![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
তোমার আমার
মিশে থাকা বুকের মাঝ দিয়ে,
কথা বলে যায় নিশ্চুপ সন্ধ্যা।
চোখ বন্ধ করে-
আমি শুধু তোমাকেই অনুভব করেছি!
দুহাতে তোমাকে যতটা পেরেছি
নিয়ে নিয়েছি আমার মিথ্যে অনুভবতায়।
মিথ্যের ভেতরেই তুমি অনেকটা সত্যি!
অবয়বে নেই,
তবুও, আছো তো কোথাও!
থাকাটাই অবলম্বন।
ওপরের মেঘরাজ্যের সীমানা ছাড়িয়ে
সবকিছুর যিনি দাতা,
সেই বিধাতাকে জিজ্ঞেস করি-
কীভাবে তুমি কল্পনা দিয়েছো মানুষের অন্তরে!?
যন্ত্রণার মহীকূপে এ কী আলোড়ন তুলেছো
বিষাদমাখা অভাবের!
যা কিছু ভাবি, যাকে ভাবি-
সে নেই,
তবুও সে কল্পনায় কতটা সত্যি!
জানো তো সবই তুমি বিধাতা-
আমার মনের খবর!
আমি কেন বলতে পারি না তাকে?
সেই কল্পনাকে?
আমৃত্যু তাকে ভালবাসি!
আজন্ম তাকে ভালবাসি!
ভালবাসি
ভালবাসি
ভালবাসি...
ঘুমের মাঝে বিস্বাদ লাগা এই পৃথিবী
তখনও মূর্ছনাময়,
...শুধুই তাকে ঘেরা চুপচাপ কল্পনায়!
চুপচাপ কল্পনায়!
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই
২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: আবেগি কবিতা চমৎকার।
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ প্রোফেসর ভাই।
৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পেলাম। আশা করি এখন সুস্থ আছেন।
কবিতাটার বড় ব্যাপার হচ্ছে আবেগটা যেন এসে আমাকে স্পর্শ করছে। খুব ভালো লাগল।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২
পেন আর্নার বলেছেন: জেনে ভাল লাগলো :-) আল্লাহ্র রহমতে ভাল আছি, মেডিসিন চলছে এখনও। ভাল থাকবেন ভাইয়া।
৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশ অনেক দিন পর আপনার কবিতা পেলাম। একরাশ ভাললাগা রইল।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অর্থব ভাইয়া। আশা করি আপনি-আপনারা ভাল আছেন। ভাল থাকবেন।
৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৫
রাইসুল নয়ন বলেছেন:
তোমার আমার
মিশে থাকা বুকের মাঝ দিয়ে,
কথা বলে যায় নিশ্চুপ সন্ধ্যা।
পুরোটাই সুন্দর তবে আমার এটুকু বেশী ভালো লেগেছে!
তোমার আমার
মিশে থাকা বুকের মাঝ দিয়ে,
কথা বলে যায় নিশ্চুপ সন্ধ্যা।
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৯
বৃতি বলেছেন: সুন্দর!!
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ বৃতি। ভাল থাকুন সবসময়।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
আমিনুর রহমান বলেছেন:
কেমন আছিস রে !
কবিতায় +++
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫
পেন আর্নার বলেছেন: ভাল আছি গো দাদা! আপনি ভাল তো?
ধন্য ধন্য!
৮| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: অসাধারণ... ++++
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬
পেন আর্নার বলেছেন: এক বাটি ধইন্যা ভর্তা
৯| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: হমম প্রবাসে ওটা বেস মিস করি। পাঠিয়ে দিন কিছু...
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩
পেন আর্নার বলেছেন: তাহলে সেই স্বাদ পেতে নুড়া পাটায় ভর্তা না হলে চলবেই না। নুড়া পাটা গিফট করুন আগে
১০| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: নুড়া পাটা? এটা আবার কি?
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬
পেন আর্নার বলেছেন: পিষা হয় যেখানে :-<
১১| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আহেম্ ... ভাই আমাকে পিষার কোন চান্স নাইতো?
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৪
পেন আর্নার বলেছেন: আমার হাতে জোর নাই!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৯
একজন আরমান বলেছেন:
ঘুমের মাঝে বিস্বাদ লাগা এই পৃথিবী
তখনও মূর্ছনাময়,
...শুধুই তাকে ঘেরা চুপচাপ কল্পনায়!
দারুন লেগেছে মাঝের কিছু লাইন আর শেষ তিন লাইন।
অনেক দিন পর !