![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১শে ফেব্রুয়ারী ছুটির দিন মেনে পাত্রী দেখার ব্যবস্থা সকাল সকাল করা উচিত বলে মুরুব্বিরা রায় দিলেন । সন্ধে বেলায় বিয়ের একটা সুযোগ বের করা যাবে । সকালের পাত্রী বিকেলের মধ্যে পছন্দ করে ফেললে মধ্যান্ন ভোজন রাতের খাবার , এই দুবেলা খেয়ে মিঞার ফ্যামিলি রাজি থাকেলই পাত্রীকে বধু বানিয়ে বাড়ি ফিরবেন । ভেবে দেখুন কত খরচা কমে গ্যালো !
মুরুব্বিদের পরিকল্পনা সফল হয়নি । ২২ তারিখে জানলাম বিফলতার কাহিনী । ঘটক নাকি অনেক কিছু বানিয়ে বানিয়ে বলেছে । মুরুব্বিরা মেনে নিতে পারেননি যে কারণগুলো ....
প্রথমত , মেয়েকে দেখে মনেই হয়না তিনি অনার্স দ্বিতীয় বর্ষে পড়েন । বয়স। তার পড়াশুনা অনুযায়ী তার চেহারায় ছাপ নেই । অর্থ বুঝতে মুরুব্বিকে প্রশ্ন করাটাও অযৈক্তিক !
দ্বিতীয়ত , পরিবার সেনাবাহিনী পরিবার । বাবা সেনাবাহিনীতে ছিলেন । মুরুব্বিদের ডিফেন্সের কোনো পরিবারই পছন্দের নয় ।
তৃতীয়ত , পাত্রী শুকনা পাতলা ছোট খাটো বুদ্ধিমতি নয় ।
এমনও শুনতে পাওয়া গেল গ্রামের এই পরিবারের সহায় সম্পদ কম । আর্মি পরিবারের পাত্রীর বাবা মা বেশ অসুস্থ অনেকদিন , তাদের পিছনে বেশ খরচাপাতি হয়েছে , হচ্ছেও । আমি এই কারণটিকে চতুর্থ কারণ বলতেও দ্বিধায় পড়েছি !
পাত্রের করণীয় কি ? কনেকে সে ১৩ ই ফেব্রুয়ারী দেখেছে প্রথম। উনার বড়বোন পাত্রের বান্ধবী হওয়াতে পরিচয় হয়ে গিয়েছিল। কথোপকথনে ভালো লেগেও গিয়েছিল । বিয়েটা করে ফেলা যায় এবার ভেবে নিয়ে পাত্রীর বড় বোনকে দিয়েছিলো প্রস্তাব। বুদ্ধি করে নিজের অন্য বন্ধুকে ঘটক বানিয়ে মুরুব্বিদের সামনে উপস্থিত করেছিল ।
বন্ধু ঘটককে নিয়ে মুরুব্বিদের গুষ্টি , মানে নিজের চাচা আর মামাদের উদ্ধার করতে করতে পাত্র বুঝতে পারছে মুরুব্বিরা পাত্রী দেখেই যায় ,পছন্দ হয়না , বিয়েটা করে ফেলাও যায় না ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মামা চাচা খালু ফুফা - মুরুব্বির সন্মান নেয়া মানুষদের ধারনা তাদের বিয়ে যেমনে হইছিল এদেরও তেমনই হয়ে যাবে !
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১০
আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১২
জুল ভার্ন বলেছেন: বিয়ে যদি করতেই হয় তাহলে আগেই বিয়ে করে ফেলুন, তারপর বৌকে কণে বানিয়ে বাকী জীবন দেখুন। কারণ, বাহ্যিক সৌন্দর্য কোনো বিষয় নয়। সর্বপরি স্পেশাল দুই একটা ছাড়া সব সুন্দরই উনিশ বিশ!
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বিয়েটা আগে সেরে ফেলা উচিত ... একমত ।
ধন্যবাদ জুল ভার্ন ।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪
নাহল তরকারি বলেছেন: ব্যাপার টা কিছুটা আমার মত। হয় আমার মুরব্বিদের মেয়ে পছন্দ হয় না, আবার আমাকে মেয়ের মুরব্বিরা পছন্দ করে না। হয়ে একদিন ঠাস করে বিয়ে হয়ে গেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তখন তো বেশ প্যারা গেছে তাইলে!
