নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

তৌহিদুল ইসলাম তানিন

Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)

তৌহিদুল ইসলাম তানিন › বিস্তারিত পোস্টঃ

মাহেন্দ্র উপলব্ধি (ঈদের শুভেচ্ছা সহ)

০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩০

হাসিখুশি থাকুক আমারই ভাইটি, সারাটি বছর ধরে

কান্না যেন একটুও ছোঁয় না, তারই নির্মল অন্তর ঘরে ।

ভুলেছে আজ মলিনতা, ভুলেছে যত ব্যাথার গ্লানি

এ দিনই যেন শেষ দিন হয়, শত দুখের জের টানি ।



কয়টা টাকা-ই বা লাগে কিনতে, ও মুখভরা হাসি ?

ভালোবাসার বান ডাকুক সর্বদা, ঢেউয়ে নিত্য ভাসি ।

হেন ভাব-ভঙ্গি, উপেক্ষা আসেনা যেন; মনের দু’কূল চেপে !

আজ থেকে আর দিইনা যেন, ভালোবাসা মেপে-মেপে ।



কত ভালোবাসার খনি রয়েছে পড়ে, আমাদেরই ঘর-কোনে !

একটু বন্টনে ঘাটতি হবে না, রোজ দিনের আনন্দ সনে।

বিশ্বাসবিহীন নিঃশ্বাস নিয়ে, বাঁচব আর কতক্ষন, এ ধরায় ?

প্রতিটি ক্ষনই কি শ্রেষ্ঠ নয়, অপরের নন্দিত গোলা ভরায় ?



হোকনা কালো, রুগ্ন; তাতে কি ! একই রক্ত বইছে শরীরে !

মহান প্রভুর বানী মেনে পানাহার দিব, এইবার সব ক্ষুধিতেরে ।

সাম্যতা জাগুক আজ প্রতিটি প্রানে, সামগ্রিক সাম্যের তরে

তবেই হিসেব সহজ হবে; শেষ সময়, রোজ হাশরের পরে ।



পরওয়ারদিগার বলবে না ডেকে, করনি নিবারন ক্ষুধা-তৃষ্ণা তুমি !

যাও, দিলেম ক্ষমা ! জান্নাতে প্রবেশ করো, মম ভালবাসা চুমি।

আজ থেকে এটাই হোক, তোমার প্রাপ্য-আকাঙ্ক্ষিত স্থায়ী আবাস

কর গ্রহন যত খুশি, আরাধ্য জান্নাতি নেয়ামত ও ফুলের সুবাস ।



জাগে যদি আপন হিয়া, প্রানপ্রিয় মুসলিম ভাইদের খবর-সনে

ভুলে সকল অহমবোধ, যা ছিল লুকায়িত মনের গহীন কোনে ।

পাবো প্রভুর দয়া-ভালোবাসা, জান্নাতেরই প্রতিটি আঙ্গিনা পরে

এই মাহেন্দ্র উপলব্ধি হোকনা আজ, এই ঈদের দিনেরই তরে ।





_____________________________________________

রচনাকালঃ ০২.০৮.২০১৩ ঈসায়ী



:) :) তাক্বব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ্‌ আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দ্বীন কবুল করুন)।

সবাইকে ঈদের শুভেচ্ছা
:) :)



[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

তৌহিদুল ইসলাম তানিন বলেছেন: তাক্বব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ্‌ আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দ্বীন কবুল করুন)।

ঈদের শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.