![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
ছেলেটির নাম নূর এ শাফি আহনাফ।
ঢাকা রেসিডেন্সিয়াল
কলেজের প্রথম বর্ষের ছাত্র। বিতার্কিক। ছাত্র
হিসাবে কেমন তা বলে মেধাবী তকমাটা এখনই
লাগাতে চাচ্ছি না। মেধাবী তকমা লাগে মৃত
ছাত্রদের গাঁয়ে।
আমরা তাকে বাঁচানোর শপথ নিচ্ছি।
ছেলেটির কি হয়েছে বলা হয়নি। রোগটির নাম
লিউকোমিয়া। সাধারণত ছোটখাটো রোগেরই
কাঠখোট্টা নাম দেখে আমরা ভয় পেয়ে যাই।
তবে এই
রোগটা আসলেই ভয়ংকর। রক্তের স্বেতকনিকার
সংখ্যা বেড়ে যায় এতে। শরীরের ইমিউন সিস্টেম
(যে সিস্টেম আমাদের শরীরকে সকল রোগ-
বালাইয়ের হাত
থেকে রক্ষা করার চেষ্টা করে) এক পর্যায়ে নষ্ট
হয়ে যায়।
ছেলেটি এখন পিজি হাসপাতালে ভর্তি।
ডাক্তাররা বলেছেন তার চিকিৎসা দরকার।
চিকিৎসার জন্য
মুম্বাই কিংবা সিঙ্গাপুরে নিতে হবে।
এবং এটা করা লাগবে খুব দ্রুত। আজ সকাল পর্যন্ত
ছেলেটিকে জানানো হয়নি তার অসুখের কথা।
ফেসবুকে তার
বন্ধুদের হাহাকার আর সাহায্যের আশায় করা সব
পোস্ট তার
চোখে পড়েছে। এই পর্যায়ে আমি আপনি কেমন
থাকতাম
জানি না। কিন্তু ছেলেটি আশ্চর্য রকমের শান্ত।
গল্প করছে।
আমার সানগ্লাসটা কতটা সুন্দর তা নিয়ে গল্প
করলাম
কিছুক্ষণ।
বের হবার আগে ছেলেটি হাঁসতে হাঁসতে বললো,
"ভাইয়া,
যাবার আগে একবার দেখা করতে আসবেন। শেষ
দেখা করে যাবেন।"
ছেলেটিকে বলে এসেছি যে ইন্ডিয়াতে ভাল
চকোলেট
কিনতে পাওয়া যায়। আমার জন্য
যাতে বেশী করে চকোলেট
কিনে নিয়ে আসে।
এতক্ষনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন
যে এটি একটি সাহায্যের
আবেদন চেয়ে পোস্ট। সাহায্যের আবেদন করেই
লেখাটি শেষ
করছি। তার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট
করা দরকার।
চিকিৎসার জন্য দরকার ১ কোটি টাকা। এই
টাকাটা তার
পরিবার একা ম্যানেজ করতে পারবে না। কিন্তু
চলুননা তার
পরিবারের গন্ডিটিকে বাড়িয়ে দেই।
আমরা সকলে মিলে তার পরিবার হয়ে যাই।
নিজের
পরিবারের একজনের জন্য সাহায্যের হাত
বাড়িয়ে দেই...
বিকাশ করতে চাইলে বিকাশ নং
01724921889 (আহনাফ এর বড় বোন)
জীবনে প্রথমবার পাঠকের কাছে হাতজোড়
করে একটা অনুরোধ
করছি। এই পোস্টটি প্লিজ কপি করুন... পেস্ট করুন...
যতদূর সম্ভব
শেয়ার করুন। ফেসবুকে কত ক্যাচালই
তো হতে দেখলাম। কত
কিছু নিয়েই তো হোমপেজ ভরায় ফেললাম। সকলেই
সেটা নিয়ে কমপ্লেইন করলাম। কিন্তু এবার চলুন
সকলে মিলেই
সবার হোমপেইজের বারোটা বাজিয়ে দেই। এই
পোস্টটাকে ভাইরাল করে দেই। এবং প্লিজ, জাস্ট
শেয়ার
করে মনে করবেন না যে দ্বায়িত্ব শেষ।
টাকা অন্যে দিবে। ১
কোটি টাকা অনেক টাকা। কিন্তু ১ লাখ মানুষ
যদি উৎসবের
খরচ থেকে মাত্র ১০০
টাকা করে বাচিয়ে দিয়ে দেয় তাইলেই
কিন্তু হয়।
এইবারের উৎসবের খরচের একটু অংশ
তাহলে আহ্নাফের জন্যই
খরচ করি সকলে মিলে। একটা ছেলেকে একটা সুন্দর
ঈদ উপহার
দেবার চেষ্টা করি
copied from murad
guys plz do something if u can...
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
হেনরি রাইডার হেগার্ড বলেছেন: আমার ছোট ভাই ঢাকা রেসিডেন্সিয়াল দ্বিতীয় বর্ষের ছাত্র। সে ও বিতর্ক করে। তার মুখ থেকে শুনে খুবই খারাপ লাগল। ইনশাল্লাহ আমার পক্ষে যতটুকু করা স্মভব তার থেকে বেশি করার চেষ্টা করব। আল্লাহ ছোট ভাইটি কে যেন সুস্থ করে তুলে। পোস্ট টিকে স্টিকি করা হোক।