![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
'কেউ বলে তুই ভাগ্য লিখন
কেউ বলে তুই পাথর...'
...আমি বলি আমি এক ধ্বংস,
ভাঙা কলমের অংশ-
নিস্তব্ধ কালো কালির জোয়ারে লিখি
আশাতীত রাতগুলো।
রেখা টানি,
বারবার একই ক্ষত আমার
বিক্ষত হয় ভুল করে।
মাঝে মাঝে চলে যাই পিছনে।
দেখি, পুরনো কষ্টগুলো আছে কেমন!
তারা কাঁদে নাকি কান্নার পানিগুলো
ডিজেলে পোড়ে!
দহনের খাস কামরায় জায়গা পাইনি,
সুখের কলসেও ফুটো।
আচ্ছা, আমি কি আস্ত এক?
নাকি আধেক?!!
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
পেন আর্নার বলেছেন: মনের কথা মিলে গেল বলে আমার আবার ভাল লাগলো যে অর্থব ভাইয়া!
আশাতীত রাত যেন তবুও আসে।
ভাল থাকবেন।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
জেমস বন্ড বলেছেন:
দহনের খাস কামরায় জায়গা পাইনি,
সুখের কলসেও ফুটো।
আচ্ছা, আমি কি আস্ত এক?
নাকি আধেক?!!
আমি হইলে -
নাকি খড় কুটো
ভাল লাগছে ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ জেমস বন্ড।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
নোমান নমি বলেছেন: নাইস , ভাল্লাগছে
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
পেন আর্নার বলেছেন: আপনাকে দেখে অবাক লাগছে
যাহোক, ধন্যবাদ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
একুশে২১ বলেছেন: অনেক সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ এবং স্বাগতম। ভাল থাকুন।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
ক্ষুদ্রছাপ বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
পেন আর্নার বলেছেন:
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
রীতিমত লিয়া বলেছেন: চমৎকার লেখনি
আচ্ছা, আমি কি আস্ত এক?
নাকি আধেক?!!
অসাধারণ
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
পেন আর্নার বলেছেন: থাঙ্কু আপুনি! ভাল থাকুন!
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
নীল কষ্ট বলেছেন: ভাল লেগেছে আপনার কবিতা
দারুন ছন্দ রেখেছেন
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
ফারজানা শিরিন বলেছেন: দহনের খাস কামরায় জায়গা পাইনি,
সুখের কলসেও ফুটো।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
পেন আর্নার বলেছেন: মাঝে মাঝে তাই মনে হয় আপু।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
ফারাহ দিবা জামান বলেছেন:
...আমি বলি আমি এক ধ্বংস,
ভাঙা কলমের অংশ-
খুব সুন্দর প্রকাশ!
অদ্ভুত!
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
পেন আর্নার বলেছেন: কৃতজ্ঞ আপি
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আপনি অনেক পরিনত কবিতা লিখেন। ভালো লাগা রইল।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভাই।
ভাল থাকবেন!
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
আমিনুর রহমান বলেছেন: অসাধারণ ও অনন্য তোমার লিখনী +++
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন।
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
shfikul বলেছেন: কিছু মনে করবেন না।'দহনের খাস কামরায় জায়গা পাইনি'বলতে আপনি কি বুঝিয়েছেন বলা যাবে?আমি কবিতা কম বুঝি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
পেন আর্নার বলেছেন: বুঝিয়েছি- কষ্টের সময়টাতেও কষ্টকে নিগূঢ়ভাবে উপলব্ধি করতে পারিনি।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
লোনলিফাইটার বলেছেন: +++ দিলাম
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ লোনলিফাইটার।
ভাল থাকুন।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
একজন আরমান বলেছেন:
দহনের খাস কামরায় জায়গা পাইনি,
সুখের কলসেও ফুটো।
অসাধারণ।
আমি আধেক !
পূর্ণতা সে যে আমার বিপরীত !
১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৪০
পেন আর্নার বলেছেন: অবশেষে ব্লগে পুনরায় ফিরে আসিবার পারিলাম আরমান ভাই!
১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩০
আকাশের অনেক রং বলেছেন: কেউ বলে তুই ভাগ্য লিখন..
কেউ বলে তুই পাথর...
আর আমি বলি,
শূন্যতা তোর চিরসাথি
একাকিত্বে বসবাস...
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২
পেন আর্নার বলেছেন: হম। তাই তো!
ব্লগে স্বাগতম রং।
১৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
shfikul বলেছেন: ধন্যবাদ আমাকে বুঝিয়ে বলার জন্য।কবিতাটা অনেক ভালো লেগেছে।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭
পেন আর্নার বলেছেন: স্বাগতম
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথম মন খারাপ লাগা রেখে গেলাম কারন মনে হল কথা গুল যেন ঠিক আমারই মনের কথা বিশেষ করে
আমি বলি আমি এক ধ্বংস,
ভাঙা কলমের অংশ-
নিস্তব্ধ কালো কালির জোয়ারে লিখি
আশাতীত রাতগুলো।