ঠাস করে বিয়ে ....দারুন লাগলো ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:০৮
বিটপি বলেছেন: যেসব কারণ বলেছেন, সেগুলো বিয়ে না করার কোন কারণের মধ্যেই পড়েনা যদি মেয়ে সচ্চরিত্রবান ও সংসারী হয়। আমার এক ছোটভাই কোন ভাবেই বিয়ে করতে চাচ্ছিলনা পাত্রী পছন্দমত পাওয়া যাচ্ছিলনা - এই ভয়ে। পাত্রের বড় চাচা তাকে হুমকি দিয়ে বললেন, আমাদের পছন্দের পাত্রী যদি তোর পছন্দ না হয়, তাহলে তুই বাসা থেকে বেরিয়ে যা, আর পছন্দের পাত্রী বিয়ে করে বাসায় নিয়ে আয়।
আজ পাঁচ বছর হল মুরব্বীদের পছন্দের পাত্রী নিয়ে সেই ছোটভাই খুব রোমান্টিক জীবন কাটাচ্ছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৫
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এই পাত্রের মেজো চাচা ঠিক হুমকি নয় তবে এমন কিছুই বলছেন । সাথে যোগ করেছেন এই পাত্রীকে ভুলে যেতে !
কিন্তু বিটপি ভাইয়া , মেয়ে সচ্চরিত্রবান ও সংসারী কিনা, বোঝা সম্ভব নয় ।
ধন্যবাদ ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহারে, মুরুব্বিদের ডিংগিয়ে বিয়েটা না হয় করেই ফেলা যাক....
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৭
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পাত্রদায়গ্রস্থ মুরুব্বিকে টপকানো কঠিন !
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: বিয়েশাদি একটু সময় নিয়েই করুন হুট করে অচেনা কাউকে বিয়ে করলে পরে বিকট সমস্যায় পরতে পারেন
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সুন্দর বলেছেন রানার ব্লগ ।
আমার ধারণা এই বিয়েটা সময় নিয়ে ভেবে চিন্তেই হবে যেন বিকট সমস্যাগুলি এড়ানো যায় ।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬
মনিরা সুলতানা বলেছেন: এতদিন শুনেছি গেবন প্যারাময়
উনার বেলায় মুরুব্বীময় ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পাত্রের পিতা বোঝান 'একদিন তোরও ছেলে হবে তার সময়ে বুঝবি '!
মামা ধারণা দ্যান ' ভাগ্নে তোমার জন্যে এই চাইতেও ফুটফুটে পাত্রী আনবো ' ।
চাচারা আলোচনায় বলেন 'অলরেডি তো মাথা খেয়ে ফেলছে দেখা যায় ' !
আপনার ধারণা দারুন সত্য ।
ধন্যবাদ মনিরা সুলতানা ।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা মনিরা আপার মন্তব্য পছন্দ হয়েছে
মুরুব্বিরা পাত্রী দেখলে ভবিষ্যত জীবন সুন্দর হতে পারে আবার নাও পারে...। তবে মেয়ের চরিত্র ভালো হলে নামাজ রোজায় মন থাকলে এমন পাত্রী বিয়ে করা উচিত।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৪
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
চিরকাল ধরে যেমন চলে আসছে তার মাঝেই সুন্দর অসুন্দর বিদ্যমান । পাত্রকে জানানো উচিত ছিলো 'আমি একজনকে দেখেছি আপনারা দেখুন বিবেচনা করুন ' মুরুব্বিরা বুঝে যেতেন বাকিটা। কিন্তু আপনাদের পছন্দই আমার পছন্দ বললে এইরকম মুরুব্বিময় প্যারাই কাম্য !
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: মুর্বী নিয়ে মেয়ে দেখতে যাওয়া উচিত নয়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একদম সঠিক বলেছেন রাজীব নুর ভাইয়া। অতীতযৌবনারা ভাবেন পাত্রীর মাথায় চুল কম এটাও একটা খুত !
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০
শায়মা বলেছেন: মুরুব্বীরা নিজেরা বুঝে না নিজেরা কোন দেশের হুর আর হুরী ছিলেন এককালে।
মেয়ে দেখতে গেলে মনে হয় উনারা আসমান থেকে নেমে এসেছেন বা আসমান থেকে নেমে আসা কোনো হুর খুঁজছেন।
মুরুব্বী হলে মানুষ যে কেমন হয়ে যায় মাঝে মাঝে ভাবি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সুসম্পকের দুসম্পর্কের এই মুরুব্বিরা কেউ কেউ গর্ব করে বলেন '' কত বিয়া দিছি জীবনে , সংসার করে খাইতেছে না '' । কত শত সুন্দর সম্পর্ক হওয়াতে তারা যে গন্ডগোল পাকিয়েছেন সেই হিসেব রাখেন না । অপছন্দের পাত্রী সম্পর্কে তাদের ব্যঙ্গ মেশানো কথাবাত্রায় বোঝাই যায় হুরপরী থাকা আসমানে তাদের জায়গাও হবে না !
