![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
সীমান্ত শোন?
ঃ বল
আজ তোকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে তোকে খুব ভালবাসি
ঃবল
ইসস কেন বলব?
ঃতুই না বলতে চাইলি?
হুম চাইলাম তাই বলে কি বলতে হবে?
ঃহুম হবে
কেন?আমি কি তোকে ভালবাসি?
ঃ বাসিস না?
নাহ
ঃকেন
তুই এখনও আমার ভালবাসা পাবার যোগ্যই হোস নি । যে দিন হবি সেদিন জড়িয়ে ধরে বলব, তোর বউ থাকলেও বলব ।
৯ বছরের পরিচিত এই মেয়েটির এই একটা কথার উত্তর সীমান্ত আজও খুঁজে পায় না একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির উচ্চ পদে চাকরির পরও কি যোগ্যতা ওর থাকতে হবে ও টা বুজতে পারে না
সীমান্ত আজও সেই মেয়েটির হাত না ছুঁয়ে তাঁর পাশে হেঁটে তাঁর যোগ্য হবার পথ খুঁজবে প্রতিদিনের মত।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৩
নষ্টছেলে তানিম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৬
রাহি বলেছেন: যতদিন যাচ্ছে ব্লগ আর ফেসবুকের দূরত্ব ঘুচছে। স্ট্যাটাস খুব সুন্দর হয়েছে। প্রিয়তে নিলাম
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭
নষ্টছেলে তানিম বলেছেন: আসলে অনেক দিন কিছু লিখি না ব্লগে তাই লিখলাম আর বড় লেখার টাইম পাই না লেপ্পি ও নেই যে বাইরের অবশর টাইমটায় লিখব ।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩১
নূর আদনান বলেছেন: