![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
'অপ্রাকৃতিক কোনোকিছুও যখন প্রাকৃতিকের মতই তোমার কাছে, তখন বুঝবে প্রাকৃতিক এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা তোমার জানা নেই।'
অস্বাভাবিক বলতে কী আছে জগতে? যা ঘটছে, তা সবই কি স্বাভাবিক নয়!
গতানুগতিকতা আমাদেরকে একঘেয়েমি এক অভ্যাসে অভ্যস্ত করেছে। সেটার বাইরে আমরা যেতে চাই না। নতুনকিছুকে বা নতুন ধারনাকে আমরা গ্রহণ করতে চাই না অন্য লোকের কথার ভয়ে। হেহ! আরে যেয়ে দেখ, সেই লোকেরও ভয় আছে- তুই কী না আবার বলে বসিস!
কিন্তু সবকিছুকে গ্রহণ করতে থাকলেও ভাল-খারাপ এর ব্যাপারটা বা মানদণ্ডের বিচারটা আর থাকে না। আসলে কাউকে ছোট না করে, কাউকে আঘাত না করে নিজের উপলব্ধি নিয়ে সৎভাবে বাঁচাটাই বড় ব্যাপার।
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬
পেন আর্নার বলেছেন: হম।
২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮
মামুন রশিদ বলেছেন: ঠিক বলেছেন ।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
পেন আর্নার বলেছেন: আচ্ছা।
ভাল থাকুন ভাই।
৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছোট ছোট এই লেখাগুলো ভালোই লাগছে। মাইক্রো ব্লগিং শুরুটা বুঝি এভাবেই হবে।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৮
পেন আর্নার বলেছেন: কে জানে?
তবে মাইক্রো ব্লগিং বুঝি একেই বলে!
ধন্যবাদ কাল্পনিক ভাই।
৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.....................
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৮
পেন আর্নার বলেছেন: হম।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম বুঝলাম