![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়ার , ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনারদের একজন, শেন ওয়ার্ন মারা গেছেন । ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৪৫ টি টেস্ট ম্যাচ এবং ১৯৬ টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলা এই লেগস্পিন বোলারের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর । রাত ৮ টার দিকে ফক্স ক্রিকেট তাদের টুইটারে এ খবর জানায় ।
নব্বুইয়ের শেষের দিকে সেই বিখ্যাত অস্ট্রেলিয়া ক্রিকেট দল, গ্লেন ম্যাকগ্রা, রিকি পন্টিং, গিলক্রিস্ট, ওয়াহ ভাইয়েরা এবং শেন ওয়ার্ন । কি দুর্দান্ত ক্রিকেট তাদের ! তাদের আগ্রাসনের আক্রমনের সামনে দাড়াতে পারতো কেউ । ওই সময়টায় আমরা যারা ক্রিকেট খেলেছি, ক্রিকেট নিয়ে মাতামাতি করেছি, ওয়ার্নের মতো করে হাত বাঁকিয়ে বলকে লেগস্পিন করানোর চেষ্টা করেননি, তার মতো বোলিং করার চেষ্টা করেননি পাওয়া যাবেনা এমন কেউ । মাঠে বল হাতে তাকে আর দেখা যেতো না, তার মতো একজন বোলার আর দেখেনি ক্রিকেট বিশ্ব । এখন পর্যন্ত বিশ্বের সেরা বল 'বল অফ সেঞ্চুরি' করেছিলেন এই ক্রিকেট কিংবদন্তি 'শেন ওয়ার্ন' ।
শান্তিতে বিশ্রাম নিন লেগস্পিন রাজা ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন ।
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১১:৫২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: লেগ স্পিন শিল্পী ।
২| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক ভয়ঙ্কর স্পিনারের নাম শেন ওয়ার্ন।
আজ আরো একজন অসি প্লেয়ার মারা গেছেন, রড মার্শ, উইকেট কিপার, ৭৪ বছর বয়সে।
উভয়ে ওপারে শান্তিতে থাকুন, এই কামনা।
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১১:৫৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: একদিনের কাছাকাছি ব্যবধানে প্রায় কাছাকাছি (হার্ট অ্যাটাক) কারণে চলে গেলেন দুই কিংবদন্তি ।
৩| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি কি আগে থেকে অসুস্থ ছিলেন? ওনার বয়স তো বেশী ছিল না।
০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সুস্থ ছিলেন ।
০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ৫২ বছর । একজন এথলেট হিসেবে এই বয়সে মৃত্যু আচমকা ।
৪| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৬
নূর আলম হিরণ বলেছেন: তার লেগ স্পিন দেখাও চোখের প্রশান্তি ছিল। RIP.
০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: RIP
৫| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৯
প্রতিদিন বাংলা বলেছেন: একজন গ্রেট
০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৪০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সর্বকালের সর্বসেরা লেগী ।
৬| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: সবাইকে মরতে হবে। আমিও মরবো। আপনিও মরবেন।
০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:৪১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শুধু প্রিয় মানুষের জন্য মন খারাপ হয়ে যায় ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২২ রাত ১০:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
লেগ স্পিন বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিয়েছিলো ওর্য়ান।