![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
প্রিয় বন্ধুদের ও প্রিয় মানুষদের এঁকেছি। শেয়ার করছি সেগুলো।
*
পুনম। কাছের বন্ধুদের মধ্যে ও একজন। বিধাতা ওকে একটি চমৎকার হাসি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন! ওর সবচেয়ে ভাল গুণ হল অবস্থা সামাল দেয়ার ক্ষেত্রে একটি নিরপেক্ষ মানসিকতা নিয়ে এগিয়ে আসা।
*
শুভ। আমার আজকের আমি হয়ে ওঠার পেছনে যার অনেক অবদান। ওর গুণ হল ও বেশ প্রতিবাদী। আর হ্যাঁ, ও খুব দারুণ গায়!
*
ইমরান। আমার ঘোরাঘুরি পাগল বন্ধুদের মধ্যে একজন। ওর একটি সরল মন আছে যা নিয়ে তর্ক করতে ও খুবি মজা পায়!
*
মেঘলা। ইনিও চমৎকার একটি হাসির মালিক! পড়াশোনায় অত্যন্ত ভাল। বন্ধুদের খাওয়া-দাওয়ানোর ক্ষেত্রেও বেশ উদার তিনি
কত মহান!
*
স্মৃতি। ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় আমি স্টুডেন্টদের লাইনের মাঝে টপকে পড়েছিলাম এবং ইনার আগে দাঁড়িয়েছিলাম। ইনি ভ্রু কুঁচকে বলেন- 'একে হটাও!' সেই থেকে আমরা খুব ভাল বন্ধু! ব্যাপার হল, ক্লাস গ্রুপিং এ সৌভাগ্যবশত ইনি-আমি একই গ্রুপে ছিলাম এবং আমি ইংরেজিতে একটু ভাল থাকায় ম্যাডাম আমার প্রতি বেশ যত্নবতী ছিলেন!
যাক, মজা নিতে আমার খুব লক্ষ্মী লাগে!
ও খুব আদুরে। দেখতে ছোটখাটো কিউট একটা বুড়ি নানীর মত। চশমাও পড়ে, ঠিক পণ্ডিতের মত। ভাবছেন, ওকে নিয়ে এত বকবক করছি ক্যান? এগুলো তো ওর সামনে বলতে পারবো না। পেটাবে!
*
আরেফিন। সব কথায় 'আচ্ছা' বলা পাবলিক। পলিটিক্স করলে ভালই করতো ছোড়া
যাই হোক, খুবই ভাল একটা ছেলে ও।
*
নিবিড়। খুব ভাল ছবি তোলে। আবৃত্তি করে। গ্যাঁজা দাঁতে খুব সুন্দর হাসে। ওর সাথে আমার একদিনের একটা দারুণ অভিজ্ঞতা আছে! ওল্ড ডেজ!
*
অরণ্যা। ও আমার কাছের বন্ধু নয়, সহপাঠী। যেদিনের তোলা ছবি থেকে ওকে এঁকেছি, সেদিন ওকে আসলেই খুব ভাল লাগছিল। তাই মন হল আঁকি। ওর হাসিটা সুন্দর। বাহ! সুন্দর হাসিমুখের বন্ধু-সহপাঠী পেয়ে ভালই লাগছে।
*
একজন ভাল মনের মানুষ। সচেষ্ট একজন মানুষ। একজন সৎ লেখক।
*
খুব ভাল লেখেন ইনি। খুব ভাল। দৃশ্যের গভীরে দেখতে পারা অন্যরকম একজন মানুষ।
(ইনকমপ্লিট ভার্সন)
*
আমার প্রিয় ভারতীয় এক অভিনেত্রী।
To be continued...
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০০
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ!
এত তাড়াতাড়ি দেখেও সারলেন!
ভাল থাকুন।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৬
রোহান খান বলেছেন: খুব ভাল আকেন আপনি..।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন।
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭
কাউসার রানা বলেছেন: হুম খুব সুন্দর...........
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন।
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮
একজন আরমান বলেছেন:
সুন্দর।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২
রাফসান আরিফ বলেছেন: অসাধারণ
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
পেন আর্নার বলেছেন: খুব সাধারণই
ধন্যবাদ।
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭
শহুরে আগন্তুক বলেছেন: চমৎকার এঁকেছেন ! এদেরকে দেখিয়েছেন তো ?
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৭
পেন আর্নার বলেছেন: হম সবাই দেখেছেন।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৪
মদন বলেছেন: +
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৮
পেন আর্নার বলেছেন: ধইন্যা মদন ভাই
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১
এন ইউ এমিল বলেছেন: সেইরম হইছে বচ
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
পেন আর্নার বলেছেন: থাঙ্কু ভচ
৯| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভেরি নাইস পোস্ট!
আমার একটা ছবি একে দিবেন ?
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
দেবো।
ভাল থাকুন।
১০| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এমনিতে আঁকা ভালো হয়েছে, এই টুকুই বা কয়জন আক্তে পারে। তবে পছন্দের মানুষগুলোর বাস্তব ছবি দেখলে বুঝা যেত কত ভালো এঁকেছেন।
চালিয়ে যান। আপনি কবিতার পাশাপাশি স্কেচও বেশ ভালোই করতে পারেন বলে মনে হয়।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬
পেন আর্নার বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। তবে আমি তো বললাম, পারফেকশন আমি নিজেও চাই না। মন করে এঁকেছি, তাদেরও ভাল লেগেছে এটাই আমার কাছে অনেক।
ভাল থাকুন।
১১| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৯
শশী হিমু বলেছেন: থ্যাঙ্কস। তোমার আঁকা নিয়ে নতুন করে বলার কিছু নেই
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ শশী ভাই। ভাল থাকুন। আর আরেকবার ধন্যবাদ ছবিটা ব্লগ প্রোফাইলে দেয়ার জন্য।
১২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫
আমিনুর রহমান বলেছেন:
তুমি যে অনেকগুনে গুণান্বিত তা আমি আগেই জানতাম !
চমৎকার আপুনি +++
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯
পেন আর্নার বলেছেন: হেহেহেহে! আমি একটা বেগুণ।
ধন্যবাদ তবু!
ভাল থাকুন ভাইয়া। আর হ্যাঁ আমি হাচা কতা কই। সাহস জুগাইছি!
১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার আকেন আপনি!!!!!!!
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০
পেন আর্নার বলেছেন: থাঙ্কু
১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২
পেন আর্নার বলেছেন:
ধন্যবাদ স্বর্ণাপু।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ। ভাল থাকুন সবসময়।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসাধারণ !!! +++++++++++++++
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার ++++
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬
পেন আর্নার বলেছেন: থাঙ্কু ভাইয়া।
১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
শীলা শিপা বলেছেন: সুন্দর আকেন আপনি।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬
পেন আর্নার বলেছেন: তাঙ্কু আপুনি। ভাল থাকুন।
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন তো।
প্রিয় ভারতীয় অভিনেত্রীটা কে? চিনি নাই
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪
পেন আর্নার বলেছেন: হেহেহে! ধন্যবাদ ভাই।
উনি জেনিফার উইংগেট।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
||
চমৎকার