![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
তাঁরে ভালোবাসি বলো, তাঁরে ভালোবাসি !
করনা তো কাজ কোন, তাঁর সনে আসি !
ভালোবাসো তাঁরে তুমি, অন্তর ভরে
ভালোবাসো তাঁরে তুমি, সবার পরে ।
তবে পাবে সুখ ক্ষন, আরো বেশি বেশি
তাঁরে ভালোবাসি বলো, তাঁরে ভালোবাসি ।
সিজদায় হও নত, যত ক্ষন পারো
এ ক্ষণই শ্রেষ্ঠ সময়, তাঁকে তুষ্ট করো ।
যত পারো, কর তাঁর শোকর আদায়
যত পারো, কর স্মরন সদায় সদায় ।
কর তাঁর স্মরন, সুখ-দুখ সব ক্ষনে
কর স্মরন মহিমা, মনঃযুদ্ধ ও রনে ।
বিপ্লব কর তুমি, ভ্রষ্ট নফসেরই তরে
তবে পাবে আরো ভালোবাসা, খোদারও পরে ।
_______________________________________________________________________
রচনাকালঃ ২৯.০৪.২০১৩ ইং
[ আমার বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া।
আমার ব্লগে সুস্বাগতম।
২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর হয়েছে.........
Click This Link
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫
রাইসুল সাগর বলেছেন: ভালোবাসার কাব্যে ভালো লাগা। শুভকামনা সব সময়।