![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
আমি কখনো অপরাধ সমর্থন করি না , অপরাধীকেও না । তবে অপরাধের কারন খুজি তারপর অপরাধকে রেটিং করি তারপর অপরাধীর করনীয় কি তাই বিচার করি এবং অপরাধ শেষে অপরাধীর প্রতিক্রিয়া কি তাই দেখে তার শাস্তি দেওয়ার চিন্তা করি । আমার হিসেবে আসি আশরাফুলের ৮ বছর শাস্তি হইছে ভালই হইছে অপরাধ করছে শাস্তি হইছে । হা বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আছে তাই বলে সে যা তা করবে তাতো হয় না । প্রথম পর্ব শেষ
দ্বিতীয় পর্বে আসি আশরাফুল কেন অপরাধ করল ?
আচ্ছা চিন্তা করেন তো আপনি একটা অফিসে চাকরী করেন আপনার মামা চাচার জোর নাই তাই সেই খানের বস আপনাকে প্রতিদিন গুতায় এইটা ভালো ভাবে না করলেই চাকরী যাবে , এই দিন এ শেষ দিন । তো আপনি নতুন একটা চাকরী পেলেন দেখলেন বসটা ভালই আপনি আস্তে আস্তে নিজেকে প্রমান করা শুরু করলেন । একদিন আপনার এমডি আর জিএম আপনাকে ডাকল বলল দেখ আমরা যেঁ ব্যাবসাটা করতে আসছি তাতে লাভ লস দুইটাই হতে পারে তার চেয়ে একটা কাজ করি একদিনের ব্যাবসা প্রতিপক্ষকে দিয়ে দেই আপনি স্বভাব সিদ্ধ ভাবেই বললেন না কোম্পানির সাথে আপনি বেইমানি করতে পারবেন না । এর পরের ঘটনা সহজ কোম্পানি আপনাকে ছাটাই করল আপনি বেঁকার হয়ে গেলেন পিছনে রয়ে গেল আপনার পরিবার । হ্যাঁ আশরাফুল আপনার মত সৎ না সে পাতা ষড়যন্ত্রে পা দেয় আর পা না দিলে ওই ম্যাচের পর আশরাফুলকে আর মাঠে দেখা যেত না । ক্রিকেট,ফুটবল খেলেছেন না ? কোন এক সময় দলের অপরিহার্য খেলোয়াড় ও হয়ে উঠেছিলেন হটাত আপনার একটা এক্সাম চলে এল আপনি ২ মাসের গ্যাপ দিলেন এর পর দেখলেন পুরো গল্পটা বদলে গেছে বদলে গেছে আপনার মূল্যায়ন এখন বেশিরভাগ সময়ই আপনি আপনার দলের খেলার দর্শক ? কেমন লাগে ভাবতে পারছেন ?
আশ্রাফুলের ও ওই ভয়টা ছিল । প্রধানমন্ত্রী নিজের ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেয় না আর ওতো আশরাফুল । তারপরও ওর অপরাধ অপরাধই । এর পর আসি কোন প্লেয়ার তা অপরাধ করে অপরাধ টা স্বীকার করল ? কেউ করেনি অকপটে স্বীকার করল আশরাফুল ধরিয়ে দিল/ দিতে চাইল অন্যান্য কিছু অপরাধীকেও । কিন্তু তারপর আশরাফুল হল আগের থেকেও বড় অপরাধী । ওই ছেলেটার অপরাধ বোধে ভোগা প্রত্যেকটা সাক্ষাৎকার আমি দেখেছি , একটাই আকুতি ছিল আমাকে একবার ভাল হতে দেও আমি তোমাদের নিজেকে উজার করে দেব । যমুনা টিভির আজকের সাক্ষাৎকারে ও প্রশ্ন ছিল অপরাধ স্বীকার করে কি মনে হচ্ছে ভুল করছেন ? সাবলীল জবাব হয়ত ভুল ছিল কিন্তু আমার মনে হয় অপরাধ স্বীকার করাটা ঠিক ছিল । হা আশরাফুল অপরাধী তার শাস্তি পাওয়া উচিত । কিন্তু এই ছেলেটাকে যেঁ মানুষিক শাস্তি দিলেন প্রতিটা ম্যাচে তার মুক্তি খণ্ডন কে করবে ? একজন আশরাফুলকে ৮ বছর নিষিদ্ধ করলেন মানে বাংলাদেশের একটা প্রতিভা একটা সম্পদ অকালে নষ্ট করলেন । আশরাফুলরা মাসে মাসে জন্মায় না আশ্রাফুলের বোর্ডে বসা চাচাও নাই যেঁ ২-৩ টা সিরিজ খারাপ খেললেও তার জায়গাটা নিশ্চিত , কিংবা ক্যাপ্তেনের ভায়রাও না যেঁ শুস্থ থাক্লেও জাতীয় দল তার ... আশরাফুল তুমি অপরাধী , অপরাধ যতটা না ফিক্সিং করেছো তার থেকে বেশি সত্যিটা স্বীকার করেছ । ধন্যবাদ তোমাকে অন্তত তোমার কাছে শিখলাম সত্য বলা অপরা,অপরাধ স্বীকার করে ভালো হতে চাওয়াও একটা অপরাধ ...
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:২৪
সোহানী বলেছেন: আমার মনে ও খটকা। সে অপরাধ স্বীকার করেছে তাই তার শাস্তি আর যারা অপরাধ করে ও স্বীকার করে নাই তাদের কোন শাস্তি নাই.... সত্যিই সেলুকাস কি বিচিত্র এ বিচার !!!!!!!!!!!!!!!!!!!!!!