![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
জীবনে অনেক ভুল করেছি।
একটি একটি ভুল থেকে শত শত ভুল
আকাশের তারার মত বিছিয়ে রয়েছে আমায় ঘিরে।
সমন্বিত হয়ে,
বিশাল এক আকার নিয়ে প্রতিদিন অবেলায় এসে
আমার পিছু নেয়।
কতদূর কতদূর-
আমি ছুটতে থাকি! এটা জেনেও ছুটি যে,
ভুলগুলোর আড়াল আমি হতে পারবো না কখনই।
তখন আমি ক্লান্ত হয়ে পড়ি।
তারপর ভাবি,
থমকে যাওয়া সময়ের মাঝে কেউ খুব ছুটলে,
তার পিছুই নেবে জাগতিক সমস্ত গতিবেগ।
তাহলে,
আমার ভুলগুলোরই বা আর দোষ কোথায়?
বরং পিছু ফিরে তাদের আলিঙ্গন করি ভালবেসে।
মেনে নেই।
মিশে যাই।
শান্ত হয়ে তারা শুধু এটুকুই বলবে-
'শুধরে নাও!'
~Don't Erase Your Mistakes,
Learn From It~
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭
পেন আর্নার বলেছেন:
২| ১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বাহ, ভালো তো!
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
~Don't Erase Your Mistakes,
Learn From It~
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩
পেন আর্নার বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
মামুন রশিদ বলেছেন: ~Don't Erase Your Mistakes,

Learn From It~