নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

কেন পাড়ার দোস্তদের আড্ডায় যুদ্ধ নিয়ে কথা বলে দাম পাইনা !

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০০

ব্লগে প্রবাসী ব্লগারদের ইউরোপের যুদ্ধ যুদ্ধ খেলার ধারাভাষ্যের বকর বকর দেখতে দেখতে ক্লান্ত । বিদ্রোহী কবির ছানা পোনা কবিরাও সুযোগ পেয়েছে মানবিকতা দেখানোর , আহার যুদ্ধ যদি মাস দুয়েক আগে বাধত ! বই মেলায় অসহায় ক্রেনিয়ানদের প্রতি বর্বর রাশদের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বিদ্রোহী বাণীগুলির সংকলন বের করে নিজের প্রতিভা প্রকাশ করা যেত । মিস হয়ে গেল ।

ব্লগের ছাগল (ইংরেজি ছাগল g.o.a.t ) ব্লগারদের লেখালিখি পড়ে পাড়াত দোস্তদের মাঝে পন্ডিতি ফলানোর একটা প্রবনতা জেগে উঠেছে হঠাত । কিন্তু তারা ব্যস্ত নির্বাচন কমিশন নিয়ে । তারা সার্চ কমিটির সেই দশজনের পরিচয় জানতে চায় । প্রতি সপ্তাহে একটা না একটা ভার্সিটিতে গন্ডগোল লেগেই আছে সেই প্যাচালে থাকতে চায় । সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের বাসায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের কেউ কেন যায়নি সেইটা আলোচনা করতে চায় । যুদ্ধের কারণে তেল গ্যাসের দাম বাড়বে বললে বলে সে তো অনেক আগ থেকেই বাড়বে বাড়বে শুনছি , সরকার নাহয় একটা যুক্তিযুক্ত কারণ পেয়ে গেল । যুদ্ধ নিয়ে এগুলোই ভাবে তারা । তারা জানে যুদ্ধ দিয়ে ভুলিয়ে রাখা যাবে সাতার শিখতে প্রশিক্ষণে বিদেশ যাত্রায় কোটি কোটি টাকা খরচের সমালোচনা । তারপরেও সবচে বেশি কথা হয় মশা নামক যন্ত্রণার শীত শেষে হঠাত আক্রমন বেড়ে যাওয়ার । আড্ডায় ঠাস ঠুস শব্দে মশার মৃত্যুই বেশি হয় । কর্ম কমিশন পরীক্ষায় যারা অংশ নেবে একমাত্র তাদের দেখি একটু আধটু আগ্রহ আছে যুদ্ধ বিষয়টায় , বিশেষ বিজ্ঞ ব্লগের এই ছাগলদের কাছে প্রশ্ন রাখলাম , জনাব এই যুধ্যে জড়িত কোন প্রশ্নটি সাধারণ জ্ঞনের পরীক্ষায় আসতে পারে ?

অনেকে বকাঝকা করতেই পারেন । বকা দিলে তাদের মন্তব্য নাকি বন্ধ করে দেয়া যায় । সমালোচনা নিতে না পারলে তার মন্তব্য মুছেও দেয়া যায় । কিন্তু সেই ব্লগ লেখকরা নতুন নাম নিয়ে ফিরে এসে আবার একই কাজ করলে কি করা যায় ।
ভাবছি । খুব ভাবছি এই একটা বিষয় নিয়ে ।
কারণ পাড়ার দোস্তদের আড্ডায় যুদ্ধ নিয়ে কথা বলে দাম পাইনা । যুদ্ধ বাদ !



মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৭

যায়েদ আল হাসান বলেছেন: আমার মনে হয়, যারা যুদ্ধ নিয়ে প্রচুর কথা বলছেন, তাদের হাতে করার মত কিছুই নেই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: টপাস করে একটা পরমানু বোমা পড়ার অপেক্ষায় ..........

