নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

তৌহিদুল ইসলাম তানিন

Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)

তৌহিদুল ইসলাম তানিন › বিস্তারিত পোস্টঃ

নাস্তা তুমি !!!

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বিতৃষ্ণা লাগে । আর যদি অফিসে বা অন্য কোথাও যাওয়ার তাড়াহুড়ো থাকে তাহলে তো কথাই নেই ! যদিও পিঠা পছন্দ তবে সাধারণতঃ দুইটা রুটিই খাই । আর এজন্য সবসময় আম্মুও প্যান প্যান করতে থাকে, আরো বেশী খাইনা কেন ? তবে, মাঝে মাঝেই একটা Stretegy follow করে তা হল, তিনটা রুটির আটা দিয়ে দুইটা রুটিই বানিয়ে দেয় এবং এতে ঊনিও সন্তুষ্ট আর আমিও সন্তুষ্ট !!! :P



তো আজ কি হল, অন্যদিনের চেয়ে রুটি একটু বেশিই পুরু হওয়াতে সহজেই ধরে ফেললাম । আর জিজ্ঞেস করতেই চিরচেনা উত্তর, “তুমি বাড়াবা দর; আমিও বাড়াব বহর” । (আসল প্রবচন হচ্ছে, ‘তোমরা কমাবা দর; আমরাও কমাব বহর’ ।



কি আর করা ! মুখ বুজে তিনটা রুটিই (তিনটার মালমসলা দিয়ে তৈরি দুইটা আর কি !) গলধঃকরন । কেমনে কি হল ! মাম্মি ROCKZ ,আমি SHOCKZ !!!



গল্পটা এখানেই শেষ হলেই মনে হয় ভালো হত ! কিন্তু না, একটা Twist আছে । চুপি চুপি বলি, আমার পাশে থাকা আদরের বিড়াল, বিল্লু উরফে মিঊ’র সাথেও কিছুটা share করেছি । :P :P

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

আলুমিয়া বলেছেন: যে নাস্তার ছবিটা দিছেন - ঐটাতে বেকন - মানে শুয়োরের মাংস দেখা যায়। এইজন্য বললাম - কেউ না জানলে নাই - কিন্তু জানলে আবার কারো অনুভুতিতে আঘাত দিয়া ফেলতে পারেন :)

২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: শুকরিয়া ভাই, ভুল ধরিয়ে দেয়ার জন্য । আমি জানতাম না যে এটা বেকন - মানে শুয়োরের মাংস । জানলে ভুলে ও দিতাম না !!! :( :(

৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: নতুন ছবি দিলাম । :) :) :)

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

আলুমিয়া বলেছেন: হাহাহাহাহা। ভাল করছেন!!!!!!!! নতুন ছবিটায় যে ব্রাউন সারকেল প্যাটিটা দেখছেন সেটাকে বলে সসেজ। এটাও শুয়োরের মাংস থেকে হয়। হাহাহাহাহা!!!!

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: কিরে ভাই, আমি যামু কই ? যেদিকে যাই সেদিকেই বুঝি... :( :( :( :(

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: ভাই, মজা কইরেন না তো ! আমি ভালোভাবেই জানি সসেজ গরুর গোস্ত থেকেও তৈরী হয় । :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.