নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

কাজল রাঙানো মীরার চিঠিটা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫২

আপুদের ড্রেসিং টেবিলের একদম নিচের দিকের ড্রয়ারটা আমার জন্য বরাদ্দ ছিলো । গুলতি , টেনিস বল ,শখের ডাক টিকিট কিম্বা কিশোর পত্রিকা সাথে চাচা চৌধুরি কমিক্স যত্ন সহকারে অগোছালো অবস্থায় সেখানে থাকতো । বন্ধুদের কাছ থেকে পাওয়া চিঠিও ওখানে রেখে দিতাম । তখনও ছোট বোনটি ততটা বড় হয়নি বলেই আমার নিজস্ব দুনিয়ার নিয়মিত চাহিদার বিষয়-আশয় বেশ নিরাপদেই সেখানে থাকতো দিনের পর দিন ।

ম্যাট্রিক পরীক্ষা শেষ হবার পরদিনই নানা বাড়ি । তখন তিনমাস পর রেজাল্ট হতো । মামাবাড়ি থেকে ফিরে নতুন কলেজ আর বাধাহীন কলেজ মাঠ , লেজার পিরিয়ডে শহীদ মিনারের সিড়ি জুড়ে আড্ডা ,হয়ে উঠলো নতুন পৃথিবী । নতুন পৃথিবীর সাথে নতুন বন্ধু ।

একদিন বাসায় ফিরে দেখি মা পুরানো পৃথিবীর ড্রয়ার খুলে এনে রোদে দিয়েছেন । বইপত্র উল্টিয়ে দেখতে দেখতে সেখানে পেলাম একটা চিঠি । চিঠিটা ছেড়া হয়নি । আমাদের বাড়ির ঠিকানায় লেখা আমার নামে চিঠিটা রাজশাহী থেকে এসেছে ।

নী ভাইয়া,
কেমন আছ ? মনে আছে তুমি আমাকে চিঠি লিখতে বলেছিলে , রংপুরে ছেড়ে আসা বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে বলেছিলে । বগুড়া ছেড়ে আসার পর ওখানেও সবার কাছে চিঠি লিখে যোগাযোগ রাখছি । কিন্তু তোমাকে চিঠি লিখতে ভয় পাচ্ছি অনেক । আব্বুর পোস্টিং রাজশাহী । এখানে আসার পর থেকেই মন খারাপ । না ,এখানে আসার অনেক আগে থেকেই মন খারাপ । তোমার পরীক্ষা শেষ হবার পর তুমি নানা বাড়ি চলে গেলে , তখন থেকেই মন খারাপ । তুমি কি জানতে আমরা চলে যাচ্ছি বগুড়া ছেড়ে ? তুমি বোধহয় জানতে না , পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলে । পরীক্ষার সময় একদিন বললে আমি কেন তোমাদের বাসায় যাই না ,সেদিনও তুমি আমার দিকে ঠিক মতো তাকাওনি । আমি দেখতে সুন্দর না বলে আমার দিকে তুমি তাকাতে না । আমি জানি আমি কালো ।
তোমাদের বাসায় জেতাম না কারণ আমার মন খারাপ হতো । তোমাদের আর দেখতে পারবোনা । আপুদের দেখতে পারবোনা । মাগরিবের আজান হয়ে পর মাঠের পাশে দাড়িয়ে তোমাদের ক্রিকেট খেলা দেখতাম বলে বকা দিতে । মাঝে মাঝে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে । এখানে চলে আসার আগে এগুলো মনে করে মন খারাপ লাগতো । তোমার সাথে দেখা আবার হবে কি ভাইয়া ? আমি জানি না । মন খারাপ লাগছে খুব । এই মনের কথাটা তোমাকে বলতে চাই । নী , আমি তোমাকে ভালোবাসি । অনেক অনেক ভালোবাসি । তোমার উত্তর জানিয়ে আমাকে চিঠি লিখবে তুমি ? রাখবে নিয়মিত যোগাযোগ ? আমি অপেক্ষায় থাকব ।

নিজের যত্ন নিও ।
কাজল রাঙানো মীরা

............

প্রেম, সত্য সব সময় সুন্দর । কোনো কোনো সময় সত্য ভয়ঙ্করও হতে পারে । অন্তত নিজের কাছে নিজে পরিস্কার রাখতে সত্য বলতে হয় । মীরাকে আমি পছন্দ করতাম । ওকে কাজল রাঙানো মীরা নামটা আমিই দিয়েছিলাম । সেটা সুন্দর করে চোখে কাজল দিত বলেই দিয়েছিলাম । আমার উপর মেয়েটার ভুল ধারণা ছিলো । সেজন্য মেয়েটা মন খারাপ করত ।

এরচেয়ে ভয়ঙ্কর ছিলো অন্য একটা বিষয় । আমার এই বর্ণনার প্রথম দিককার কিছু কথা আমি মিথ্যে লিখেছি । ড্রয়ারে আমি চিঠিটা মুখবন্ধ অবস্থায় পাইনি । প্রায় দুই বছর পর আমার আবিস্কার করা চিঠিটা খাম ছাড়া কয়েক টুকরো করে ছেড়া অবস্থায় ছিলো । বাসায় কেউ পড়েছিল সেটা । আমাকে কেউ জানায়নি চিঠিটার বিষয়ে । মীরার ঠিকানাটা খামের সাথে ছিলো হয়তো । একটা টুকরোতে আমার প্রতি তার ভালবাসার কথা লেখা ছিলো । সে টুকরায় শেষ দিকে কাজল রাঙানো মীরা আমাকে আমার যত্ন নিতে বলেছিলো । ছেড়া চিঠিটা কেন আমার ড্রয়ারে ফেলে রাখা হয়েছিল - তা এখনো রহস্যময় ।


পুরো ব্যাপারটা এখন আমি মিথ্যা কল্পনা করে সুখ পাই । ফিরতি চিঠিতে মীরাকে কাজল রাঙানো নাম রহস্য জানাতাম । আমার উত্তরে হ্যা বলেছিলাম । ওর পাশে হাটতে হাটতে ওকে ঠিক সন্ধার আগে আগে বাসায় পৌছে দিয়েছিলাম আর আমাদের প্রেম গড়িয়েছিল অনন্তকাল ।


মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: লিখাটা ভালো হয়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মনোমুগ্ধকর কাহিনী।

আপনি কি লেখালেখি করেন, না শখের লেখক?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ।
লেখালেখিতে একদমই সুবিধার না , তাই এটাকে শখ বলতেও আপত্তি আছে । আমার ভালো লাগে সবকিছু পড়তে ।
লেখাগুলোর বেশির ভাগই সৃতিচারণ , সারাদিন রাত মিলিয়ে নেট কম্পিউটারের সামনে সুন্দর কিছু সময় কাটানো ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখালেখি আপনার জন্য সাধনার মত। লেখালেখি করলে আপনি আত্মিক শান্তি পান।

মনোযোগ দিয়ে পড়ে ঠিকঠাক করলে এই লেখা আরও আকর্ষক এবং আনন্দদায়ক হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.