![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
কাঁদছি, আমি কাঁদছি...
আমার ভাইয়ের লাগিয়া !
হায়রে, ছেড়ে যায়রে...
শহীদি ঘুম পাড়িয়া !
যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে...
মায়ের নাড়ির বাঁধন !
পাচ্ছে, সুঘ্রান পাচ্ছে...
ঐ জান্নাতী বাগান !
খুশিতে, মহা খুশিতে...
রয়েছে আমার ভাই !
কাঁদেরে, মা কাঁদেরে...
তার লাগি সদাই !
ছাড়িয়ে, কষ্ট ছাড়িয়ে...
যাচ্ছে আমার ভাই !
মাড়িয়ে, ফুল মাড়িয়ে...
বেহেশ্তী আঙ্গিনা সদাই !
ভুলিব, কেমনে ভুলিব...
তুই যে আমার ভাই !
আসিব, জান্নাতে আসিব...
যদি তোর দেখা পাই !
জানি, এটাই জানি...
ছাড়িয়ে সকল ক্লেশ !
মানি, আমি মানি...
ধরব মোরা জান্নাতী বেশ !
উৎসর্গঃ ৫ ও ৬ মে, ২০১৩ এ শাহাদাত বরণকারী আমার সকল শহীদি ভাইকে ।
____________________________________________________________
রচনাকালঃ ০৭.০৫.২০১৩ ইং
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: অনেক অনেক শুকরিয়া ।
যাজাকাল্লাহু খায়ের ।
২| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:২৩
ফরিদ মিঞা বলেছেন: এই ভাগ্য আমার হতো!
০৮ ই মে, ২০১৩ রাত ৯:১৬
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: ইনশাআল্লাহ্ ।
চলেন একসাথে আল্লাহ্র কাছে প্রার্থনা করি যেন আমরা শাহাদাত লাভে ধন্য হতে পারি । আমীন
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৩
রাজীব দে সরকার বলেছেন: নিচের টুকু বুঝি নাই
০৯ ই মে, ২০১৩ রাত ১২:২২
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: যাজাকাল্লাহু খায়ের ?
এটি আরবী ভাষা, বাংলায় লিখা ।
এর অর্থ হচ্ছে, "আল্লাহ/সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান/বিনিময় দান করুন ।"
৪| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:৪১
রাজীব দে সরকার বলেছেন: ও আচ্ছা তইলে আপনাকেও তাই
Same to you!
০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:২৭
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন:
ধন্যবাদ, রাজীব দে সরকার ভাই ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
রাজীব দে সরকার বলেছেন: আফসোস সামু ব্লগে 'থুথু' দেবার অপ্সহন রাখে নাই !!