![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
একটা বয়ে যাওয়া নদী
আকাশ ছুঁইছুঁই কিছু চূড়া,
ওপর থেকে আক্ষেপে জ্বলছে নক্ষত্ররা।
হু হু বাতাস শূন্যতা বয়ে বেড়ায়-
অজানা থেকে অজানায়।
এসবের মাঝখানে-
গায়ে কিচকিচ করা ধুলোর বরফ মেখে
ডাকলো কেউ হঠাৎ দূর পেছন হতে-
-'ফিরে!
অথবা ভুলে!'
তবে কার তরফ থেকে?
তারপর...
ছটাক আলোর নিশান হাতে দিক-বিদিক হতে
এক এক করে দাঁড়িয়ে গেল আলোর সারথিরা
যেন বলছে- 'এইদিকে! এইদিকে!'
আঁধারের চাদরে লুকোনো আমি
সেই আলোগুলো দেখতে পাই-
খুব স্পষ্ট! আবার!
কিন্তু,
আলোধরা মূর্তিগুলো কি দেখতে পায় তখন
আঁধারের কতোটা গভীরে
আমার আধার?!
আমি বলি- 'ফিরে যাও,
ফিরে যাও তোমরা।
অন্ধকারকে সাথে নিয়ে যেদিন ছুটছিলাম গভীরে
দীর্ঘ করা রুদ্ধশ্বাসে,
অন্যকোথাও বিক্রি হয়েছিল তোমাদের সময় সেদিন
তাচ্ছিল্যভরা ত্রাসে।'
তবুও কৃতজ্ঞ-
উৎযাপনের যে এতগুলো দিন
শুধু অন্ধকারেই হয়েছি বিলীন!
তোমাদের হাতে এতো এতো আলো, আর
আমার হাতে একটি মাত্র আঁধার।
তার মাঝে বাসি আমি।
তাকে ফিরে খুঁজি।
পূর্ণ করি আমার অভাবে, তাকে
একাকীতে বুঝি।
'ফিরে যাও, ফিরে যাও
সারথি তোমরা।'
আমি আজ যাবো না।
আমি আজ যাবো না।
ওরা বলে-
'ক্ষমা করো, বুঝিনি তোমায়
আলোর নিশান তবু ছেড়ে গেলাম
আকাশের তারায়!'
তারপর...
এক এক করে ফিরে যায় তারা।
ফিরতে ফিরতে শেষ যে-জন দাঁড়ায়
কিছুক্ষণ তাকায় ...
...ডুবে যায় মুহূর্তটুকুর আলো,
পৃথিবীর সমস্ত নীরবতা যেন আমার মাঝে ভর করে!
শেষ রাতের একটি ক্যানভাস-
যার ভেতরে ধীরে ধীরে, কালো রঙে রাঙানো একাকীত্বটাকে
পাশে নিয়ে
বসে থাকি
শুধু আমি ।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৬
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।
খুব ভাল থাকুন।
শুভেচ্ছা।
২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে অনেক ! +
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৭
পেন আর্নার বলেছেন: ভাল লাগলো।
ভাল লাগা থাকুক অবিরাম!
শুভকামনা স্বপ্নবাজ।
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২
বোকামন বলেছেন:
ছটাক আলোর নিশান হাতে দিক-বিদিক হতে
এক এক করে দাঁড়িয়ে গেল আলোর সারথিরা
উৎযাপনের যে এতগুলো দিন
শুধু অন্ধকারেই হয়েছি বিলীন!
উপভোগ দারুণ লিখেছেন, ভালোলাগা :-)
[ইডটিউব লিংকখানা আমার প্লে লিস্টে আছে, আপনারও খুব পছন্দের তাই না !]
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
পেন আর্নার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
মনের কথাগুলোর মত হাত দ্রুত চলে না, তবুও লিখি।
গানটি আমার অসম্ভব প্রিয়, যা আমি সারাজীবন একটানা শুনে যেতে পারবো। :-)
জেনে ভাল লাগলো যে ট্র্যাকটা আপনারও পছন্দের!
ভাল থাকুন খুব।
৪| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরা বলে-
'ক্ষমা করো, বুঝিনি তোমায়
আলোর নিশান তবু ছেড়ে গেলাম
আকাশের তারায়!'
তারপর...
এক এক করে ফিরে যায় তারা।
ফিরতে ফিরতে শেষ যেজন দাঁড়ায়
কিছুক্ষণ তাকায় ...
+++++++
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আশা করি ভাল আছেন!
এই আকালেও শুভসকাল জানাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রথম ভালো লাগা!!!