![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
আমার গল্পের কোন কাগুজে পাঠক নেই থাকার প্রশ্নই ওঠে না জীবনে গল্প বলি আর অখাদ্য বলি যাই লিখছি তার প্রায় সব এ কীবোর্ডে কোন হার্ড কপি তো নাই ই ব্যাকআপও নাই সব ফেসবুকে আর কিছু আছে ব্লগে , হ্যাঁ কাগজে লেখা আমার ৩টা গল্প যেগুলো আবার ফেসবুকের মুখ দেখেনি । আমার প্রথম যে গল্প(জীবনের প্রথম গল্প) কলেজের ম্যাগাজিনের জন্য তাও আবার মুক্তিযুদ্ধের গল্প উদ্দেশ্য একটাই বয়স কম প্রেম ভালোবাসার টাইম হয় নাই মুক্তিযুদ্ধ হলে স্যার সেম্প্যাথি দিয়ে হলেও ছাপাতে পারে কিন্তু অভাগা যেদিকে... গল্প আর ছাপা হয় নি তীব্র দুর্নীতির অভিযোগে সেই বই আমি পড়েছি কারন আমার একটা কবিতা কি মনে করে যেন ছেপেছিল :v এর পর অনার্স লাইফের প্রথম সাবলাইমের জন্য একটা গল্প লিখি এটা ছিল আমার প্রথম প্রেম বিষয়ক এবং একই সাথে বিয়োগার্থক গল্প । ভাবছি বড় হয়ে গেছি এবার নিশ্চয়ই ছাপাবে নাহ এইবারও ছাপায় নাই !! প্রায় ১ বছর পর বিভিন্ন ঝামেলা শেষ করে সাবলাইম তা বের হয় ওমা আমার গল্প কই ? পাইলাম না গল্প হতাশায় যখন চূড়ান্ত তখন দেখি আমার একটা কবিতা ছাপছে (আবারও :/ ) আমি কিন্তু কবিতা লিখতে পারি না ছন্দই মেলেনা !! নির্লজ্জের লজ্জা থাকেনা আমি আমার তৃতীয় গল্প লিখলাম ডিপার্টমেন্টের দেয়াল পত্রিকার জন্য বিষয় হিন্দি সিরিয়াল নিতান্তই এক বসায় কলেজে বসেই লিখে ফেলেছি কারন লেখা সংকট গল্প পড়ার পর দিপু ভাই বলল "এমন জিনিশ ও লিখলি কাইট্টা ছাইট্টা ছোট করাও যায় না যদিও বড় যা বিশেষ বিবেচনায় তোর গল্প ছাপামু" আহ প্রথম কেউ আমার প্রতি দয়াশীল হল । প্রথম প্রেমের গল্প মানে আমার দ্বিতীয় গল্পের কথা মনে আছে? হ্যাঁ ওইটা আবার ২য় বারের মতো একটু চেঞ্জ করে জমা দিছি সাবলাইমটাই আটকে আছে দুই বছর ধরে ডিপার্টমেন্টে সাবলাইম এ হয় না ... তারপরও লিখছি আল্লাহ্ জানে কবে ফেসবুক আর ব্লগটাই বন্ধ হয়ে যায়
যাই হোক উপরের কথা গুলো আসলে লেখার কথাই ছিল না নিচের কথা গুলো বলতে গিয়ে অজথাই বলে ফেললাম ,
আমার দ্বিতীয় গল্পের এখন পর্যন্ত ২ জন পাঠক একজন আমি দ্বিতীয় জন কেউ একজন সে গল্পটা পড়ে কেন যেন কেঁদেছিল পরে বলেছিল গল্পটা এমন করে শেষ করলে কেন ? এর পর গল্পটার হ্যাপি ইন্ডিং করবা । শেষ যে গল্পটা লিখছিলাম ওইটা লিখতে বসেই মনে হয়েছিল তাঁকে জীবনে কিছুই দেয়া হয়নি এমনকি ভালবাসাটাও না গল্পের হ্যাপি ইন্ডিং তা তো দেওয়া যায় দিলাম কিন্তু সে জানলনা কেউ একজন তার জন্য একটা হ্যাপি ইন্ডিং করেছে... এমনটাই হয় সবসময় তাই না ?
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৬
শরৎ চৌধুরী বলেছেন: ঋজু।