নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক , মৌলবাদী , ব্লগার

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১:১৫

ভাই সারাদিন বাবু সাহেবরে নিয়া ফেসবুক গরম করে ফেলছেন একটু সাইড দিবেন আমার মত মুরুক্ষ মানুষ কিছু বলুক ,
রাজীব ওরফে থাবা বাবা যখন মরল ও শুদ্ধ করি মৌলবাদীরা যখন হত্যা করল , ওর ওয়াল দেখছি নাটক ও দেখছি , কিছু বলার রুচি হয় নাই , অভিজিৎ রয় মারা গেল তিনি গুরু মানুষ অয়াল ঘোরার সাহসই পাই নাই !! আজ পরীক্ষায় বসছি এই সময় এই সময় কার যেন পোস্ট "আর একজন মুক্ত বুদ্ধির মানুষকে হারালাম " বুঝলাম ভেজাল বাজছে । পরীক্ষা দিলাম বাসায় আসলাম দেখি চ্যানেল ৭১ গরম । বুঝলাম সে ব্লগার :D . তারপর তার ওয়াল খুজলাম এর পর হোম পেজে এসে দেখি যারা নিজেদের ফেসবুকিও সুশীল দাবি করেন তারা তো পুরা গরম ! একজন স্ট্যাটাস দিছে "আজকের ওয়াশিকুর বাবুর মৃত্যুকে জায়েজ করতে যেই খানকির পোলারা ধর্মবিদ্বেষী হ্যান, ত্যান, তবে কিন্তু যদি বালছাল আলাপ আনে, তবে সে আমার যতই পিরীতের হোক লাত্থি মেরে বের করে দেয়া হবে। কষ্টের টাকা দিয়ে নেট ইউজ করি ছাগল পালতে না।"
ভদ্রলোক !!!! মুক্ত চিন্তার ধারক !!! "খানকির পোলারা " বলতে তার মুক্ত চিন্তায় জায়েজ ।

ভাই থামেন ... বাবুর ওয়াল ঘুরছি ... মুক্তচিন্তা বলতে যদি শুধু ইসলামের বিরুদ্ধে লেখা বুঝায় ওই মুক্ত চিন্তায় আমি হিসু করি , "ইসলাম ধ্বংস হোক," বাবুর বলা এই কথা এইটা যদি আপনাদের মুক্ত চিন্তা হয় নিজেকে কূপমণ্ডূক কুসংস্কারআচ্ছন্ন পরিচয় দিতে গর্ব বোধ করব ।
ভাই মুক্তমনা, ধর্মবিদ্বেষী নাস্তিক আর কখন ই এক না। বাবু মক্তমনা ছিলো না, সে ছিলো ধর্ম বিদ্বেষী। বিশেষ করে ইসলাম ধর্মের ।
আমারও হিন্দু বন্ধু আছে এবং আমার সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে অন্যতম । হিন্দু ধর্মের কিছু যায়গায় আমার মতভেদ আছে । কই আমার মুখ থেকে কেউ তার নামে আজে বাজে শুনছে এমন কেউ বলতে পারবে না । আমি গর্ব নিয়েই বলি আমি মুসলিম কিন্তু আমি অন্য সব ধর্মকে সমান সম্মান করি । আমার নিজস্ব যেমন বিশ্বাস আসে তাদেরও আছে আপনি পরকালে বিশ্বাস করলে আপনার মত মানবেন বিশ্বাস না করলে মানবেন না । কিন্তু কি দরকার ধর্ম নিয়ে খোঁচা খুঁচি করা , এর পর আপনাদের কিছু বললেই তারা ছাগু, মৌলবাদী । আপনার বিশ্বাসে কেউ আঘাত করলে তার শাস্তি হলে আপনি কোটি কোটি মানুষের বিশ্বাসে আঘাত হানছেন কোন যুক্তিতে কোন মুক্তচিন্তা আপনি ধারন করেন ?
নিজেকে দয়া করে তাকে মুক্তমনা বলবেন না। নাস্তিক বা মুক্তমনা রা কখন ও কোন ধর্ম কে ছোট করেনা। তার নিজ নিয়মে নিজ যুক্তিতে চলে। আল্লাহ্‌ , ঈশ্বরে বিশ্বাস করা না করা আপনার ব্যাপার তাই বলে যারা বিশ্বাস করছে তাদের সাথে যুদ্ধ বাজাচ্ছেন কেন ?
আর আপনারা যারা সুশীল এমনকি মিডিয়া ব্যাক্তিরাও গতকাল উপজেলা নির্বাচনে ১ জন নিহত হল পুলিশের গুলিতে তা নিয়ে একটা পোস্ট দেখি নাই ওইতা আপনাদের কাছে সুস্থ মনে হইছে?
সাম্প্রদায়িকতা নিয়ে যখন চিৎকার করেন , বাইরের মানুষ জানে আপনাদের দেশে কি হচ্ছে ? সমাজে ১৬ কোটি মানুষের মাঝে সন্ত্রাসীরা যখন খুন করে তা নিয়ে আপনাদের হাউকাউ নাই , আজ ওয়াশিকুর বাবুকে যারা খুন করছে তারাও সন্ত্রাসী এদেরকে আলাদা রঙ দিয়ে বাইরের দেশের কাছে নিজেদের দোষী প্রমান করার মাঝে আপনাদের সফলতা কি জানি না । যারা এই কাজ গুলো করছে আপনিও জানেন তাদের ব্যবহার করা হচ্ছে যেমন একটা সন্ত্রাসীদের ব্যবহার করা হয়... ঘরের খবর পরেরে না জানাইলেই হয় না ...
কোন হহত্যা আমি কোন ভাবেই সমর্থন করি না ,বাবু রাজীব কিংবা অভিজিৎএর ও না আবার ""prevention is better than cure "" এই কথাটায় ও বিশ্বাস করি

