নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

৫ মিনিটের অনুভূতির কথা ,অন্ধকারের কথা,নিস্তব্ধতার কথা

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

বলব ৫ মিনিটের অনুভূতির কথা ,অন্ধকারের কথা,নিস্তব্ধতার কথা । এক ভাইয়ের ইনভাইটে "গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড [অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম]" যোগ দিয়েছিলাম প্রোফাইল পিকচার ব্লাক করলাম কিন্তু খারাপ লাগল অনেকে করে নাই এমনকি আয়োজকদের ও কেউ কেউ । ঘুমানোর আগপর্যন্ত অথবা বিদ্যুৎ না গেলে নিজ ইচ্ছায় কখনো ঘরের বাতি অফ করছি কিনা ঠিক মনে নাই । গতকাল করেছি ! অনুভূতি ঠিক বলতে পারব না আমারটা বাদ দেই অন্য একজনের টা বলি আমার "মা" । মা সাধারণত কোন দিবস নিয়ে ঠিক চিন্তা ভাবনা করে না । দিবস আসে যায় আম্মুর কাছে বিজয় দিবস মানে আমাদের আনন্দ আর খিচুরি রান্না সবাই মিলে খাওয়া । ২১ ফেব্রুয়ারি মানে ছোটো করে বানান শহীদ মিনারে গাছ থেকে তুলে ফুল দেওয়া । লাইট বন্ধ করলাম ,মনিটর অফ করলাম আম্মু বলল হটাৎ কি হল সব অফ করলি? আমি বিস্তারিত বললাম না শুধু বললাম তুমি বুঝবা না কাল ২৬সে মার্চ তাই এটা আমাদের একটা কর্মসূচী ৫ মিনিট সব অফ এমনকি কথা বলাও । আমাকে অবাক করে দিয়ে আম্মু চুপ হয়ে গেল ৭ মিনিট এর মাথায় বলল শেষ হল ? আমি ঘড়ি দেখি নাই, দেখে বললাম শেষ ,"আম্মু বলল তোরা অনেক বুঝিস আমরা এমন ভাবে কখনো ভাবি নাই !! ঘরে মনে হয় কেউ ছিল !"

আমার আর কিছু বলার নাই ।আমার শুধু ওই সময়ে মনে হচ্ছিল বাইরে হানাদার দারিয়ে আছে আলো জ্বাললেই গুলি করবে ।

গভীর শ্রদ্ধার সাথে সাথে স্মরন করছি সেইসব শহীদ দের যাদের রক্তের বিনিময়ে আজ বলতে পারছি এই দেশ টি আমার

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.