নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

তৌহিদুল ইসলাম তানিন

Be a real Human -> Muslim -> Mumin -> Muhsin by making yourself kind, pious, generous and well-hearted. [ Self Reminder ] যিনি সবসময়য় সম্মান খোঁজেন তিনি অনেক কম ক্ষেত্রেই সম্মানিত হন, আর যিনি এর ধারে-কাছেও যান না, তিনি সবসময়ই অনেক অনেক সম্মানপ্রাপ্ত হন । আর, এটাই ধ্রুব সত্য । :-)

তৌহিদুল ইসলাম তানিন › বিস্তারিত পোস্টঃ

নব্য নীতি, লব্ধ ভীতি

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪

ওরে, ও কৃষ্ণচূড়া!

ফাগুনের আগুনবিহীন, কোত্থেকে পেলি রক্তঝরা লাল?

নিয়েছিস কি রঙ তবে,

আমার ভাইদের শরীর বেয়ে গড়ানো, হেন রক্তপাল!



ওরে, ও শিমুল-পলাশ!

কেন তোদের প্রতিটি পরতে পরতে আগুন তেজ?

তবে কি তোরা ও নিচ্ছিস,

ভাইদের রক্ত কনিকায় বহমান অগ্নিস্ফুলিঙ্গ, সতেজ!



হায়রে, পিচঢালা কালো পথ!

কেন আজ তুই রক্তের সাগরে ভেসে ভেসে, রঙ্গিন?

তবে তুই ও কি, সাক্ষী বুঝি!

হায়েনার হিংস্রতায়, নিষ্পাপে, অহর্নিশ চলছে যে সঙ্গিন!



আসলো বুঝি আবারো নীতির যুদ্ধ!

কান পাতলেই কেন শুনি গোলা-বারুদের আওয়াজ?

সবাই তো একই রক্তে রাঙ্গা,

কেন তবে ধরছে সবাই, নিরন্তর যুদ্ধের এহেন সাজ!



ওরে, আমার প্রানের ভাইরা!

আল্লাহর আঈন ছেড়ে ধরছিস কেন, বাতিল পশ্চিমা ঢাল?

রক্তের ভাজে ভাজে এতই উত্তাপ?

তবে খরচ করছিস না কেন, খিলাফাত কায়েমের কাল?



ধরবি যতদিন পশ্চিমা নীতি!

জানিস তবে, লাঞ্ছিত-বঞ্ছিত চিরদিন হবিই, হবি!

চেয়ে দেখ আজ, মিশর পানে!

সত্য পথের তরে ভ্রান্তির নীতি; লাভ বৈ ক্ষতি স'বি!



_____________________________________________

রচনাকালঃ ২৯.১০.২০১৩ ঈসায়ী



[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.