মানুষ যে ব্লগার বললেই নাস্তিক ভাবে এতে কি আপনাদের কোন দোষ নাই ? মরার পরই তার পরিচয় দেন বিশিষ্ট ব্লগার দোষ এড়ানো যায় ?
সারাজীবন তো দেখলাম পরিবর্তনের কথা বলছেন , আপনাদের নিজেদের কি পরিবর্তন হওয়ার দরকার নাই ?

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১:২৭

ফাইনডার বলেছেন: ধন্যবাদ আমার মনের কথা লিখেছেন... আমি ভেবেছিলাম এইরকম কিছু একটা লিখব আপনি সুন্দর লিখেছেন...

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০০

নষ্টছেলে তানিম বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য , ভয় লাগছে ছাগু ট্যাগ খাই কিনা !!!!

২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ২:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইগো আইজ আমার একটা পোস্ট পরথম পাতা থেকে সারানো হইছে।

কই কেউতো কিছু বললনা :((

আমগো মুক্ত চিন্তার কোনো দাম নাই ।

৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

নষ্টছেলে তানিম বলেছেন: দাম আছে দেখেই সরিয়ে ফেলছে !! ... আমার পোস্ট কিন্তু নির্বাচিত পাতায় নাই ... কারণটাও স্বাভাবিক । আমাদের চিন্তা মুক্ত চিন্তা না , কতক্ষন গালাগালি করতে পারতাম , ধর্ম নিয়ে কচরাইতে পারতাম তাইলেই আমি মুক্ত চিন্তার অধিকারী, ব্লগার এবং ...

৩| ৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইলে আপনিও খেলা বুঝেন। :P

আমরা কোনোদিনই মুক্তমনা হইতে পারব না। :((

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

নষ্টছেলে তানিম বলেছেন: যা চোখে আঙ্গুল দিয়ে বুঝায় তা না বুঝে কিভাবে পারি বলেন ...

৪| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

তিথীডোর বলেছেন: এইরকম মুক্তমনা হওয়ার দরকার নাই!..ইসলাম নিয়ে বিষোদগার করলেই মুক্তমনা! :| it's very easy to be famous if you bash Islam now! Not only famous, you could be a celebrity or easy access to get a shelter in western/European countries...

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

নষ্টছেলে তানিম বলেছেন: অবস্থা তো তাই দাড়াইছে ...

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৫

দ্বীপ ১৭৯২ বলেছেন: ভাল লিখেছেন। সুন্দর পোষ্ট।

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নষ্টছেলে তানিম বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু কোথাকার কোন লোক যদি বলে ইসলাম ধ্বংস হোক, তাহলে কি ইসলাম ধ্বংস হয়ে যায়? অনেক হাদিসে তো দেখি নবিজী সাঃ দাত ভেঙ্গে দেয়ার কাহিনী আছে, নবিজী সাঃ কি এমন কতল করেছেন?

কেউ কি বুঝিয়ে দেবেন?

৩০ শে জুন, ২০১৫ রাত ৯:৪৪

নষ্টছেলে তানিম বলেছেন: কারো কথায়ই ইসলাম ধ্বংস হবে না , কিন্তু একটা বিশেষ শ্রেণি সেই চেষ্টা নানা রুপে নানা ভাবে ইসলামের জন্ম থেকেই করার চেষ্টা করছে । নবীজির কতল করার কথা বলছেন ? তার সাথে কারো তুলনা হয় ? আপনি তো ভাই ওই ভাবে ভুল ভেবে ফেললেন । তারপরও যদি উত্তর দেই একটু অন্য ভাবে বলি , যারা এই কাজ করে তারা সমাজের আর ৮-১০ তা সন্ত্রাসীর মতই । আমাদের দুর্ভাগ্য তারা ইসলামের ট্যাগ ব্যাবহার করছে । আর আমাদের দুর্ভাগ্য আমরা ইসলামের দোষ দিচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.