![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজশাহী ভার্সিটির এক ভাইয়ের সাথে কথা বলছিলাম ।
- ভাই ইন্টারনেট না থাকলে অনেক ভালো হতো '
অবুঝের মতো কথা বলে ফেলে অনার্স পড়ুয়াটা । সম্প্রতি ওই ভার্সিটির এক টিচারের ফেসবুক স্টোরিতে শেয়ার হয়ে গেছে ফোনে রাখা প্রশ্নপত্র । ভুলক্রমে হয়েছে । তিনি আবার আরেকজন টিচারের বিরুদ্ধে প্রশ্নফাসের অভিযোগ এনেছেন । সেখানে যে খেলা চলছে তাতে জোর করে অন্তভুক্ত হয়ে শিক্ষার্থীরা দোষ না বুঝেই অবুঝের মতো দোষী বানাচ্ছে আন্তজালকে । দোষী অবশ্যই ইন্টারনেট তবে এই আন্তজাল নয় । তাকে বলি,
ভাই তোমরাই নাকি সিলেটের ভার্সিটিতে নেটের স্পিড নিয়ে তুলকালাম কান্ড বাধিয়েছিলে !
এই যুদ্ধকালীন সময়ে জালের যোগাযোগ না পেয়ে চমকে উঠি । সকাল সকাল ভাগ্নে ঘুম জাগিয়ে তুলেছে । একটু পর তার অনলাইনে ক্লাস । রাউটারে চোখ রাখি । হলুদ সবুজ বাতিরা টিপ টিপ করছে । কোথাও লালবাতি নেই , সব ঠিকঠাকই মনে হচ্ছে । পরমানু বোমা ফুটল নাতো ! নেট বন্ধ হয়ে যাবার লেটেস্ট কারণ হতে পারে । এসএসসি এইচএসসি পরীক্ষার দেরী আছে । তখন নেট স্লো থাকবে সকালে । এমনটা সরকারী নিয়ম ছিলো করোনার আগে । দ্রুত টিভির সামনে যাই বিটিভি সিএনএন যমুনা নিউজ দেখি । কোনো সমস্যা নেই ।
নেট সার্ভিস প্রভাইডারকে ফোন দিব ভাবি , দেখি নেট ঠিক হয়ে গেছে । সকালে জুম ক্লাস শুরু হবার সময় প্রায় দিনই এমন হবে । ক্লাস চলাকালীন সময়েও হবে । প্রভাইডার বলে সকালের দিকে নেটে চাপ বেশি থাকে , কয়দিন পর আর অনলাইন ক্লাস হবে না তখন ঠিকঠাক থাকবে । আমি তো মাঝে মাঝেই পাই বললে বেয়ারা প্রভাইডার বলে টুকটাক সমস্যা থাকবেই, চালালে চালান না চালালে ......
নেটের ব্যবসা পাড়া মহল্লা ভিত্তিক হয়ে গেছে । নিজের এলাকায় অন্য কেউ নেই । এক এলাকায় দু তিনজন গর্বিত সার্ভিস প্রভাইডার । বাড়ি প্রতি ভাগাভাগি। ছোট্ট শহরটায় দুইটা ব্যবসা জমজমাট। তাদের একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র । মানুষের নেট খুব জরুরি, মাদকদ্রব্যে আসক্ত হবার পর নেশা ছাড়ানো জরুরি । ফেসবুক ,ইউটুব ,গুগলে ,পাবজিতে আলাদা ক্যাশ সার্ভার জরুরী । খুব সাধারণ ইন্টারনেটের ব্যবহার উপযোগীতা করা , স্পিড ব্যাপারগুলো বিদ্যুত থাম্বায় জড়ানো পেচানো গচ্ছিত কেবলের সাথে জড়িয়ে পেচিয়ে গেছে । সেই থাম্বার নিচ দিয়ে হাটতে ভয় হয় ।
মোবাইলে নেটে খুব বেশি সমস্যা নেই । টাকা থাকলে ইন্টারনেট ৫ জি । যার নেই তাদের অনলাইন জুম ক্লাসে পাওয়া যাবে না । তারা ফেসবুকে সময় দেয় না , ইউটুবে তামিল মুভি দেখেনা , অনলাইন লুডু খেলে পাবজি খেলা পোষায় না । এরা সাধারণ মানুষ , এরা আন্তজালে মোড়ানো কোনো ভার্সিটির টিচার হতে পারবে না । এরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়বে ।
রাজশাহী ভার্সিটিতে পড়ুয়া ভাইটিকে উপদেশ দেয়া শেষ করি । বেচারা নিজেকে সৌভাগ্যবান মনে করে ফেলেছে । সৌভাগ্যবান মনে ভার্সিটির আন্তজাল নিয়ে উথাল পাতাল !
