নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

গল্পঃদূরত্ব

৩০ শে জুন, ২০১৫ রাত ১০:০৮

সময়টা মাত্র ৪৮ ঘণ্টা হলেও ছেলেটার কাছে তা ৪৭ দিন মনে হচ্ছে , ৪৮ ঘণ্টায় ৪৭ দিন হওয়ার কারন হল শেষ ১ ঘণ্টা থেকে প্রতি মিনিট তার কাছে ১ দিন মনে হয় । দিন মিনিটের হিশেব আসছে কারন মেয়েটার সাথে ছেলেটার ৪৮ ঘণ্টা কথা হয়নি । তারা এখন একই বেঞ্চিতে দুই দিক মুখ করে বসে আছে ।
ঘটনা বিশেষ কিছু না ,মেয়েটার রেজাল্ট ভালো হচ্ছিল না কয়েকদিন তাই ছেলেটা নিজেই বলেছিল ২ দিন কথা বলবে না । কারণটা ছিল ভয়েও যদি মেয়েটা ভালভাবে পড়ে ।
কিন্তু এই দুই দিন ছেলেটার সব ওলট পালট হয়ে গিয়েছিল । মেয়েটির দেওয়া ম্যাসেজ গুলর উত্তর না দিতে পারা , ফোন রিসিভ করে কথা না বলা তাকে ভেঙ্গেচুড়ে দিচ্ছিল
সব সময় । তারপরও ওর ভালোর জন্যই তো হোক না একটু কষ্ট ...
হঠাৎ মেয়েটা ফোন দেওয়াও বন্ধ করে দেয় । ছেলেটা আরও অস্থির হয়ে যায় বার বার মনে হয় মেয়েটা সত্যিই ওকে ভালোবাসে না । ঘুম হয় না দুই রাত ।
দুপুর ১.৩২ এ শেষ হওয়ার কথা ওদের ২ দিন । ছেলেটা ১২ টা থেকে অপেক্ষা করে ওদের নির্ধারিত জায়গায় যদিও থাকার কথা ১ টায় । ১ টা বেজে যায় মেয়েটা আসে না । সময় দ্রুত যাচ্ছে না থমকে আছে ছেলেটা বুঝতে পারছে না।
মেয়েটা আসে ১.২০ এ । আসার পর থেকেই দুই জন দুই দিক ফিরে বসে আছে । .১.৩২ এইটা একটা কোমাময় অবস্থা । কে আগে কথা বলবে তা নিয়ে একটা টানা পোড়ন চলে । ছেলেটা ভাবছে অপরাধ ওর ওই আগে কথা বলবে । মেয়েটা কি ভাবছে ছেলেটা জানে না ।
নীরবতা মেয়েটাই ভাঙ্গে । একটা এসএমএস দিয়ে । এই শেষ গুড বাই ভালো থাকেন আপনি । অনেক জালাইছি আপনাকে আর ফোনও দেব না এসএমএস ও দেব না।
ছেলেটা বিব্রত হয় এতা কেমন কথা দুই দিন পর ।
মেয়েটা উঠে দাড়ায় চলে যাবে । ছেলেটা পথ আগলে দাড়ায়
ঃমানে কী এসবের ?
- কিসের মানে ?
ঃঅই এসএমএস, এই চলে যাচ্ছ এসবের ?
- আপনি আমাকে অপমান করবেন আর আমি বসে থাকব?
ঃঅপমান?
- কতবার ফোন দিছি আপনাকে? ইচ্ছা করে ধরেন নাই । এসএমএস এর রিপ্লে দেন নাই । অপমান না আমার? আবার বসে রইছেন কথা বলেন নাই হুহ ।
ঃতুমি নাম্বার কম পাইছ ক্যান ? অপরাধ তুমি করছ কথা তুমি আগে বলবা ।
- আপনার ইচ্ছা মত সব হবে নাকি ?
ঃ আমি কি তা বলছি?
- I hate you more than you can Imagine ...
ঃ I know .
আকাশটা থমথমে মনে হয় বৃষ্টি হবে । মেয়েটা ছেলেটার বুকে ঝাঁপিয়ে পড়ে বৃষ্টি শুরু হয় । কান্নার বৃষ্টি । মেয়টা বলতে থাকে I hate you , hate you . hate you ...
ছেলেটা ভাবে মেয়েটা সত্যি ওকে ঘৃণা করে ... তা না হলে ওকে জীবনে একবারও বলে নাই love you .. কিন্তু কত সহস্র বার যে I hate you বলেছে তার হিসেব নাই ... তাই হোক মেয়েটা এইভাবেই ওকে ঘৃণা করুক ...কাটাইনা একটা জীবন ঘৃণা নিয়ে ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.