নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কয়েকটি অডিও গল্প । ২০ টি

১৫ ই মার্চ, ২০২২ রাত ১:৪১

অডিও গল্প , শ্রুতি নাটক শোনার অভ্যেস তৈরী হয়েছিল ২০০৩/৪ এ কলকাতা থাকাকালীন ওদের রেডিও অনুষ্ঠান শোনাকালে । দেশে ৫/৬ সালে ঢাকায় থাকাকালীন রেডিও শুনতাম রাত জেগে। রেডিও এফ এমের ' জীবনের গল্প ' প্রথম প্রথম ভালো লাগলেও একটা সময় বিরক্ত লেগে গেল । কিভাবে কিভাবে যেন কলকাতা বাংলার রেডিও মির্চির সানডে সাসপেন্স এর শ্রুতি গল্প পেয়ে গেলাম । আর জে মীরের কন্ঠ ভালো লেগে গেল । এরপর একটার নাটক , রহস্য রোমাঞ্চ অনুষ্ঠান আর নতুন করে পরিচয় হলো সৈয়দ মুজতবা আলী ,সত্যজিত রায়ের প্রায় সব গল্পের সাথে ।

এখানে যে গল্পগুলি দেয়া আছে তা সবসময় আমার মোবাইলে থাকবেই ।
শুনতে থাকুন .....

১| হুমায়ুন আহমেদের রহস্যে মোড়ানো বৈজ্ঞানিক কল্পকাহিনী ' শুন্য ' ইউটিউব লিংক


২| রবীন্দ্রনাথ ঠাকুরের ক্লাসিক গল্প ' মণিহারা ' ইউটিউব লিংক


৩| আমার সবচে প্রিয় ' দিবেন্দু পালিত ' এর হিম হিম রোমান্টিক গল্প ''একটি প্রেমের গল্প '' একটি প্রেমের গল্প

৪| রবীন্দ্রনাথ ঠাকুরের ' ক্ষুধিত পাষান ' ইউটিউব লিংক

৫| মানিক বন্দোপাধ্যায় এর গল্প ' প্রগৈতিহাসিক ' লিংক

৬| প্রিয় আরেকটি গল্প নাকি নাটক , শিব শর্মার ' ছুটি ' ছুটি'র লিংক

৭| সত্যজিত রায়ের ফেলুদার গোয়েন্দা কাহিনী ' ছিন্নমস্তার অভিশাপ ' view this link

৮| সত্যজিত রায়ের আরেকটি গল্প ' স্পটলাইট ' ইউটিউব লিংক

৯| সৈয়দ মুস্তাফা সিরাজের ' মুরারীবাবুর আলমারী ' ইউটিউব লিংক

১০| সত্যজিত রায়ের আরেকটি ছোট গল্প ' অনুকুল ' ইউটিউব লিংক

১১| হূমায়ন আহমেদের গল্প 'বিনার অসুখ ' ইউটিউব লিংক

১২| বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর বিখ্যাত ' চাদের পাহাড় ' ইউটিউব প্লেলিস্ট লিংক


১৩| হিমাদ্রি কিশোর দাসগুপ্তার ভয়ের গল্প ' নিব ভাঙ্গা কলম ' ইউটিউব লিংক

১৪| নারায়ন গঙ্গোপাধ্যায় এর খুব প্রিয় একটি গল্প ' টাইপরাইটার ' ইউটিউব লিংক

১৫| শরবিন্দু বন্দোপাধ্যায় এর ঐতিহাসিক উপন্যাস ' তুঙ্গভদ্রার তীরে ' ইউটিউব লিংক

১৬| নারায়ন গঙ্গোপাধ্যায় এর ভুতুরে গল্প ' সহচর ' ইউটিউব লিংক

১৭| শরবিন্দু বন্দোপাধ্যায় এর রচিত ডিটেকটিভ ব্যোমকেশ বকশীর ' লোহার বিস্কিট ' ইউটিউব লিংক

১৮| বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর ' মায়া ' ইউটিউব লিংক


১৯| হরিনারায়ণ চট্টোপাধ্যায় এর শিকার কাহিনী ' অরণ্যক ' ইউটিউব লিংক

২০| হেমেদ্র কুমার রায়ের রহস্যময় গল্প ' নেতাজীর ছয় মূর্তি ' ইউটিউব লিংক


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: উল্লেখিত সবগুলো বই পড়েছি। ভালো কিছু বইয়ের নাম মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:০০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
ভালো থাকবেন।

২| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময় করে অডিও গল্পগুলো শুনবো। প্রিয়তে নিয়ে রাখলাম। ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:০১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৩| ১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: অডিও তে আরাম পাই না।

১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:০২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আরেকটু চেষ্টা করেন , ভালো লেগে যেতে পারে।
ধন্যবাদ ভাইয়া ।

৪| ২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৫

জটিল ভাই বলেছেন:
বংলাদেশ বেতারের নাটিকাগুলোর কথা মনে পরে গেলো........
নস্টালজিক পোস্ট।

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৫০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বাংলাদেশ বেতারের সেই বিখ্যাত সিনেমার প্রচারণা। দরাজ কন্ঠের মাযহারুল ইসলাম , নাজমুল হোসাইন । আহা !

৫| ২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৮

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: বাংলাদেশ বেতারের সেই বিখ্যাত সিনেমার প্রচারণা। দরাজ কন্ঠের মাযহারুল ইসলাম , নাজমুল হোসাইন । আহা !

-বড্ড শুনতে মন চায়, "ভালো থাকা হয় যেনো!"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.