| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৌহিদুল ইসলাম তানিন
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বিতৃষ্ণা লাগে । আর যদি অফিসে বা অন্য কোথাও যাওয়ার তাড়াহুড়ো থাকে তাহলে তো কথাই নেই ! যদিও পিঠা পছন্দ তবে সাধারণতঃ দুইটা রুটিই খাই । আর এজন্য সবসময় আম্মুও প্যান প্যান করতে থাকে, আরো বেশী খাইনা কেন ? তবে, মাঝে মাঝেই একটা Stretegy follow করে তা হল, তিনটা রুটির আটা দিয়ে দুইটা রুটিই বানিয়ে দেয় এবং এতে ঊনিও সন্তুষ্ট আর আমিও সন্তুষ্ট !!! ![]()
তো আজ কি হল, অন্যদিনের চেয়ে রুটি একটু বেশিই পুরু হওয়াতে সহজেই ধরে ফেললাম । আর জিজ্ঞেস করতেই চিরচেনা উত্তর, “তুমি বাড়াবা দর; আমিও বাড়াব বহর” । (আসল প্রবচন হচ্ছে, ‘তোমরা কমাবা দর; আমরাও কমাব বহর’ ।
কি আর করা ! মুখ বুজে তিনটা রুটিই (তিনটার মালমসলা দিয়ে তৈরি দুইটা আর কি !) গলধঃকরন । কেমনে কি হল ! মাম্মি ROCKZ ,আমি SHOCKZ !!!
গল্পটা এখানেই শেষ হলেই মনে হয় ভালো হত ! কিন্তু না, একটা Twist আছে । চুপি চুপি বলি, আমার পাশে থাকা আদরের বিড়াল, বিল্লু উরফে মিঊ’র সাথেও কিছুটা share করেছি ।
![]()
২|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: শুকরিয়া ভাই, ভুল ধরিয়ে দেয়ার জন্য । আমি জানতাম না যে এটা বেকন - মানে শুয়োরের মাংস । জানলে ভুলে ও দিতাম না !!!
![]()
৩|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: নতুন ছবি দিলাম ।
৪|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
আলুমিয়া বলেছেন: হাহাহাহাহা। ভাল করছেন!!!!!!!! নতুন ছবিটায় যে ব্রাউন সারকেল প্যাটিটা দেখছেন সেটাকে বলে সসেজ। এটাও শুয়োরের মাংস থেকে হয়। হাহাহাহাহা!!!!
৫|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: কিরে ভাই, আমি যামু কই ? যেদিকে যাই সেদিকেই বুঝি...
৬|
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: ভাই, মজা কইরেন না তো ! আমি ভালোভাবেই জানি সসেজ গরুর গোস্ত থেকেও তৈরী হয় ।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
আলুমিয়া বলেছেন: যে নাস্তার ছবিটা দিছেন - ঐটাতে বেকন - মানে শুয়োরের মাংস দেখা যায়। এইজন্য বললাম - কেউ না জানলে নাই - কিন্তু জানলে আবার কারো অনুভুতিতে আঘাত দিয়া ফেলতে পারেন