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: যুদ্ধ নিয়ে আলাপ সামুতে করবেন। এখানে সমঝদার লোক আছেন।
আসেন যুদ্ধ নিয়ে আলোচনা করি-

রাশিয়া কখনই চাইবে না যে তাদের সীমান্তবর্তী দেশে ন্যাটোর ঘাঁটি থাকুক। কারণ তা রাশিয়ার জন্য বিরাট হুমকি।
৫০০ বছরের ইতিহাসে রাশিয়া বারবার আক্রমণের শিকার হয়েছে।
১৬০৫ সালে পোলিশরা, ১৮১২ সালে ফরাসী, ১৯১৪,১৯৪১ সালে জার্মান বাহিনী।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: রাশিয়ান ভদকা দেশের সবচেয়ে সস্তা কঠিন পানীয় ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ইতিহাস পড়তে চাইলে ভারতের ইতিহাসও পড়তে হবে ।না হলে আগামাথা বোঝা যাবে না ।

রাশিয়া ও ইউক্রেন সমস্যাটা তেমনি । ইউক্রেনের উপর পশ্চিমা প্রভাব রাশিয়া মেনে নিতে পারছে না ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কুতুব মিনার তাজমহল কাশ্মীর ছাড়া ভারতে কোনো ইতিহাস নাই ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৪

জটিল ভাই বলেছেন:
আপনার ব্লগিং শেখা উচিৎ। যাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন তারা প্রশ্নফাঁস জেনারেসন। তাই দাম পাচ্ছেন না। তারচেয়ে বেটার যদি কোটা থাকে তবে সেই কোটা ধরে সোজা আমেরিকা চলে যান। সেখানে বসে এসব নিয়ে আলোচনার অজস্র সময় ও দাম পাবেন। শুধু ইসলামের বিরোধীদের কাতারে নিজের অবস্থানটা শক্ত করে নেবেন। তবেই ডাইল ফ্রি! =p~

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একদম । অতি পুরনো ব্যান খাওয়া প্রশ্ন গোপনে পাস করা এক ব্লগার নাকি অনেককেই ব্লগিং শিখিয়েছেন, ঠিকানাটা আছে নাকি সেই ছাগলের (g.o.a.t)? কোচিং করতাম।
দেশে আম্রিকানদের অনেক দাম । 'তাহসিনেশন' নাম এক রোস্টার ইউটুবার আছেন না ...ভয়ে দেশেই আসতে চায় না !

জ ভা আমি প্রতিদিন ডাইল খাই । ডাইল আর আলুভর্তা আমার অনেক প্রিয় । স্থানীয় হোটেলে ভাতের সাথে ডাইল ফ্রি দেয় । হোটেলের ডাইল জট্টিল টেস্টি ।
আপনে যে কাতারের কথা বললেন সেই কাতারে দাড়াইনি, তবে মসজিদের নামাজের কাতারে দাড়ানোর অভ্যেস আছে ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: প্রায় প্রতিদিন আপনাকে ধন্যবাদ দিতে দিতে ছোট করে ফেলছি । মনে নিয়েন না জটিল ভাই !

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: যুদ্ধ নিয়ে আমাদের সোস্যাল মিডিয়ার কিছু আইডি থেকে এতই গুরু গম্ভীর আলোচনা করে পোস্ট দেয় যেনো এরা সবাই বিশিষ্ট মিলিটারি এনালিষ্ট! এখানে এসে ভাব মারায় সবাই সমরবিদ! এগুলোর স্থান স্রেফ পাড়ার টং দোকানেই হওয়া উচিত। +

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শান্ত সুন্দর পাহাড়ে খুনোখুনিতে এর অর্ধেক মনোযোগ দাবি করতেই পারি । এক পরিবারের যখন মৃত্যু আসছে একসাথে পাচ ছয়জন মারা যাচ্ছে , অথচ এরা একটা স্টাটাসও দেয় না ।
তবু বিশ্বাস করি বিদেশের দেশী মানুষের দেশের প্রতি আগ্রহ নেই কথাটা সত্যি নয় ।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগের বিশেষ ছাগলদের কাছে প্রশ্ন রাখলেন !!!!
মাইরি পাগল হয়ে যাবেন নাতো ????

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একটা পরমানু বোমা ফোটার গোপন আকাঙ্খায় ইনাদের ইচলি বিচলি দেখে অবাক হয়ে যাই মাইদুল ভাই । এখন ছাগলে পাগল বানালে দুঃখ বোঝার ক্ষমতাও থাকবে না ।

ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.