![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
প্রথম, দ্বিতীয় তারপর...
তৃতীয় দরজার পর
আমার একটি মুখছবি ছাড়া
এখন আর কিছুই দেখতে পাবে না তুমি ।
তোমার আলোকে বাঁধন দিয়ে
প্রেম করছিলাম
তুমি পর্যন্ত!
ছায়া এসে শেষ করলো শেষে
আমাদের গল্প।
তারপরও...
অনেকদিন চোখ রেখেছি-
তোমার ছকে।
তোমাকে দহন দিয়েছি-
আমার বুকে।
ধীরে ধীরে...
ধৃত হয়েছ তুমি
ধারন হয়েছ তুমি
চোখের দেখাকে আজ মুক্তি দিয়েছি মনে।
আমার স্বপ্নগুলো এখন তোমার,
আমার চাওয়াগুলো এখন তোমার,
আমার না পাওয়া
আমার পাওয়া
আমার অভাব
আমার পূর্ণতা
সব এখন তোমার
আর
তুমি পর্যন্তই।
শুধু আমাকে আটকে গেছি একটি মুখছবিতে,
তাকেও রেখে গেলাম এখানে
তুমি পর্যন্ত।
০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৭
পেন আর্নার বলেছেন: লেখক বলেছেন: আপনি ঠিক ধরেছেন ভাইয়া। আমি নিভৃতচারী।
রেগুলার হওয়াটা তবুও হয়ে উঠছে না। হবো হবো করে কবে হওয়া হবে কে জানে!
ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো পড়তে।
শুভকামনা।
১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩২
পেন আর্নার বলেছেন: শুভকামনা আপনাকেও। ভাল থাকুন।
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
আমিনুর রহমান বলেছেন:
তুমি যে দারুন লিখো জানতাম !!!
অসাধারণ ও অনন্য হয়েছে রে ভাইয়া !
১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ গোলাপ ভাই
আপনার কোলে এই বাবুটা কি আপনার?!
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
ভালো লাগলো
১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৫
পেন আর্নার বলেছেন: ধন্য।
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৯
বটবৃক্ষ~ বলেছেন: খুব চমৎকার লিখেছেন ভায়া!! ++++++
ভালোলাগা নিয়ে গেলাম
সেই মুখছবিটা দেখতে মন চাইছে!!
শুভকামনা......
১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৭
পেন আর্নার বলেছেন: মুখছবি তো হারিয়ে গেছে! যাকগে!
অনেক ধন্যবাদও নিয়ে যান ভাই
৬| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর +++
১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারণ ও অনন্য ++++++
১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৮
পেন আর্নার বলেছেন: থাঙ্কুউউ
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৬
আমিনুর রহমান বলেছেন:
বাবুটা আমার তবে এখন আর ছোট্টটি নেই বাবুটা। বাবুটা এখন ৭ এ পা দিয়েছে !
১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৭
পেন আর্নার বলেছেন: আলহামদুলিল্লাহ্
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার একটা লেখা!
আমাদের এই সামু ব্লগে আপনি অন্যতম ভালো কবিতা লিখেন। কিন্তু আপনি বড়ই নিভৃতচারী! ফলে মানুষ চমৎকার সব কবিতা থেকে বঞ্চিত হচ্ছে। অবশ্য শুধু নিজের জন্য লেখা কয়জনই বা পারে!!!
শুভেচ্ছা রইল।