![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
এই বুঝি নেমেছে বৃষ্টির ধারা !
এই প্রান নেচেছে আজ, বাঁধনহারা ।
বৃষ্টির সাথে মোর, সখ্যতা ভার !
বৃষ্টি আয় তুই, অকূল পাথার ।
যাক-যাক, ধুয়ে যাক, যত মলিনতা
যাক ভেসে আজ সকল, পঙ্কিলতা ।
বারির ধারা হও তুমি, নতুনের গান !
বারির সাথে আসুক, প্রশান্তি-প্লাবন ।
মন যেতে চায় আজ, দূর অচিনপুর
মন যাবে হেথায়, যেথায় মনের মুকুর ।
অন্তরে অন্তর, মিলবে যে আজ
অন্তরে বাজছে, প্রিয়তার ডংকার বাজ ।
নাচছে মন, পেয়ে খুশির জোয়ার
নাচছে দুটি মন; বিমোহিত হয়ে বারবার ।
__________________________________________
রচনাকালঃ ১০.০৫.২০১৩ ইং
[ আমার ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৯
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
হৃদয় রিয়াজ বলেছেন: ভাল লাগল