০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:৫০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একদম ।
ধন্যবাদ জটিল ভাই ।
২| ০২ রা মার্চ, ২০২২ রাত ৩:২৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: ঢাকায় থাকতে এজন্যই ২টা নেট চালাইতাম সব সময়।
০৩ রা মার্চ, ২০২২ রাত ১২:৫৩
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ঢাকার অবস্থা মোটামুটি ভালো । ঢাকায় মোবাইল নেট ও ভালো । ঢাকার বাহিরের বিড়ম্বনা বেশি !
৩| ০২ রা মার্চ, ২০২২ সকাল ৯:৫৭
জুল ভার্ন বলেছেন: ইন্টারনেটের ব্যবহারের চাইতে অপব্যবহার বেশী হচ্ছে। কঠিন ফিল্টারিং দরকার।
০৩ রা মার্চ, ২০২২ রাত ১:০২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: অন্তত অনলাইন গেমিংএ মানুষের সচেতন হওয়া উচিত ।
ধন্যবাদ ভাইয়া ।
৪| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: আপনাকে একটা উপদেশ দেই- কাউকে উপদেশ দিবেন না। তবে অনুরোধ করতে পারেন।
০৩ রা মার্চ, ২০২২ রাত ১:১০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভার্সিটি পড়ুয়াদের উপদেশ দিতে ভালইতো লাগে । অনুরোধ করে এদের নিয়ন্ত্রণযোগ্য করার কি দরকার !
ব্লগে আপনি সন্মানিত বড়ভাই, আপনার উপদেশ শিরোধার্য ।
ভালো থাকবেন রাজীব ভাইয়া ।
৫| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৩:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এদেশে সবকিছুতে নিজেরাই সীমাবদ্ধতা তৈরি করে ফেলি। এই যেমন অন্য এরিয়ার কেউ আমার এলাকায় নেট ব্যবসা করতে পারবেনা তা সে যতই ভাল সার্ভিস দিক। আমাদের এই দৈন্যতা কবে ঘুচবে কে জানে ?
০৩ রা মার্চ, ২০২২ রাত ১:১২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সঠিক বলেছেন । এলাকা ভাগে নিজেদের ঝামেলা কমিয়েছে ,সাধারণের বাড়িয়েছে ।
ধন্যবাদ ভাইয়া ।
৬| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৪:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েকিন ধরে নেট লাইন বেশ ঝামেলা করছে। মেয়েদের ক্লাশের জন্য নেট এখন অপরিহার্য হয়ে গেছে।
০৩ রা মার্চ, ২০২২ রাত ১:২১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আমার ভাগ্নেকে মোবাইলে ক্লাস করাইতে দিতাম না , মোবাইলে শব্দ শোনায় সমস্যা আবার কানে হেডফোনে ৪০ মিনিট । ল্যাপটপে ব্রডব্যান্ড হোক মোবাইল নেট হোক নয়েজ আসবেই , ভালো স্পিড পেলে স্ট্রিমিং ভালো হয় নয়েজ কম হয় ।
ছোট মানুষ । ওদের বুঝিয়ে ক্লাসে বসিয়ে রাখাটাই অনেক কঠিন হয়ে যেত ।
ভালো থাকবেন জলদস্যু ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০২২ রাত ১:১৮
জটিল ভাই বলেছেন:
আমি ওপেন ইন্টারনেটের বিপক্ষে। এর ব্যবহার সীমাবদ্ধ করা উচিৎ। এটি হৃদয়জাল ছিন্ন করে দিচ্ছে।