নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

জঙ্গল কথা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৬

বাড়ির পাশে বিঘা দুয়েকের মধ্যে একটা জঙ্গল ছিলো । আম গাছ লিচু গাছ নারকেল গাছ । নাম না জানা লতানো গাছের ঝোপ ঝাড় । পশ্চিম দেয়াল আকড়ে শেকড় সহ পাশাপাশি দুটো কাঠাল গাছ । আমগাছ গুলিতে শামুকখোল সাদা লম্বা ঠোটের কয়েকটা বক দেখেছিলাম বর্ষাকালের এপাশে ওপাশে । ওদের কখনই অতিথি পাখি মনে হতো না । চারপাশে ইটের দেয়াল ছিলো বলে বেশি বৃষ্টিতে ডুবে যাওয়া জঙ্গলটা রাতারগুল হয়ে উঠতো । শীতের ভোরে গাছ গাছালির ফাঁকে কুয়াশায় কত শত রহস্য গল্প লুকানো , সেই রহস্য হাতছানি দিত ।

জঙ্গলের মালিকের ছেলের কঠিন অসুখ । চিকিতসার অর্থ প্রয়োজনে জঙ্গল বিক্রি করে দিয়েছেন তিনি । আটটি প্লটে ভাগাভাগি হয়েছে জঙ্গল । একজন ক্রেতা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন । বাকিগুলি বিক্রি হয়ে গেছে । কেউ বিল্ডিং বানাবে কেউ বানাবে না ।

জঙ্গলে কয়েকটা বেজী ছিলো । ভাগ্নের কয়েকটা কবুতর খেয়ে ফেলেছিল বেজীতে । ভাগ্নে সাদাকালো এই প্রাণীর সবচেয়ে বেশি দেখতে পাওয়া একটার নাম দিল কোটি' । বিকেলে ছাদে উঠেই জঙ্গলে ঢিল ছুড়ে কোটি' কোটি 'বলে তাড়া করত ।

জীবনের প্রয়োজনে সবকিছু বদলালো ।

ইদানিং ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছি ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আজকের মেনুতে জঙ্গল সাফারি...
ছাদে যাওয়া বন্ধ করলেন কেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ছাদের পশ্চিম পাশেই জঙ্গলটা ছিলো । ছুটির দিন সকাল বিকাল ,বাকি দিনগুলোতে সকাল রাতে জঙ্গলে ছাদ থেকেই অভিযান চলতো । সবুজ দেখতাম । এখন সেখানে কংক্রিটের বাড়াবাড়ি । ছাদে ধুলো বালির উতপাত ।

জঙ্গল মালিকের ছেলেটার কঠিন অসুখের কথা মনে পরে যায় ।

পদাতিক চৌধুরীর জঙ্গলে সাফারি মঙ্গলময় হোক ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: আরো লিখুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া ।
লেখালিখির সাথে আমার সম্পর্ক মধুর নয় .... তারপরেও

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৫

ইসিয়াক বলেছেন: পোস্ট ভালো লাগলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.