![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
ভাইয়া একটু পড়ো..
আর একটু পড়লেই শেষ তারপরই খেলবো ।
আর একটু পড়লেই এই চকলেটটা তোমার ...
কথাগুলো আজ থেকে প্রায় ১৮ বছর আগের কথা খুলনায় বসে ঘটা ।সময়ের ব্যবধানটা অনেক তাই নামটা খেয়াল নেই আজ তাকে খুব মনে পরছে মাঝে মাঝেই মনে পরে ।
ছোটো বেলা থেকে মেয়েদের সাথে আমার সখ্যতা কম (আমার মায়ের কথা) এবং তাঁর উদাহরন হিসেবে সে প্রায়ই বলে তরে কোনদিন কোন মেয়ে টিচার দিয়ে পড়াতে পারছি? কাউকে মানতি না । কথা সত্যি মানুষ সাধারণত ১২ বছর পর স্মৃতি মনে রাখতে পারে না আমার ক্ষেত্রে কেন যে বেতিক্রম আমি বুজি না আমি কাছাকাছি সময়ের ঘটনা মনে রাখতে পারি না কিন্তু অনেক আগের ঘটনা মনে করতে পারি !!
প্রথমে যার কথা দিয়ে শুরু করছি সে আমার প্রথম গৃহ শিক্ষক ।মার মুখে শুনেছি ইন্টারে পড়তেন আর আমার যা মনে পরে আমি শুধু দৌড়তাম পড়তে বসেই , কখনো রান্না ঘরে, কখনো পাশের বাসায় আর আপু খুজে খুজে যত্ন করে আমাকে পড়াত । শেষ পর্যন্ত আপু আর আমাকে পড়াতে পারে নি ।
ঘড়ির কাঁটা অনেক ঘুরেছে গত মঙ্গলবার পর্যন্ত আমিও একটা মাদ্রাসার শিক্ষক ছিলাম।নিজের প্রয়োজনে চাকরিটা ছেঁড়ে এলাম ।সপ্তম-দশম পর্যন্ত আমার ক্লাস ছিল তবে মাঝে মাঝে প্লে- নার্সারিতে ঢুকতে হত তখন আপুটার কথা খুব মনে হত ।
আজ ৫ অক্টোবর world teachers day শুধু আপু না আমার এই ছাত্র জীবনে অনেক শিক্ষক আমার মনে গেঁথে আছেন ওয়াদুদ ভাই,সুদিপ ভাই,রতন ভাই,সালেহিন স্যার, নাজমুল সার,রিকু ম্যাডাম,নাছিমা ম্যাডাম,হুমাউন কবির স্যার,সিদ্দিক সার আর গোফরান স্যার আরও কয়েকজন যাদের নাম মনে আসছে না ক্ষমা করবেন । সময়ের প্রয়জনে তারা এখন এক এক জায়গায় । দেখা হয় না বললেই চলে ।
স্যার যখন আমি ওই বাচ্চাদের শাসন করি আপনাদের কথা খুব মনে পরে । আপনারা যখন শাসন করতেন খুব রাগ হতাম, কিন্তু বিশ্বাস করেন আজ বুঝি আপনাদের জন্যই এই আমি । উন্নত বিশ্ব হলে হয়তো ফুল নিয়ে বলতাম মিস ইয়ু স্যার কিন্তু স্যার বিশ্বাস করেন আমরা ওদের থেকে আপনাদের অনেক বেশি সম্মান করি থাঙ্কস ফর মেকিং মি স্যার ...
আপু তোমাকে খুব খুজে পেতে ইচ্ছে করছে , তোমার বয়স এখন অনেক হয়তো আমার কাছাকাছি বয়েসের একটা ছেলে ও তোমার থাকতে পারে তবুও তোমার হাতটা ধরে বলতে ইচ্ছে করছে সরি আপু অনেক দুস্তমি করেছি...আদর করে মায়া দিয়ে কিভাবে পড়াতে হয় আমাকে একটুঁ শিখাবে????
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪
নষ্টছেলে তানিম বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯
অর্থনীতিবিদ বলেছেন: একজন ভালো শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা আসলে কখনো শেষ হবার নয়। জীবনের বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের প্রতি আপনার এই শ্রদ্ধা নিবেদন দেখে ভালো লাগলো। কামনা করি আপনার সেই শিক্ষক আপুর সাথে আপনার আবার একদিন দেখা হবে।