![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গালিব একজন কবি। মাঝে মাঝে সে হাতও দেখে বিশেষ করে মেয়েদের হাত। কুষ্টিয়ার কোথাও তার বাস। বাবার বইয়ের দোকানে বসে সে। বই বিক্রির থেকেও তার বেশি চিন্তা তার লিটল ম্যাগজিন নিয়ে, এলাকার সাহিত্য চর্চা নিয়ে প্রায়ই তার গ্যান্জাম লেগে যায় প্রায় তার সমবয়সী কবিদের সাথে। এলাকার ছোট ভাই কচি আর তিতুমীর তার সাগরেদ। তারা কবি গালিবকে অনেক ভালবাসে তাই তার সাথে মাঝে মাঝেইএকটু দুষ্টুমি করে। গালিব তাদের মাফও করে দেয়, তবে সহ্যের সীমা অতিক্রম করাতে গালিব মাস্তানদের ভাড়া করে টাকার বিনিময়ে।
সুরভী নামের মেয়েকে নিয়ে কবি কবিতা লেখে। মেয়েও তার কবিতা পড়ে , মুখস্ত রাখে। কবি কি সুরভীকে ভালবাসে, তাকে পাবে কবি গালিব ?
মন খারাপ লাগলে, বিষন্ন লাগলে এই টেলিফ্লিম দেখি মাঝে মাঝে এমনিতেই দেখি।
দেখতে পারেন । হাসতে বাধ্য হবেন। আবার মন খারাপ হয়েও যেতে পারে।
জাহিদ হাসানের অভিনয় অসাধারণেরও উপরে । সাথে আছেন মারজুক রাসেল, এলিয়েন সোহাগ ,কচি খন্দকার ,সুমাইয়া শিমু।
আনিসুল হকের রচনায় ' কবি ' মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলাদেশের নাটকের সোনালী সময়ের একটা মাস্টারপিস।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২১
খায়রুল আহসান বলেছেন: লিঙ্ক যেহেতু দিয়েছেন, আচ্ছা দেখবো।