যটা পড়লাম
আমিও তোমাকে ভালোবাসি । ''
মিতুর চোখের দিকে চোখ পরে গ্যালো । বেশ মিষ্টি আর লাজুকতা মেশানো চাহুনীতে ঘন ঘন পলক পড়ল । মাঠে মেয়েটা আমার ভাইয়ের দিকে দেখত তখন আমি ওর দিকে তাকাতাম । মাঝে মাঝে চোখাচোখি হয়ে যেত । মিতু তখনও এভাবেই তাকাত আমার দিকে । আমার বুকের মধ্যে কেপে উঠত । ভাইকে ভালোবাসি বলেই কাপুনিকে পাত্তা দেইনি । কাপুনিতে বুক ভেঙ্গে যেত ।
ঠিক আছে , ভাইকে জানিয়ে দেব তোমার উত্তর ''
পাশে হাটা ছেড়ে দিলাম । আমাকে ছাড়িয়ে চলে যেতে দিলাম মেয়েটাকে ।


শুক্রবারের এক বিকেলে পাড়াতো সবাই ভাগাভাগি করে ক্রিকেট খেলছি । ফুফাত ভাই বিপক্ষ দলে । আমি বাউন্ডারী সীমানায় ফিল্ডার । ভাই সপাটে বল তুলে মেরেছে । সোজা আমার দিকে আসছে বলটা । ক্যাচ ধরব না ছেড়ে দিব ?
ভাবছি !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: এইরে! ফুফাতো ভাইয়ের কাঁপুনি তাহলে আপনার হৃদয়েও? তারপর?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
তারপরে কি হয়েছিল জানাবো আপনাকে কোননা কোনদিন ! ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.