নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

তৌহিদুল ইসলাম তানিন

Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)

তৌহিদুল ইসলাম তানিন › বিস্তারিত পোস্টঃ

এখন আপনার সিদ্বান্ত !!

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

দাঁড়ি না রাখা বা মুন্ডানোর জন্য কি কি লাগবেঃ



১। পানি +

২ সাবান/ক্রিম/জেল/ফোম +

৩। ব্লেড +

৪। রেজার (ব্লেডসহ হলে আলাদা ব্লেড লাগবে না) +

৫। ব্রাশ +

৬। আয়না +

৭। আফটার শেভ জেল +

৮। নিজের গাল +

৯। নিজের দুই হাত +

১০। নিজের দাঁড়ি +

১১। দুই চোখ (একটা হইলে ও চলবে :P )



অথবা প্রত্যহ সেলুনের বিল (অবস্থানভেদে ২০ থেকে ৫০০ টাকা)

= আল্লাহ্‌র অসন্তুষ্টি ।







অপরদিকে, দাঁড়ি রাখার জন্য কি কি লাগবেঃ



১। নিয়ত +

২। চিরুনি (পরিচর্যার জন্য)



= আল্লাহ্‌র সন্তুষ্টি ।









এখন আপনার সিদ্বান্ত !







মাসাআ'লাঃ Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

গোবর গণেশ বলেছেন: তৌহিদ ভাই, দাড়ি রাখা সুন্নতে মুয়াক্কাদাহ, নিঃসন্দেহে একটি বড় সুন্নত। কিন্তু ভাই এই সুন্নত পালনের আগে আরো কিছু কাজ আছে। আর এটি একটি লেবাসের বহিঃপ্রকাশ ও বটে। যার প্রতি আপনার প্রেম/ভালোবাসা হৃদয়ে ধারণ করবেন তার লেবাস আপনা আপনি চলে আসবে। আর দাড়ি না রাখলে যে আল্লাহ বা তাঁর রাসুল অসন্তুষ্ট হবেন তা কিন্তু কোথাও বলা নেই।

ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন:
ভাই, আপনাকে এই লিঙ্কটা দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ।


Click This Link

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: Click This Link

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

বৃক্ষ বলেছেন: কিছু মনে করবেন না , গুপ্তকেশ রাখার ব্যাপারে আপনার কি অভিমতভ? দাড়ি রাখার জন্য যে কস্ট-ইফেক্টিভ উপায় বাতলে দিলেন, একই রকমভাবে যে কেউ গুপ্তকেশ রাখার ব্যাপারে ও জোরালো যুক্ত স্থাপনা করতে পারে ।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: ভাই, অপ্রকাশিত বিষয়াদি প্রকাশ্যে না বলা ভালো নয় কি !!

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

অরন্য জীবন বলেছেন: দাড়ি রাখা জরুরি বিষয় না। এর চেয়ে আরো অনেক জরুরি বিষয় আছে। সেগুলা নিয়ে পোষ্ট দেন প্লীজ।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আল্লাহ বলেছেন রাসুলকে (সাঃ) অনুসরণ করতে।

সুতরাং রাসুল (সাঃ) দাড়ী রেখেছেন তাই আমাদেরকেও রাখতে হবে। আল্লাহ হবে যে রাসুলকে সাঃ) ভালোবাসলো সে আমাকেই ভালবাসলো।

আর রাসুলকে (সাঃ) ভালবাসার দাবীই হলো তাঁকে অনুরসর। করা।

আশা করি বুঝতে পেরেছেন । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.