![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)
গত ২ দিন আগে আমার মোবাইলে ৩ ডলার ব্যালেন্স হিসেবে আসল। এর কিছুক্ষন পর, লিবিয়া থেকে এক দ্বীনি ভাই ফোন করে জিজ্ঞাসা করলেন, "আপনার মোবাইলে ঈদী পাঠিয়েছি। পেয়েছেন তো ?" আহারে, কি মোহাব্বত ! আল্লাহ্, উনার ভালোবাসাকে কবুল করুন এবং উনাকে উত্তম তাওফিক দিন যেন এমন করে প্রতি ঈদে, ঈদী পাঠাতে পারেন। আমীন
আবার পরশু দিন, মোবাইলে ৫০ টাকা আসল, যদিও এখন পর্যন্ত কোন ভাই এর দায় স্বীকার করেন নি ! উনি মনে হয়, নাম গোপন রেখে বেশী সওয়াব পেতে চাচ্ছেন ! আচ্ছা, সমস্যা নাই ভাই ! আমি আপনার জন্যও দুয়া করে দিচ্ছি ! আল্লাহ্, আপনাকেও উত্তম প্রতিদান দিন, যেন সবসময় এই ছোট ভাইয়ের খোঁজ-খবর রাখতে পারেন।
আমি স্বভাবতই নরম মনের মানুষ এবং আমার সব ভাইদেরকে অনেক অনেক ভালোবাসি। তাই, "না বোধক শব্দ" উচ্চারন করে কোন ভাইয়ের মনে কষ্ট দিতে পারিনা ! সুতরাং, কোন ভাই যদি নাম প্রকাশ করে বা গোপন রেখে এই উৎসবে শামিল হতে চান, তবে সেক্ষেত্রেও...............
©somewhere in net ltd.