নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ একটি ভালোবাসা দিবস

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

কোথায় আছেন আপনি ?
আমি ফোন রিসিভ করার পড়ি ওপাশ থেকেই এই প্রশ্ন ।
ঃএইতো হাঁটছি
- জায়গাটা কোথায় ?
ঃ নদীর পাড়ের কাছাকাছি কোন একটা জায়গা ।
- এক পা নড়বেন না , যে ভাবে আছেন দাড়িয়ে থাকেন ।
ঃ বিধাতা সবাইকে সব ক্ষমতা দেয় নাই , এই কথা অগ্রাহ্য করার খমতাও আমার নাই । আমি ঠায় দাড়িয়ে রইলাম ।
- অদ্ভুত আপনি এই রোদে দাঁড়ানো কেন ?
ঃতুমিই তো বললে এক পা ও না নড়তে । না হলে সামনের ওই ছায়ায় গিয়ে দাঁড়াতাম ।
- আপনি কি বদলাবেন না ?
ঃ তুমি কি দেখেছ কখনো সূর্য পশ্চিম দিকে উঠেছে ?
- থামবেন আপনি?
ঃ আচ্ছা থামছি ।
-চলেন এক জায়গায় যাবো
ঃ কোথায় যাব ?
-আপনাকে গুম করতে নিয়ে যাচ্ছি ।
ঃ তারাতারি চল । আচ্ছা আমি যে এখানে তুমি জানলে কিভাবে ?
- আপনি ভালোবাসা দিবসে দেবদাস হয়ে নদীর পাড়ে হাঁটাহাঁটি করবেন , অন্য মনস্ক হয়ে মানুষের বাইকের নিচে পরতে যাবেন । মরলে সারা দেশের মানুষ জানত মরেন নাই আমি জানছি ।
একটু সামনেই অনেক গুলো ছোট বাচ্চা । বেশির ভাগি ছিন্নমুল ।
ও মিশে গেল সবার মাঝে । কেকের আয়োজন চকলেটের আয়োজন , অনেকগুলো পুতুল , গোলাপ ।
- এদিকে আসেন ।
ঃ কিসের এ আয়োজন ।
- আজ আমার ১ম প্রেম বার্ষিকী তার উদযাপন ।
আমি অদ্ভুত হয়ে তাকিয়ে রইলাম কি নির্লিপ্ত গলায় বলছে !! যার কাছে বলছে সেই মানুষটা পাগলের মত তাঁকে ভালোবাসে । আজ এই অন্য মনস্ক হয়ে নদীর পাড়ে হাটার কারন সে । তার প্রতিটা রাত জাগার কারন এই মেয়েটা । আর এই মেয়েটা আমাকে বলছে তার প্রেমের প্রথম এনিভারসারি । বারবার ভালবাসি বলার পরও ফিরিয়েছে নির্মম ভাবে ।
- দাড়িয়ে আছেন কেন ? চলেন
ঃ হ্যা চল ।
ওর পাশে যে ছেলেটা দারিয়েছে সে হান্ডসাম সুন্দর , আমি সম্ভবত এই ছেলেটার বাইকেই ধাক্কা খেতে যাচ্ছিলাম । তাহলে এই সেই ।
যার ফেসবুকে আপলোড করা ছবি দেখলে তার পাশে নিজেকে কল্পনা করে তাঁকে না পাওয়ার কষ্টে অসহ্য এক অনুভূতি সহ্য করেছি সে এখন আমার সামনে কেক কাটবে ।আমার এখানে থাকা অসম্ভব, এতটা উদার আমি না , না হয় বলুক অসামাজিক ।
একটু নীরবে বের হয়ে যাচ্ছিলাম একটা হাত ধরে ফেলল আমাকে ।
-যার জন্য এতো আয়োজন সে না থাকলে হয় ?
ঃ আমাকে কষ্ট দেবার জন্য এ আয়োজন হলে তুমি সার্থক আমার ভালো লাগছে না ।
- কিন্তু তুমি না থাকলে আমার সাথে কেক কাটবে কে ?
মেয়েটা আমাকে তুমি করে বলছে অতি আকাঙ্ক্ষিত তুমি অনেক বার শুনতে চেয়েছিলাম । আজ বলল ।
-গতবার প্রতিটা দিন পালন করছ এবার রোজ ডে তে গোলাপ দাও নাই , চকলেট ডে তে চকলেট , টেডি ডে তে টেডি , প্রমিজ ডেতে কোন প্রমিজ ও করো নাই । অনেক ঋণ জমা আছে শোধ করতে করতে হবে । চল ।
কেকের কাছে গিয়ে কিছু চকলেট , একটা টেডি আর গোলাপ দিয়ে বললাম , "তোমার হাত ধরে নদীর পার ঘেঁষে হাঁটতে চাই অনন্ত কাল"
- পারব না , তুমি জানো না আমি না খেয়ে থাকতে পারি না ? সারাদিন নদীর পাড়ে হাটলে রান্না করবে কে ?
বলেই জরিয়ে ধরল আমাকে । আমি কানে কানে বললাম
-Kiss ডে কিন্তু পালন করা হল না !!!
ঃ ওটা হবে না তোমার শাস্তি , আগেরগুলো পালন করতে লেট করছ তার ...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

নিরব ঘাতক ফাহিম বলেছেন: +++++++
+++++++
+++++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

নষ্টছেলে তানিম বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ :)

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো!!
বসন্তের দিনটিকে বাদ দিয়েছেন কেন? ঐ দিন বাসন্তি রঙের শাড়ি পড়ে নায়িকাকে কি দারুন ঐ লাগতো!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

নষ্টছেলে তানিম বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ :) এর থেকে সুন্দর বসন্ত কি কি আর আসে ??

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে। :)
গতবার সব দিবস পালন করেছে। প্রেমের আগে হাগ ডে, কিস ডে পালন করল ক্যামনে? =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

নষ্টছেলে তানিম বলেছেন: কৃতজ্ঞতা সহ ধন্যবাদ :) ম্যাসেজে উইশ করে .।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.