নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

একটি সফল সংলাপ যেভাবে হতে পারেঃ(প্রথম ভাগ)( কিঞ্চিত রম্য, কিঞ্চিত রাজনৈতিক,পুরোটা সংলাপিক:P )

০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ঃ হ্যালো ভাবী,আস সালামু আলাইকুম

ঃ অয়ালাইকুম আস সালাম, আপা ক্যামন আছেন?

ঃ এইতো ভাবী ভাল, আপনি ক্যামন আছেন?

ঃ আমিও ভাল ।

ঃ ভাবী দুপুরে ফোন দিয়েছিলাম আপনার রেড টেলিফোনে ।

ঃ কি যে বলেন না আপা আমার রেড টেলিফোন তো অনেকদিন থেকে নষ্ট । আমার লোকগুলো ও যা হয়েছে এত বলেছি ঠিক করতে, করেনি !!

ঃ নাহ আপা দোষ আমাদের BTCL এ কতোগুলো আকাইম্মা বসছে ওরা তো খেয়াল রাখবে আপনার টেলিফোন ভাল আছে কিনা । আজই শো -কজ করবো । আর তাছাড়া আমারও তো বড় একটা ভুল হয়ে গেছে

ডিজিটাল বাংলাদেশ করবো । আপনাকে একটা লাল ৩জি ওয়ালা মোবাইল গিফট করলেই পারতাম তাহলে দুই জনে দুইজনরে দেখতাম আর কথা বলতাম ।

(ওই **** রে কেউ খবর দেও তো ও আমার উপদেষ্টা হয়ে এত সোজা একটা বুদ্ধি এতদিন বসে দিতে পারল না করে কি? !!)

আচ্ছা ভাবী আপনার কোনটা পছন্দ নকিয়া ,সামসং, নাকি আইফোন?



ঃ আপা আমিতো নকিয়ার একটা স্মার্ট ফোন ব্যবহার করি, সামসং হলেই ভাল হয় !!

ঃ নকিয়ার লাল একটা ফোন আছে আইফোনের ও আছে আজ একটা বিজ্ঞাপনে দেখলাম স্যামসং এর আছে কিনা দেখতে হবে না থাকলে বা কি আপনি বলছেন স্পেসাল অর্ডার দিয়ে দুটো নিয়ে নেব দুজনে ।

ঃ ধন্যবাদ আপা ।

ঃ হ্যাঁ ভাবী এবার মূল কোথায় আসি ।

ঃ হ্যাঁ বলুন আপা ।

ঃ ভাবী শুনছেনতো আমাদের বাংলার ছেলেরা নিউজিল্যান্ডকে কি ধোলাইটাই না করল ওঁদের অনেক কষ্ট হয়েছে আমি একটু আগামীকাল ওঁদের খাওয়াতে চাচ্ছি বাচ্চারা হোটেলে কি না কি খেয়েছে !!

ঃ হ্যাঁ আপা ঠিকই বলেছেন ইসস এখন যদি ভারত ক্রিকেট টিমকে বাংলাদেশে আনা যেত ওঁদের বুঝিয়ে দিতাম ।

ঃ হ্যা ভাবী ঠিকই বলছেন শুধু ভারত কেন পাকিস্তানকে আনলেও আমাদের ছেলেরা ওঁদের বুঝিয়ে দিত ৭১ রে কেমন ধোলাই দিছিলাম !!

ঃ হ্যাঁ আপা বলেন আমি কি করতে পারি ?

ঃ ভাবী একটু সাহায্য করবেন বাইরে হরতাল চলছে ছেলেরা তো আসতে ভয় পাবে । তাই যদি একটু বিবেচনা করতেন !!

ঃ আচ্ছা আপা জান হরতাল বন্ধ

ঃ জিনা ভাবী তা হচ্ছে না শুধু তাতে হবে না !

ঃ আর কি করতে হবে ?

ঃ ছেলেদের সাথে আপনাকেও দাওয়াতে আসতে হবে অনেকদিন একসাথে খাই না আপনি না আসা পর্যন্ত কিন্তু আমি খাব না বললাম

ঃ আহা আপা কি যে বলেন আমার কাজ আছে না ?

ঃ আমি ওসব কিছু শুনতে চাচ্ছি না এই আবদার না মানলে কিন্তু আমি সারাদেশে হরতাল ডাকব হুম ।

ঃ আচ্ছা আচ্ছা আমি আসব আপনি এত জিদ করেন না !!

ঃ সব গুছাতে হবে একটু আগে আসবেন কিন্তু ভাবী বুঝতেইতো পারছেন আমি একা মানুষ !!

ঃ আচ্ছা আপা আসব ।



ফোন রাখার ১০ মিনিট পর দুই বড় বাড়ি থেকে মুখ কাল করে বেরিয়ে যাচ্ছে প্রায় ৬জন । কারন ফোন শেষ করার পরই এরা কান পোড়া দেওয়া শুরু করেছেন !!

এবার আর সহ্য করলেন না সোজা বের করে দিলেন । এসির পাওয়ারটা একটু কমিয়ে দিলেন দুই নেত্রী শান্তির বাতাসে গরম তেমন আর লাগছে না ...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাহাহা, ভালো চিন্তা করেছেন। ... :)

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০

নষ্টছেলে তানিম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.