![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
মাগো, শহীদ হয়েছি বলে কাঁদছো তুমি !
ও মা চোখের জল আর ফেলোনা !
লড়েছি আমি এক আল্লাহর পথে,
এই সত্যটা মাগো ভুলোনা ।
করেছি ধারণ বুকে পাক কুরআন, আমি
যার সাথে নেই কারো তুলনা !
মাগো, ক্ষমা করো আমায়...
তোমার দায়িত্ব আদায় নাহি করতে পেরেছি
বাবা আর ভাইবোনকে দিও সান্তনা
আমি যে, তাদের গর্বিত করেছি
তুমি মার্জনা করো আমায়...
যত কষ্ট তোমায় দিয়েছি ।
মাগো, তুমি আর কেঁদোনা !
আমি আজ জান্নাত নিবাসী
সেদিনই হবে চুড়ান্ত বিজয়,
যেদিন হাসবে আমার সাথে, জান্নাতে আসি
জেনো, আমার কোন বিচার হবেনা,
জিহাদ যে সব পাপ বিনাশী !
মাগো তুমি একটু সবুর করো
আর অশ্রু মুছে ফেলো,
আমি যে জান্নাত থেকে দেখছি তোমায় !
এবার হাসবে কিনা, বলো !
তুমি যে মা শহীদ জননী !
বুকে ঈমানী আগুন জ্বালো !
______________________________________________________
উৎসর্গঃ শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে শাহাদাত বরণকারী সকল শহীদি ভাইকে ।
রচনাকালঃ ০৬.০৫.২০১৩ ইং
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৩
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: শুকরিয়া, ভাই ।
২| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:১০
আস্তবাবা বলেছেন: দারুণ
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৪
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: আলহামদুলিল্লাহ্ ।
৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫০
নাজ_সাদাত বলেছেন: সকলের মধ্যে জেগে উঠুক এই চেতনা। সাম্প্রদায়িক হাসিনা পুড়ে যাক এই চেতনায়।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৪
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন:
নিশচয়ই সবার মধ্যে শীঘ্রই এই চেতনা জেগে উঠবে । ধৈর্য ধারন করুন আর দুয়া করতে থাকুন ।
নিশ্চয়ই আল্লাহ্ আমাদের সবাইকে হেফাযত করবেন, ইনশাআল্লাহ্ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ রাত ৯:৫৯
ফাহিম আহমদ বলেছেন: সুপার হইছেরে ভাই