![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
এখনো গায়ে তোমার ভালবাসার গন্ধ পাই।
উস্কখুস্ক চুলে স্বাধীনতার হাত বুলিয়ে আমি ঠিকই চিনে নিয়েছি
তোমার অস্থিরতা!
বুঝেছি, শারদের পূজারী থেকেও ঢের ভাল কোনো কষ্টের পূজারী,
ক্ষত-বিক্ষত কষ্ট তারা ইজারা নেয় ভালবাসার বিনিময়ে!
যদি অধিগ্রহণ করেও ফেলি তোমার ক্ষত, ভয় নয় বরং সাহস রাখি-
কষ্টের চাষী আমি হতে পারি!
(বেশি লিখতে ইচ্ছে করে না আজকাল!)
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল , প্রথম প্লাস