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বিয়ে ভেবেচিন্তে করাই ভালো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৪
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভেবে চিনতে ঠাস করে, করে ফেলা যায় কিন্তু ।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: এ ব্যাপারে মুরুববীদের সামনে রাখলেও সাইড থেকে নিজেকে ঝাপিয়ে পড়তে হবে জান-প্রাণ দিয়ে । তাইলেই বিয়ে হইবেক নয়ত মুরুববীরা শুধু খাইবে-দেখবে তবে কিছু করবেনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ মোহামমদ কামরুজজামানম ভাইয়া ।
পাত্রী পক্ষ পাত্র পক্ষ এই দুই মুরুব্বি গ্রুপের মধ্য পাত্র পাত্রী হয়ে গেছে সান্তনা পক্ষ। রায় নিজেদের পক্ষে আনার জন্য তাদের শুভকামনা ।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১২
মোস্তফা সোহেল বলেছেন: পারিবারিক ভাবে বিয়ে আজকাল মনে হয় কঠিন হয়ে গেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাইয়া ।
প্রেমের বিয়ে আগে থেকে একটু চেনা জানা বিয়ের সংখ্যা বেড়ে যাওয়াতে মুরুব্বিরা সংকটে পড়ছেন বিধায় পারিবারিক বিবাহ আলোচনায় পাত্র পাত্রী উপযুক্ততা নিধারণে পেজগী লাগানোর পরিমান বাড়িয়েছেন ।
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৯
মনিরা সুলতানা বলেছেন: শায়মা বলেছেন: মুরুব্বীরা নিজেরা বুঝে না নিজেরা কোন দেশের হুর আর হুরী ছিলেন এককালে।
মেয়ে দেখতে গেলে মনে হয় উনারা আসমান থেকে নেমে এসেছেন বা আসমান থেকে নেমে আসা কোনো হুর খুঁজছেন।
মুরুব্বী হলে মানুষ যে কেমন হয়ে যায় মাঝে মাঝে ভাবি।
এই মন্তব্য রকস
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মনিরা সুলতানা আপু, এমন ভাবনা চিন্তা থেকেই ভবিষ্যতে রকিং মুরুব্বি বেরিয়ে আসবেন !
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: আমি রকিং মুরব্বী
আমি মনে হয় অনেককককককককককককক ভালো শ্বাশুড়ি হবো.....
আমি সেটা বুঝতেই পারছি।
কয়েকদিন আগে এক শ্বাশুড়ি কেবল ছেলে বিয়ে দিয়েছেন। তার সাথে কথা হলো। উনি বললেন বৌ জব করে তার রান্না করার টাইম নেই তাতে তার কোনো প্রবলেম নেই এমনকি বৌ মাছের কাঁটা বেঁছে খেতে পারে না। তার নিজের ছেলেও পারেনা। তাই উনি কাটা বেঁছে মাছ রাখেন ছেলের জন্য। আরেকটা বাটিতে বৌ এর জন্যও রেখেছেন।
আহা আমাদের দেশে হবে এমন শ্বাশুড়ি কবে
বৌমারা তাদের পেয়ে ধন্য ধন্য হবে।
অলরেডি এমন শ্বাশুড়িরা চলেই এসেছেন। আর এই বৌ খুব চকলেট খায়। সারাদিন ভাতের বদলে চকলেট। সেই চকলেট যতবার খায় ততবার শ্বাশুড়িকে ধরে খাওয়াতে চেষ্টা করে।
হা হা হা এমন সুন্দর শ্বশুরবাড়ি আমাদের দেশে শুরু হয়ে গেছে।
শয়তান মুরুব্বীওয়ালা দিনের দিন শেষ। যতই জি সিরিয়াল দেখাও নো লাভ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এমন শাশুড়ি অনেক বছর আগে একজনের জীবনে খুব প্রয়োজন ছিলো ।
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৩
জটিল ভাই বলেছেন:
তারপরও বিয়েটা মুরব্বীগো নিয়াই হোক।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তাইলে তো সমস্যা জটিল হবে না .....
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪০
শায়মা বলেছেন: কার জীবনে?
তোমার!!!!!!!!!!!!
নাকি আমার!!!!!!!!!!১১
২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপু , আমার ধারণা আপনার শাশুড়ি ভাগ্য আপনার মনের মতোই !
যার কথা বলছি বিষয়টা তার ক্ষেত্রে অনেক বিতর্কিত ...হয়তো একদিন সব প্রকাশ হয়ে যাবে ।
১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৬
শায়মা বলেছেন: ওহ তাই বলো......
আহারে বেচারী......
২০| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এখনও এদেশে পাত্রী দেখতে যেতে কত কান্ড যে করে পাত্রের পরিবার, যেন হাটের গরু দেখতে এসেছে-সবার সামনে হাটানো, চাল খুলে দেখা, নখ দেখা , দাত ঠিক আছে কিনা, এক সের পোলাও রান্না করতে কতটুকু পানি লাগে...............েএই টাইপের হাজারো প্রশ্ন।
মেয়েটা যে এত মানুষের সামনে বিব্রত হচ্ছে সেটা দেখার ও বুঝার মত চোখ কারো নেই। পরিবর্তন দরকার সমাজের ভিতরে বাহিরে।
++++++
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৩৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: মুরব্বী, তাদের খায়েশ মেটাতে গেলে বিয়ে করা প্রায় অসম্ভব হয়ে যায়!